অস্ট্রেলিয়ায় ম্যাচের আগেই অনুশীলনে ঝগড়া করলেন পাকিস্তান ক্রিকেটাররা

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। এরপর পাকিস্তান ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। অধিনায়কত্বে পরিবর্তন এসেছে, কোচ-নির্বাচকও বদল হয়েছে। নতুন অধিনায়ক শান মাসুদের অধীনে অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ শুরু করবে পাকিস্তান।
কিন্তু তার আগেই ক্যানবেরায় পাকিস্তান দলের অনুশীলনে বিতর্ক তৈরি হয়। সরফরাজ আহমেদ ও সৌদ শাকিলের মধ্যে কথা কাটাকাটি হয়।
এই তো, দিন দুয়েক আগেই সরফরাজ সংবাদমাধ্যমে বেশ বড় গলায় বললেন, দলের খেলোয়াড়দের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। এরপর আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক ভিডিও ভাইরাল হয়ে গেল, যেখানে দেখা যাচ্ছে, ঝগড়া করছেন সরফরাজ-শাকিল।
ভিডিওতে দেখা যায়, সরফরাজকে উদ্দেশ করে শাকিল বলছেন, 'আর কতদিন আপনার হয়ে কাজ করব আমি?' জবাবে সরফরাজ বললেন, 'তুমি কখনোই আমার কোনো কাজে আসবে না! তার আগে বড় কথা হলো, আমি তো তোমাকে কখনো কিছু করতে বলিইনি!'
এরপর কোনো একটা অদল-বদলের প্রসঙ্গ এল দুজনের কথা কাটাকাটিতে। সরফরাজ বলছিলেন, '...আমি তো তোমাকে অদলবদলটা করতে অনুরোধই করিনি। আমি যার সঙ্গে অদলবদল করতে চেয়েছি, তার সঙ্গেই করেছি।'
এর জবাবে শাকিল বললেন, 'তার মানে তো আপনি অদলবদলটা ঠিকই করেছেন! অর্থাৎ, আমাকেই আপনার দরকার পড়েছে!'
এর আগে গত ২৭ নভেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের অনুশীলনে আরেকটি নাটকের জন্ম হয় সরফরাজ-শাকিলকে ঘিরে, যদিও তা হাস্যরসের জন্ম দিয়েছিল। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ক্যাম্পে সেদিন নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ পরিস্থিতি কল্পনা করে অনুশীলন ম্যাচ খেলছিল পাকিস্তান। সেখানে একটা উইকেট পড়ার পর শাকিল নামতে দেরি করছিলেন, সরফরাজ তখন আম্পায়ারের কাছে 'টাইমড আউটে'র আবেদন করেন। তড়িঘড়ি করে তখন গ্লাভস ঠিকমতো না পরেই ক্রিজে নেমে পড়েন শাকিল, যা দেখে মাঠের খেলোয়াড়েরা মেতেছিলেন হাসিতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের তিন টেস্টের প্রথমটি আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে পার্থে। তবে পাকিস্তান দল এই মুহূর্তে আছে ক্যানবেরায়, সেখানে আগামী ৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান দল।
- এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- ওমানে কার্যকর হলো নতুন আইন
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর
- টি-টোয়েন্টি ইতিহাসে এমন ব্যাটিং ইনিংস আগে দেখা যায়নি
- আজকের সকল দেশের টাকার রেট (৮ মে ২০২৫)
- হঠাৎ ভিসা বন্ধের ঘোষণা, বিপাকে হাজারো আবেদনকারী
- বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলো সৌদি আরব
- আজকের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- হত্যা মামলার আসামি হয়েও বিদেশ যাত্রা আলোচনায় সাবেক রাষ্ট্রপতি
- ভারতের ড্রোন হামলায় কাঁপছে স্টেডিয়াম, অনিশ্চিত পিএসএল ম্যাচ
- পাক-ভারত যুদ্ধ নিয়ে মালালার মানবিক বার্তা
- আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
- বিয়ের আসরে বরকে যৌতুকে দেওয়া হলো ১৬ কোটি টাকা, ২১০ বিঘা জমি ও পেট্রল পাম্প
- ইংল্যান্ডে চলে গেলেন সাব্বির রহমান
- আজকের সৌদি রিয়াল রেট (৯ মে ২০২৫)