দুই সিরিজেই স্বাগতিকদের হারাতে বদ্ধ পরিকর শান্ত

কিছুদিন আগে শেষ হওয়া টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হারানোর ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন। সিরিজ জিততে না পারলেও হোম সিরিজ ১-১ ড্র হয়। এবার নিউজিল্যান্ডের মাঠে ভিন্ন সংস্করণে খেলবে বাংলাদেশ। আগামীকাল বিকেল ৪টায় দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
দুই সিরিজেই স্বাগতিকদের হারানোর লক্ষ্যের কথা বলেছেন নাজমুল। নিউজিল্যান্ড সফরে এরই মধ্যে বাংলাদেশের কোনো অধিনায়ক এ কথা বলেছেন কিনা তা গবেষণার বিষয়। আজ ডানেডিনে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচনের পর নাজমুল বলেছেন: "একটি দল হিসেবে আমরা সিরিজ জয়ের অপেক্ষায় আছি।"
২০২২ সালের জানুয়ারির মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় নাজমুলদের অনুপ্রেরণার বড় উৎস, ‘আমাদের দলটা ভালো। গত বছর আমরা এখানে একটি টেস্ট জিতেছি। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতা আমাদের লক্ষ্য। যদি জিততে পারি, দারুণ হবে।’
নাজমুলের আত্মবিশ্বাসী হওয়ার আরেকটা কারণও আছে, ‘আমরা বেশির ভাগ খেলোয়াড়কেই চিনি। কয়েকজন অবশ্য নতুন। আমাদের কাছে তাদের ফুটেজ আছে। মিটিংয়ে সেসব দেখছি। আশা করছি, ভালো পরিকল্পনা সাজিয়েই মাঠে নামতে পারব।’
২০১৬ সাল থেকেই বাংলাদেশ দল নিউজিল্যান্ডে নিয়মিত সফর করছে। সে অভিজ্ঞতাও নিশ্চয়ই কাজে লাগবে। নাজমুলের কথায় আছে সে আভাস, ‘কয়েক বছর ধরে আমরা নিয়মিত নিউজিল্যান্ডে খেলছি। এবার নতুন এক অভিজ্ঞতা হলো। কয়েক মিনিট আগে দারুণভাবে আমাদের স্বাগত জানানো হয়েছে। ছেলেরা খুবই উপভোগ করছে।’
বাংলাদেশ দল সফরের শুরুটা করেছে গতকাল লিংকনে সিরিজ–পূর্ব প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে হারিয়ে। শুধু জয় নয়, বাংলাদেশ দলের চার ব্যাটসম্যান সে ম্যাচে রানের দেখা পেয়েছেন, বোলাররা নিয়েছেন উইকেট। ভ্রমণক্লান্তির কারণে নাজমুল, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, শরীফুল ইসলামরা সে ম্যাচে না খেললেও প্রস্তুতিতে সন্তুষ্ট মনে হলো নাজমুলকে।
তাঁর কথা, ‘ছেলেরা কাল খুব ভালো খেলেছে। উইকেটটা খুব ভালো ছিল। প্রস্তুতি অনুযায়ী সবাই সবার কাজটা ঠিকভাবে করেছে। নিউজিল্যান্ড একাদশও ভালো ক্রিকেট খেলেছে। সব মিলিয়ে দারুণ একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে। ছেলেরা এই সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।’
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- চাকরিজীবীদের জন্য সুখবর: মিলছে টানা তিন দিনের ছুটি
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- এসএসসি ২০২৬: পরীক্ষার্থীদের জন্য এইমাত্র ঘোষণা করা হলো নতুন নিয়ম
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- ইতালি ও ইউরোপের ভিসা এখন দূরস্বপ্ন: বাংলাদেশিদের সামনে কড়া বাস্তবতা