| ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

পুরানো শত্রুর সামনে তরুণ আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ২৮ ১৩:১৫:৫৯
পুরানো শত্রুর সামনে তরুণ আর্জেন্টিনা

আর্জেন্টিনা ও জার্মানি। দুই মহাদেশের দুই ফুটবল পরাশক্তি। শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় জার্মানি জিতেছে ৪ শিরোপা। অন্যদিকে, এখন পর্যন্ত ৩ বার বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের কাছাকাছি এসেছে আর্জেন্টিনা। তবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোনো দলই শিরোপা জিততে পারেনি। কোনো দলই ফাইনালে উঠতে পারেনি। আজ মঙ্গলবার অধরা ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দল।

আর্জেন্টিনা আর জার্মানির ফুটবল দ্বৈরথ বেশ পুরাতন। বৈশ্বিক পর্যায়ে বেশ কয়েকবারই একে অন্যের মুখোমুখি হয়েছে দুই দল। এই দুই দেশ একে অন্যের বিপক্ষে ফাইনাল খেলেছে মোট ৩ বার। ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপ হয় করেছিলেন জার্মানির বিপক্ষেই। ১৯৯০ সালেই আবার জার্মানির কাছে শিরোপা হারাতে হয় তাদের। সবশেষ ২০১৪ সালে ব্রাজিলের মারাকানায় অনুষ্ঠিত ফাইনালে মেসিদের শিরোপাবঞ্চিত করে জার্মানি।

বড়দের খেলায় যখন একে অন্যের প্রতিপক্ষ, ছোটরাই বা ছাড় দেবে কেন! ক্লদিও এচেভেরি, অগাস্টিন রবার্তোরা নিশ্চিতভাবেই জার্মানিকে ছাড় দিতে চাইবেন না। টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার দুজনেই আর্জেন্টাইন। এচেভেরি আবার নিজেদের শেষ ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হ্যাটট্রিক করে নায়ক বনে গিয়েছিলেন।

এচেভেরি আর রবার্তো ছাড়াও দলে আলাদা করে নজর রাখতে হবে সুবিয়াব্রের দিকেও। ৭ নং জার্সি পরিহিত এই উইঙ্গার বিশ্বকাপে খেলেছেন নিজের সেরাটা দিয়ে। কার্ড সাসপেনশনে অবশ্য এই ম্যাচে দেখা যাবেনা সান্তিয়াগো লোপেজকে। তবে তাকে ছাড়াও নিজেদের সর্বোচ্চটাই দিতে সক্ষম আলেবিসেলেস্তেরা।

বিপরীতে পিছিয়ে নেই জার্মানিও। ইউরোপিয়ান পাওয়ার ফুটবলে অভ্যস্ত জার্মান তরুণরা নিজেদের দিনে বেশ ভয়ানক এক প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালেই আসরের অন্যতম ফেবারিট স্পেনকে হারিয়েছিল তারা। মঙলবারের ম্যাচে তাই স্বাভাবিকভাবেই উজ্জীবিত জার্মানির তরুণরা।

ক্রিকেট

বড় ম্যাচে ভিলিয়ার্সের একের পর এক রেকর্ড

বড় ম্যাচে ভিলিয়ার্সের একের পর এক রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের উপস্থিতিই ম্যাচের চেহারা বদলে দেয়। তাঁদের ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো

Fluminense 1-0 Grêmio: গোল করলেন এভারালদো

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলিয়ান সিরি-এ ফুটবলে ঘরের মাঠ মারাকানায় ১৮তম রাউন্ডে গ্রেমিওকে ১-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্সে। ...

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের ২০২৫-২৬ মৌসুমের পর্দা উঠেছে ঐতিহ্যবাহী জোহান ক্রুইফ কাপ দিয়ে। এই এক ম্যাচের ...

Scroll to top

রে
Close button