৫ ক্রিকেটার কিনতে মুখিয়ে আছেন সৌরভ

এই নিলাম থেকে সর্বোচ্চ নয়জন ক্রিকেটার কিনতে পারবে দিল্লি। তাদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার থাকতে পারে। দিল্লিতে রয়েছে ২৮.৯৫ মিলিয়ন রুপি। গতবার, দিল্লি ক্যাপিটালস টানা ম্যাচ হেরে আইপিএল প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। এবারের ক্রিকেট পরিচালক সৌরভ গঙ্গোপাধ্যায় অনেক আগেই ক্রিকেটার বাছাই শুরু করেছেন। তিনিও কলকাতায় ক্যাম্প করেছিলেন। সেখানে ঋষভ পন্থ এসেছেন। তবে পন্থ আইপিএল খেলবেন কি না তা এখনই বলা যাচ্ছে না। ১৯ ডিসেম্বর আইপিএল নিলাম। দিল্লি কি কোনো ক্রিকেটারের জন্য বড় টাকা নিয়ে ঝাঁপিয়ে পড়বে?
এ বারের নিলাম থেকে দিল্লি সর্বাধিক ন’জন ক্রিকেটার কিনতে পারবে। তার মধ্যে চার জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। দিল্লির হাতে রয়েছে ২৮ কোটি ৯৫ লক্ষ টাকা। নিলামের আগে সরফরাজ খান, মনীশ পাণ্ডে, রিলি রুসোর মতো ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা। ফলে নিজেদের ব্যাটিং শক্তিশালী করতে চাইবে দিল্লি।
ড্যারিল মিচেল: এ বারের নিলামে বিরাট দর উঠতে পারে নিউ জ়িল্যান্ডের এই ক্রিকেটারের। ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মিচেল। তিনি যেমন আগ্রাসী ব্যাটার, তেমনই প্রয়োজনে বল করতে পারেন। দিল্লি এমন এক জন ক্রিকেটারকে নিয়ে মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি করতে চাইবে।
শ্রীকর ভরত: পন্থ সুস্থ না হলে দিল্লির এক জন উইকেটরক্ষক প্রয়োজন। দলে বাংলার অভিষেক পোড়েল রয়েছেন। কিন্তু তিনি অনভিজ্ঞ। সেই সঙ্গে গোটা আইপিএল এক জন উইকেটরক্ষক নিয়ে খেলার ঝুঁকি কোনও দলই নেবে না। তাই এক জন উইকেটরক্ষক নিতে পারে দিল্লি। নিলামে তাই ভরতকে নেওয়ার চেষ্টা করতে পারে দিল্লি।
প্যাট কামিন্স: বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলে পেলে একসঙ্গে দু’টি লক্ষ্যপূরণ হবে দিল্লির। পন্থ খেলতে না পারলে কামিন্সকে অধিনায়ক করতে পারবে দিল্লি। ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার দলকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। এমন এক জন অধিনায়ককে অবশ্যই ভরসা করবেন কোচ রিকি পন্টিং। অস্ট্রেলীয় কোচ এবং অধিনায়কের জুটি হতেই পারে দিল্লিতে। সেই সঙ্গে কামিন্সের মতো এক জন অভিজ্ঞ পেসার দলে থাকলে বোলিং বিভাগও শক্তিশালী হবে।
শাহরুখ খান: ঘরোয়া ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং করে নজর কেড়েছিলেন তিনি। পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলেছিলেন। তরুণ ব্যাটারের আইপিএল অভিষেক হয় ২০২১ সালে। গত আইপিএল যদিও ভাল যায়নি শাহরুখের। ১৪ ম্যাচে মাত্র ১৫৬ রান করতে পেরেছিলেন তিনি। তাই তাঁকে ছেড়ে দেয় পঞ্জাব। দিল্লি নিতে পারে শাহরুখকে। তিনি ফর্মে থাকলে দিল্লির ব্যাটিং নিয়ে চিন্তা কমে যাবে।
হ্যারি ব্রুক: ইংল্যান্ডের এই ব্যাটার আগের আইপিএলে শতরান করেছিলেন। যদিও সেই ইনিংস ছাড়া তেমন বড় কিছু করতে পারেননি। ইংল্যান্ডের হয়ে এক দিনের বিশ্বকাপে খেলেছিলেন ব্রুক। ফলে ভারতে খেলার অভিজ্ঞতা তাঁর আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ব্রুককে দলে নিয়ে মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি করতে পারে দিল্লি।
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিচ্ছে সরকার
- বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: জানুন সময়সূচি ও লাইভ দেখার উপায়