| ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কোটিতে নয় ‘ফিনিশার’ রিঙ্কু সিংয়ের আইপিএল বেতন এখনও আটকে লাখে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ নভেম্বর ২৯ ১২:৪৬:৫৩
কোটিতে নয় ‘ফিনিশার’ রিঙ্কু সিংয়ের আইপিএল বেতন এখনও আটকে লাখে

আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে কলকাতা নাইট রাইডার্সের নজর কেড়েছেন রিংকু সিং। এরপর জাতীয় দলের দরজা খুলে যায় তার জন্য। সেখানেও তিনি তার জাত শনাক্ত করেন। ২০২৩ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টানা পাঁচ বলে পাঁচটি ছক্কা মারার রেকর্ড এখনও ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে। কেকেআর তারকা রিংকু। আগের চেয়ে তার ভক্তের সংখ্যা বেড়েছে।

কেকেআরে কত টাকা পান রিঙ্কু সিং?

ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ আইপিএল। এই আইপিএল থেকে দেশ-বিদেশের একাধিক ক্রিকেটাররা কোটি কোটি টাকা বেতন পান। আর সেখানে কিনা কেকেআরের অন্যতম সেরা অস্ত্র রিঙ্কু সিং আইপিএলে খেলে ১কোটি বেতনও পান না। ‘ফিনিশার’ রিঙ্কু সিংয়ের বেতন এখনও আটকে লাখ টাকায়। পারফরম্যান্সের দিক থেকে তাঁর ধারে কাছে নেই এমন অনেক ক্রিকেটার রিঙ্কু সিংয়ের থেকে বেশি টাকা পান।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে নজর কেড়ে নিয়েছিলেন রিঙ্কু সিং। তারপরই জাতীয় দলেও তাঁর জন্য দরজা খুলে যায়। সেখানেও তিনি নিজের জাত চিনিয়েছেন। তেইশের আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের টানা পাঁচ বলে বলে পাঁচ ছক্কার রেকর্ড এখনও ক্রিকেট প্রেমীদের মুখে মুখে ঘোরে। কেকেআরের স্টার রিঙ্কু। দেখতে দেখতে তাঁর ভক্তদের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। তাঁকে ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সকলের একটি বিষয় জানার বিরাট ইচ্ছেও রয়েছে। তা হল কেকেআরে রিঙ্কু কত বেতন পান। নাইট তারকা রিঙ্কুর আইপিএল বেতন শুনলে নিশ্চিতভাবে চমকে যাবেন আপনারা।

বর্তমানে রিঙ্কু সিং আইপিএল থেকে প্রতি মরসুমে বেতন পান মাত্র ৫৫ লক্ষ টাকা। ২০২১ সালের আইপিএলে তাঁর মাইনে ছিল ৮০ লক্ষ টাকা। কিন্তু সে বারের আইপিএল নিলামে কেকেআর তাঁকে মাত্র ৫৫ লক্ষ টাকায় কিনে নেয়। যার ফলে গত তিন বছরে তাঁর বেতন একই রয়েছে। চব্বিশের আইপিএলের নিলামের আগে রিঙ্কুকে রিটেইন করে রেখেছে কেকেআর। তাতে তাঁর বেতন কিছুটা বাড়ার কথা। তা কতটা বেড়েছে এখনও জানা যায়নি।

তেইশের আইপিএলে রিঙ্কু সিং ১৪ ইনিংসে ৫৯ গড়ে ৪৭৪ রান করেছেন। রয়েছে ৪টি হাফসেঞ্চুরি। এই পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া। কিন্তু তাঁর কপাল সেই অর্থে ভালো না থাকায় তাঁর থেকে কম রান করা একাধিক ক্রিকেটার কোটি কোটি টাকা পাচ্ছেন। এই যেমন- মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণ। তাঁকে ১৫.২৫ কোটি টাকায় নেয় মুম্বই। তিনি গত মরসুমে ৪৫৪ রান করেছিলেন, অর্থাৎ রিঙ্কুর থেকে ২০ রান কম করেছিলেন। রিঙ্কু শুধু ঈশানের থেকে এগিয়ে নেই। জস বাটলার (১০ কোটি), নীতীশ রানা (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি) এবং হেনরিখ ক্লাসেনের (৫.২৫ কোটি) থেকেও পারফর্ম্যান্সের দিক থেকে এগিয়ে ছিলেন। কিন্তু বেতনের দিক থেকে তিনি অনেক পিছিয়ে রয়েছেন।

ক্রিকেট

বন্ধ হয়ে গেল কেকেআরের প্লে-অফের রাস্তা, দেখেনিন পয়েন্ট টেবিল

বন্ধ হয়ে গেল কেকেআরের প্লে-অফের রাস্তা, দেখেনিন পয়েন্ট টেবিল

চলতি আইপিএল ২০২৫ মরশুমে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর প্লে-অফের স্বপ্ন ক্রমশ ফিকে হয়ে আসছে। এখন ...

ক্রিকেট ম্যাচের আমন্ত্রণ চীনের, ইতিহাস গড়তে যাচ্ছে টাইগাররা

ক্রিকেট ম্যাচের আমন্ত্রণ চীনের, ইতিহাস গড়তে যাচ্ছে টাইগাররা

আন্তর্জাতিক কূটনীতিতে ক্রীড়ার শক্তি নতুন কিছু নয়। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দলকে আমন্ত্রণ জানিয়ে ...

ফুটবল

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

চলতি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির দুঃস্বপ্নের পরিণতি ঘটল বৃহস্পতিবার সকালে। দুই লেগ মিলিয়ে ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে