পার্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ার যে ‘কূটকৌশলে’ হতাশ হাফিজ
.jpeg&w=315&h=195)
পার্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ার যে ‘কূটকৌশলে’ হতাশ হাফিজ বৃহস্পতিবার পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ৩ টেস্টের সিরিজ। পার্থের দ্রুতগতির উইকেটে পাকিস্তানি ব্যাটসম্যানদের বাউন্সারে ধরাশায়ী করার চেষ্টা করবে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা।
সেই অনুশীলনটা পাকিস্তানের ব্যাটসম্যানরা যেন ঠিকভাবে না করতে পারেন, এর জন্য প্রস্তুতি ম্যাচে মন্থর উইকেট হয়েছিল বলে দাবি করেছেন দলটির পরিচালক ও প্রধান কোচ মোহাম্মদ হাফিজ। পার্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ানদের এমন কৌশলে বিস্মিতই হয়েছেন পাকিস্তানের প্রধান কোচ। একই সঙ্গে নিজের হতাশার কথাও জানিয়েছেন হাফিজ। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে হাফিজ গতকাল বলেছেন, ‘সত্যি বলতে, দল হিসেবে আমরা বেশির ভাগ বিভাগেই তৈরি। কিন্তু ক্যানবেরাতে প্রস্তুতি ম্যাচের জন্য আমাদের যে উইকেট দেওয়া হয়েছে, আমরা বিস্মিত আর হতাশ হয়েছি।
হাফিজ এরপর যোগ করেন, ‘অস্ট্রেলিয়া সফর করতে এসে আমরা যে ধরনের উইকেটে এখন পর্যন্ত খেলেছি, এর মধ্যে সবচেয়ে মন্থর ছিল এটা। কিন্তু আমরা যে প্রস্তুতি নিয়েছি, দল হিসেবে আমরা খুশি। আমাদের সামনে যে রোমাঞ্চকর চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এর জন্য আমরা নিশ্চিতভাবেই প্রস্তুত।’ প্রস্তুতি ম্যাচের উইকেট নিয়ে হাফিজের এই হতাশার পথ ধরে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন—এ বিষয়ে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে প্রশ্ন তুলেছেন কি না। এর উত্তরে হাফিজ বলেছেন, ‘সবাই এটা জানে। এটা বারবার বলার কিছু নেই। আমরা এ ধরনের কিছু আশা করিনি। তাই অনেক বেশি হতাশ। হতে পারে, এটাই তাদের কৌশল।
কিন্তু আমরা এর জন্য তৈরি।’ ক্যানবেরার মন্থর পিচে প্রস্তুতি ম্যাচ খেলে আসা পাকিস্তান পার্থের দ্রুতগতির উইকেটে ভুগবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও, ‘ক্যানবেরায় তারা কম বাউন্সের উইকেটে প্রস্তুতি নিয়েছে। আশরা করছি, বাউন্সি উইকেটে আমরা তাদের ভোগাতে পারব। কোনো সন্দেহ নেই যে এটা একটা সুবিধা।’ অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান এখন পর্যন্ত ১৩টি টেস্ট সিরিজ খেলেছে।
একটি সিরিজও জিততে পারেনি তারা। ১৩টি সিরিজের ১০টিতেই হেরেছে পাকিস্তান, ড্র করেছে বাকি ৩টি সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান সর্বশেষ টেস্ট সিরিজ ড্র করেছিল ১৯৭৯ সালে। হাফিজ বলেছেন, এবার পাকিস্তান ভাগ্য বদলানোর প্রতিজ্ঞা নিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছে, ‘আমরা এখানে শুধু খেলার জন্য খেলতে আসিনি, এসেছি অস্ট্রেলিয়াকে হারাতে।’
- চাকরিজীবীদের জন্য সুখবর: মিলছে টানা তিন দিনের ছুটি
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- এসএসসি ২০২৬: পরীক্ষার্থীদের জন্য এইমাত্র ঘোষণা করা হলো নতুন নিয়ম
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ফজলুর রহমানকে যে শাস্তি দিলো বিএনপি
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- ইতালি ও ইউরোপের ভিসা এখন দূরস্বপ্ন: বাংলাদেশিদের সামনে কড়া বাস্তবতা
- শাহজালাল বিমানবন্দরে বড় ধরা! ১৩০ কোটি টাকার মাল আটক