| ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

নেতৃত্ব নিয়ে বড় সমস্যায় কলকাতা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ ডিসেম্বর ১৩ ১৩:৪৫:৫৮
নেতৃত্ব নিয়ে বড় সমস্যায় কলকাতা

চোটের কারণে গত বছর আইপিএলে খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। তার জায়গায় কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে ছিলেন নীতীশ রানা। এবারের বিশ্বকাপে সুস্থ শ্রেয়াস নিশ্ছিদ্র পারফর্ম করলেন। কলকাতার হয়ে আইপিএল খেলবেন তিনি। তিনি কি আবার দলকে নেতৃত্ব দেবেন? নাকি দায়িত্বে থাকবেন নীতীশ? কেকেআর কর্তৃপক্ষ এখনও সিদ্ধান্ত নেয়নি। সূত্রের খবর, অধিনায়ক নির্বাচন নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে কেকেআর শিবিরে।

কেকেআর শিবিরে মেন্টর হিসেবে যোগ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। দল গঠন ও অধিনায়ক নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করবেন কলকাতার দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক। কলকাতার ১৯ ডিসেম্বরের নিলামে চার বিদেশী সহ ১২ জন ক্রিকেটারকে ব্যাগ করার সুযোগ রয়েছে। কেকেআর কর্তৃপক্ষ ৩২ কোটি ৭ লাখ টাকা খরচ করতে পারে। শ্রেয়াস পরবর্তী আইপিএলে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সামান্য এগিয়ে থাকলেও কেকেআর কর্তৃপক্ষ নিলামের পরে পুরো স্কোয়াড দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ঘরোয়া ক্রিকেটে গম্ভীর এবং নীতীশ দু’জনেই দিল্লির ক্রিকেটার। গম্ভীরের কোচ সঞ্জয় ভরদ্বাজের কাছেই খেলা শিখেছেন নীতীশ। দিল্লিতে ভরদ্বাজের এলবি শাস্ত্রী ক্রিকেট অ্যাকাডেমিতে দু’জনে একসঙ্গে অনুশীলনও করেছেন বহু দিন। ক্রিকেট মহলে গম্ভীরের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত নীতীশ। স্বভাবতই কেকেআরের অধিনায়ক হিসাবে নীতীশকে আবার বেছে নিতে পারেন গম্ভীর। নীতীশের পক্ষে গম্ভীরের যুক্তি হতে পারে, দলের সেরা ব্যাটার শ্রেয়সের উপর বাড়তি চাপ না দিয়ে তাঁকে খোলা মনে খেলতে দেওয়া হোক। যদিও নীতীশ এখন খেলেন উত্তরপ্রদেশের হয়ে। তাঁর নেতৃত্বে ২০২৩ সালের আইপিএলে কেকেআরের ফলও ভাল হয়নি।

অন্য দিকে, কেকেআরে যোগ দেওয়ার আগে শ্রেয়স আইপিএল খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার অভিজ্ঞতা এবং ক্রিকেটীয় দক্ষতায় নীতীশের থেকে এগিয়ে। যা উপেক্ষা করা কঠিন কেকেআর শিবিরের পক্ষে। তা ছাড়া দিল্লি ঋষভ পন্থকে অধিনায়ক করাতেই কিছুটা অভিমানে দল ছেড়েছিলেন সিনিয়র শ্রেয়স। দেশের অন্যতম সেরা ব্যাটারকে ১২ কোটি ২৫ লাখ টাকায় কিনে নিয়েছিল কেকেআর। এখনও আবার তাঁকে নীতীশের নেতৃত্বে খেলতে বলা হলে নতুন সমস্যা তৈরি হতে পারে। অসন্তুষ্ট হতে পারেন মুম্বইয়ের ব্যাটার।

কেকেআর কর্তৃপক্ষ অবশ্য ২০২৪ সালের অধিনায়ক নিয়ে কোনও মন্তব্য করেননি। সূত্রের খবর, ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষ ১৯ ডিসেম্বরের নিলামের পর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গম্ভীরের সঙ্গে আলোচনা করে এবং সব দিক খতিয়ে দেখে অধিনায়ক নির্বাচন করবে। কোচের ভোট শ্রেয়সের পক্ষে গেলেও গম্ভীরের সমর্থন নীতীশের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। সব মিলিয়ে কেকেআর শিবিরের অন্দরে অধিনায়ক নির্বাচন নিয়ে তৈরি হয়েছে কিছুটা জটিলতা।

ক্রিকেট

বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারি: আলোচনায় এক সিনিয়র ক্রিকেটার

বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারি: আলোচনায় এক সিনিয়র ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক : আবারও ফিক্সিং ইস্যুতে অস্থির দেশের ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ...

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত সন্ধ্যা। ইউএস ওপেন টেনিসে ...

ফুটবল

বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: জানুন সময়সূচি ও লাইভ দেখার উপায়

বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: জানুন সময়সূচি ও লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: চমৎকার জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। এখন তাদের সামনে আবারও নেপাল। চারজাতি অনূর্ধ্ব-১৭ ...

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

নিজস্ব প্রতিবেদক:ফুটবল দুনিয়ায় আবারো হতাশার খবর দিলেন নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা ...

Scroll to top

রে
Close button