নান্নুর হয়ে ব্যাটিং করলেন পাপন

বিজয় দিবসে ক্রিকেটে মুখরিত মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়াম। এতে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির উপস্থিতিতে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে বিতর্ক ফিরেছে আজ।
বিভিন্ন বিষয়ে আলোচনায় বর্তমান নির্বাচন বোর্ডের পক্ষে স্পষ্ট মতামত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী পাপন। দেখা যাচ্ছে নির্বাচকদের সমালোচনা উড়িয়ে দিয়েছেন নাজমুল হাসান পাপন। দল নির্বাচন নিয়ে সমালোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করেন ক্রিকেট বোর্ডের প্রধান।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘দেখুন, আপনাদের জন্য বলছি আরকি। নির্বাচক প্যানেল বদলাতে পারে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। কথাটা হচ্ছে আমি আপনাদের বিশ্বকাপের আগে প্রশ্নগুলো করেছিলাম যদিও কেউ উত্তর পাঠায়নি। তাদের কাছে চেয়েছিলাম যে আপনাদের পছন্দের স্কোয়াডটা বলেন। নির্বাচকের কাজ যদি খেলোয়াড় নির্বাচন করা হয় আমি যেভাবে দেখি। ছোট তামিমকে (তানজিদ তামিম) খালি বাদ দেই। কারণ সেখানে তামিম ইকবালের যাওয়ার কথা। শেষ মুহূর্তে গিয়ে সে ওপেন করছে। এখানে গেছে লিটন দাস, শান্ত, সাকিব, মুশফিক,তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মিরাজ। আমি বোলারদের ধরলাম না।'
ব্যর্থতার এই বিশ্বকাপ স্কোয়াড থেকে কাকে বাদ দেওয়া যেতে পারে এমন প্রশ্নই সাংবাদিকদের কাছে করেছেন পাপন, ‘কাকে বাদ দিলে আপনারা খুশি হতেন, আমাকে যদি একটা-দুইটা নাম বলতেন। আজ পর্যন্ত কেউ নাম বলে না। আর বলে নির্বাচক তার সব দোষ। কাউকে বাদ দেয়নি দেখেই দোষ। কাকে বাদ দিলে আপনারা বলতেন খুব ভালো হয়েছে। এই উত্তরটা না পেলে আমাদের জন্য সিদ্ধান্ত নেয়া কঠিন।
পরিবর্তনকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেও এসময় উল্লেখ করেছেন নাজমুল হাসান পাপন, ‘আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। পরিবর্তন হয়, অনেকদিন হয়েছে, সবসময় পরিবর্তন হওয়াটা ভালো। কাউকে অভিযোগ দিয়ে বাদ দেয়া, মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেয়া খারাপ নিদর্শন তৈরি করে।’
নির্বাচকদের পক্ষ নিয়ে পাপন বলেন, ‘আপনাদের এই জিনিসটা করার আগে একটা কারণ দেখাতে হবে, এই কারণে। কিন্তু আপনারা যে কারণগুলো বলছেন, শান্ত রান করতে পারেনি এটা ভিন্ন ইস্যু। সে আমাদের অন্যতম সেরা ব্যাটার। এটা তো অস্বীকার করার উপায় নেই, সে রান করে যাচ্ছিলো। লিটন দাসের সামর্থ্য আমরা জানি। সাকিবকে বাদ দিতো, মুশফিককে বাদ দিতো? মানে বাদটা দিতো কাকে। এই যে কথাগুলো বলে মানুষ, কিন্তু কেন এটা আর বলে না। কিন্তু সব দোষ নির্বাচকের।’
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিচ্ছে সরকার
- বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: জানুন সময়সূচি ও লাইভ দেখার উপায়