বাংলাদেশের দেখানো যে পথে হাটার ইংগিত দিল নিউজিল্যান্ড
সিলেটে বাংলাদেশের বিপক্ষে বড় হারের পর ঢাকা টেস্টের আগে অনুশীলন করতে মিরপুরে এসেছে নিউজিল্যান্ড দল।সোমবার (৪ ডিসেম্বর) অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি। বাংলাদেশ থেকে এই কন্ডিশনে লড়াই করা শিখছেন বলে জানান তিনি।
মিরপুরে অনুশীলন শেষে সোধি বলেন, ‘সিলেটে প্রথম টেস্টে হারের দুঃস্মৃতি থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন। কিন্তু আমি মনে করি, ম্যাচটি যত এগিয়েছে ততই আমরা ছন্দ খুঁজে পেয়েছি। বাংলাদেশ অবশ্যই আমাদের চেয়ে অনেক বেশি ভালো খেলেছে। এই কন্ডিশনে ভালো করার জন্য ব্লুপ্রিন্ট তারাই আমাদের তুলে দিয়েছে এবং আশা করি পরের টেস্টে আমরা সেগুলো কাজে লাগাতে পারবো।’
দ্বিতীয় টেস্টে প্রতিপক্ষ স্পিনারদের প্রচেষ্টাকে ভেস্তে দিতে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের উপর ভরসা রাখছেন সোধি। তিনি বলেন, ‘ম্যাচ হারলেও অভিজ্ঞ অনেকেই এই দলে আছে। আপনি জানেন, আগেও আমরা এই পরিস্থিতিতে ছিলাম, এটি মোকাবেলা করেছি। আমরা জানি পরের ম্যাচে কিভাবে নিজেদেরকে মেলে ধরতে হবে এবং আশা করি পরের ম্যাচে তা করতে পারবো। আশা করি, আমরা সত্যিই ভালভাবে এটি করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং পরবর্তী ম্যাচে সেগুলো কাজে লাগাতে পারবো।’