পরিস্থিতি অনুযায়ী খেলে সফল আরিফুল-মারুফরা, এবার চোখ শিরোপায়

এশিয়া সেরার টুর্নামেন্টে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়েছে টাইগার যুবারা। ভারতের শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক আরিফুল ইসলাম এবং মারুফ মৃধা। সেমিফাইনাল জয়ের পর নিজেদের পরিকল্পনা এবং ফাইনালকে ঘিরে চিন্তাভাবনার কথা জানিয়েছেন এই দুই তরুণ তারকা।
বোলিংয়ে নেমে ভারতকে ১৮৮ রানে গুড়িয়ে দেয়ার পেছনে বড় ভূমিকা মারুফ মৃধার। ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের পেছনে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে মারুফ বলেন, 'প্রথমে উইকেটটা অনেক ভালো ছিল। শুরুর দিকে সুইং পাচ্ছিলাম অনেক। আমার চিন্তা ছিল একটা জায়গায় বল করব। ব্যাটারকে বিট করার চেষ্টা করব। যতটা ডট বল করা যায়, এটাই পরিকল্পনা ছিল।'
ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করেছেন আরিফুল। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল, তখন ব্যাটিংয়ে নেমে ত্রাতার ভূমিকা পালন করেছেন এই তরুণ তারকা। খেলেছেন ৯০ বলে ৯৪ রানের অসাধারণ এই ইনিংস। ৯ চার ও ৪ ছক্কায় সাজানো এই ইনিংসে ভর করেই ভারতকে হারিয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ের সময় নিজের পরিকল্পনা কী ছিল, এমন প্রশ্নের উত্তরে আরিফুল বলেন, 'মিডল অর্ডার ব্যাটার হিসেবে আমার সবসময় পরিকল্পনা থাকে দলের প্রয়োজন অনুযায়ী খেলা।
যখন আমি ব্যাটিংয়ে যাই তখন দলের অবস্থা ছিল ৩৫ রানে ৩ উইকেট (৩৪ রানে ৩ উইকেট)। আমার লক্ষ্য ছিল যত বড় ইনিংস খেলা যায়। শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল আমার। সেটা করতে পেরেছি, তাই ভালো লাগছে।' ফাইনাল নিয়ে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে আরিফুল বলেন, 'ক্রিকেট খেলায় কোনো দলকে ছোট করে দেখার কিছু নেই। আরব আমিরাত শ্রীলঙ্কাকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। আমি আশাবাদী ভালো ক্রিকেট খেলে ম্যাচটা জিতব।'
ফাইনালে ভালো খেলার প্রত্যয় ছিল মারুফের কণ্ঠেও। সেমিফাইনালের পারফরম্যান্সের ধারাবাহিকতা শেষ ম্যাচেও বজায় রাখতে চান তিনি। আগামী ১৭ ডিসেম্বর (রোববার) দুবাইয়ে ফাইনালের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ এবং আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল।
- বুক ধড়ফড়: হৃদয়ের অস্বস্তি নাকি বিপদের সংকেত জেনেনিন কারণ, লক্ষণ ও মুক্তির উপায়
- মেয়েদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে পুরুষের যে গুণটি
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৮ গোলে শেষ ৯০ মিনিটের খেলা
- এক ধাক্কায় সোনার ভরিতে কমলো ১৫৭৫ টাকা
- বিমান দুর্ঘটনায় প্রাণ গেল ২৬০ জনের,জানা গেলো আসল কারন
- দাঁড়ালে মাথা ঘুরে ও চোখে ঝাপসা দেখেন, তাহলে সাবধান
- পোলার্ড ও পুরানের ব্যাটিং দেখলো ক্রিকেটবিশ্ব
- জামায়াত আমির স্ট্যাটাসে জানালেন ‘ভাষা হারিয়ে ফেলেছি’
- টস হেরে ব্যাটিংয়ে সাকিবের দল, দেখেনিন একাদশ
- দিনের শুরুতেই খালি পেটে পানি পান, বিশেষজ্ঞের পরামর্শ
- দাঁতের ব্যথায় ওষুধ ছাড়াই মিলবে স্বস্তি—জেনে নিন সহজ ১০টি উপায়
- কমলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১১ জুলাই ২০২৫)
- কুয়েত প্রবাসীদের জন্য বিশাল সুখবর
- শাহজালালে বিমান বন্দরে নতুন আতঙ্ক, বিমানে শেষ হলো তল্লাশি
- ইংল্যান্ড বনাম ভারত লর্ডস টেস্ট, জেনেনিন সর্বশেষ স্কোর