বিশ্বকাপ জয়ের বছর পেরিয়ে গেলেও কাঙ্খিত বোনাস পাইনি মেসিরা

বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে প্রায় এক বছর পার করছে আর্জেন্টিনা। নভেম্বর-ডিসেম্বর মাস এলেই ফের সেই সোনালি দিনগুলোর কথা মনে পড়ে ভক্ত ও গণমাধ্যমের। এমন এক সময়ে যখন ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জিতেছে লিওনেল মেসি ও তার দল। কিন্তু এক বছর পর আর্জেন্টিনার ফুটবল যে খুব খুশি তা বলার অবকাশ নেই।
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা এখনও দুরন্ত-দুর্বার। কদিন আগে ঘরের মাঠে ব্রাজিলের কাছে হেরেছে তারা। কিন্তু মাঠের বাইরের পরিবেশ তাদের অনুকূলে নয়। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, বেঞ্চ ছাড়ার সময় হতে পারে। তার কথা বেশ কয়েকবার আলোচিত হয়েছে। অনেকের দাবি, ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে মতানৈক্যের কারণে স্কালোনি এমন মন্তব্য করেছেন।
ঠিক কী নিয়ে এই বিরোধ, সে আলোচনাও কম হয়নি। অনেকেই হাজির হয়েছেন অনেক ভিন্ন ভিন্ন তত্ত্ব নিয়ে। সেসব নিয়ে অবশ্য কোনো প্রকার কথাই বলেননি দলসংশ্লিষ্ট। কিন্তু আর্জেন্টিনার গণমাধ্যম তো বসে নেই। ভেতরের খবর বের করে এনেছে ওলে সেলেসিয়ন আর্জেন্টিনা, টিওয়াইসিসহ একাধিক গণমাধ্যম। আবার একাধিক আর্জেন্টাইন সাংবাদিকও বের করেছেন হাঁড়ির খবর। আর সেসব খবর আর্জেন্টাইন সমর্থকদের জন্য মোটেই স্বস্তির না।
বিশ্বকাপ জেতার এক বছর পরেও নাকি মূল বোনাস বুঝে পাননি দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্যরা। কাতারের ওই আসরের চ্যাম্পিয়ন হয়ে ট্রফির পাশাপাশি প্রাইজমানি হিসেবে ৪২ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে আর্জেন্টিনা। যা বাংলাদেশি টাকায় সাড়ে চারশ' কোটিরও বেশি। তবে এই অর্থের কোনোরকম ভাগ পায়নি দল কিংবা ড্রেসিংরুম সংশ্লিষ্ট কেউই।
One of the reasons why Lionel Scaloni wants to LEAVE Argentina is:
HE HAS NOT RECEIVED WORLD CUP BONUS SO FAR ????????#365scores #Scaloni #Argentina #WorldCup #Messi pic.twitter.com/0AZ5kJ9mxO
— Felix Mwatutsa (@MwatutsaFelix) November 23, 2023
গত এক বছরে বেতন ছাড়া এই বোনাস থেকে ফুটবলার কিংবা কোচিং স্টাফের কাউকে কোনো অর্থই দেয়নি এএফএ। অবশ্য কিছুটা ভিন্ন ভাষ্যও আছে। তাতে বলা হয়েছে, শুরুতে কিছুটা দিলেও প্রতিশ্রুত অর্থের বড় অংশ এখনও বকেয়া রয়ে গেছে। বোনাসের অর্থ চেয়ে নাকি অ্যাসোসিয়েশনের কাছেও গিয়েছিলেন তারা। প্রতিবারই নানারকম আশ্বাস দিয়ে গেছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া।
তবে কোচ স্কালোনি পদত্যাগের ঘোষণা দেওয়ার পরেই খানিক নড়েচড়ে বসেছেন তাপিয়া। খুব শিগগিরই নাকি খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে বৈঠকে বসতে চান তিনি। এই মিটিং যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী দিনের জন্য, সেটা বলাই যায়।
অন্যদিকে বিকল্প কিছু সূত্র বলছে, ২০২৪ পর্যন্ত নিজের কাজ চালিয়ে যেতে চাইছেন স্কালোনি। সেবছরের কোপা আমেরিকার পর ডাগআউট থেকে সরে দাঁড়াবেন এই মাস্টারমাইন্ড। সবমিলিয়ে আর্জেন্টিনার ফুটবলে এখন খানিক অশান্তির বাতাসই বইছে। আর এই শুরুটা যে কাতার বিশ্বকাপের সেই বোনাস থেকে, সেটাও এখন অনেকটাই স্পষ্ট।
- ভিসা চালু নিয়ে বিশাল বড় সুখবর দিলেন উপদেষ্টা
- ফের হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার
- বন্ধ হয়ে গেল কেকেআরের প্লে-অফের রাস্তা, দেখেনিন পয়েন্ট টেবিল
- বিশ্ব রেকর্ড গড়লেন সুনীল নারিন
- স্বর্ণের দাম যত হতে পারে চলতি বছরের শেষ দিকে
- ব্রেকিং নিউজ : ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
- নতুন ঘোষণা দিলো ওমান
- সব শেষ, ভারতীয় ঘাঁটি গুঁড়িয়ে দিলো পাকিস্তান
- এক লাফে যত কমলো লিটার প্রতি জ্বালানি তেলের দাম
- দেশের ভাগ্য বদলালেও প্রবাসীদের ভাগ্য বদলায় না
- মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী কর্মীদের স্বপ্নের দুয়ার খুলছে শিগগিরই
- কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে দুই উপজেলার সর্বনাশ
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- আইপিএল থেকে বিদায় চেন্নাইয়ের, ঘটে গেলো অন্য ঘটনা
- প্রবাসীরা আজকের সর্বশেষ সকল দেশের টাকার রেট দেখলে চমকে যাবেন