| ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

বিশ্বকাপ জয়ের বছর পেরিয়ে গেলেও কাঙ্খিত বোনাস পাইনি মেসিরা

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ২৭ ১৩:৪৩:১৯
বিশ্বকাপ জয়ের বছর পেরিয়ে গেলেও কাঙ্খিত বোনাস পাইনি মেসিরা

বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে প্রায় এক বছর পার করছে আর্জেন্টিনা। নভেম্বর-ডিসেম্বর মাস এলেই ফের সেই সোনালি দিনগুলোর কথা মনে পড়ে ভক্ত ও গণমাধ্যমের। এমন এক সময়ে যখন ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জিতেছে লিওনেল মেসি ও তার দল। কিন্তু এক বছর পর আর্জেন্টিনার ফুটবল যে খুব খুশি তা বলার অবকাশ নেই।

মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা এখনও দুরন্ত-দুর্বার। কদিন আগে ঘরের মাঠে ব্রাজিলের কাছে হেরেছে তারা। কিন্তু মাঠের বাইরের পরিবেশ তাদের অনুকূলে নয়। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, বেঞ্চ ছাড়ার সময় হতে পারে। তার কথা বেশ কয়েকবার আলোচিত হয়েছে। অনেকের দাবি, ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে মতানৈক্যের কারণে স্কালোনি এমন মন্তব্য করেছেন।

ঠিক কী নিয়ে এই বিরোধ, সে আলোচনাও কম হয়নি। অনেকেই হাজির হয়েছেন অনেক ভিন্ন ভিন্ন তত্ত্ব নিয়ে। সেসব নিয়ে অবশ্য কোনো প্রকার কথাই বলেননি দলসংশ্লিষ্ট। কিন্তু আর্জেন্টিনার গণমাধ্যম তো বসে নেই। ভেতরের খবর বের করে এনেছে ওলে সেলেসিয়ন আর্জেন্টিনা, টিওয়াইসিসহ একাধিক গণমাধ্যম। আবার একাধিক আর্জেন্টাইন সাংবাদিকও বের করেছেন হাঁড়ির খবর। আর সেসব খবর আর্জেন্টাইন সমর্থকদের জন্য মোটেই স্বস্তির না।

বিশ্বকাপ জেতার এক বছর পরেও নাকি মূল বোনাস বুঝে পাননি দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্যরা। কাতারের ওই আসরের চ্যাম্পিয়ন হয়ে ট্রফির পাশাপাশি প্রাইজমানি হিসেবে ৪২ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে আর্জেন্টিনা। যা বাংলাদেশি টাকায় সাড়ে চারশ' কোটিরও বেশি। তবে এই অর্থের কোনোরকম ভাগ পায়নি দল কিংবা ড্রেসিংরুম সংশ্লিষ্ট কেউই।

গত এক বছরে বেতন ছাড়া এই বোনাস থেকে ফুটবলার কিংবা কোচিং স্টাফের কাউকে কোনো অর্থই দেয়নি এএফএ। অবশ্য কিছুটা ভিন্ন ভাষ্যও আছে। তাতে বলা হয়েছে, শুরুতে কিছুটা দিলেও প্রতিশ্রুত অর্থের বড় অংশ এখনও বকেয়া রয়ে গেছে। বোনাসের অর্থ চেয়ে নাকি অ্যাসোসিয়েশনের কাছেও গিয়েছিলেন তারা। প্রতিবারই নানারকম আশ্বাস দিয়ে গেছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া।

তবে কোচ স্কালোনি পদত্যাগের ঘোষণা দেওয়ার পরেই খানিক নড়েচড়ে বসেছেন তাপিয়া। খুব শিগগিরই নাকি খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে বৈঠকে বসতে চান তিনি। এই মিটিং যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী দিনের জন্য, সেটা বলাই যায়।

অন্যদিকে বিকল্প কিছু সূত্র বলছে, ২০২৪ পর্যন্ত নিজের কাজ চালিয়ে যেতে চাইছেন স্কালোনি। সেবছরের কোপা আমেরিকার পর ডাগআউট থেকে সরে দাঁড়াবেন এই মাস্টারমাইন্ড। সবমিলিয়ে আর্জেন্টিনার ফুটবলে এখন খানিক অশান্তির বাতাসই বইছে। আর এই শুরুটা যে কাতার বিশ্বকাপের সেই বোনাস থেকে, সেটাও এখন অনেকটাই স্পষ্ট।

ক্রিকেট

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়কের নাম ঘোষণা, দলে রয়েছে বড় চমক

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়কের নাম ঘোষণা, দলে রয়েছে বড় চমক

এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা, বাদ পড়লেন যারা

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা, বাদ পড়লেন যারা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এশিয়া কাপ ২০২৫ উপলক্ষে ২৫ সদস্যের প্রাথমিক দল ...

ফুটবল

বার্সার আজকের ম্যাচের সময় ও লাইভ দেখার উপায় জেনেনিন

বার্সার আজকের ম্যাচের সময় ও লাইভ দেখার উপায় জেনেনিন

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান প্রাক-মৌসুম সফরের শেষ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার Daegu FC-র মুখোমুখি হচ্ছে ...

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের ২০২৫-২৬ মৌসুমের পর্দা উঠেছে ঐতিহ্যবাহী জোহান ক্রুইফ কাপ দিয়ে। এই এক ম্যাচের ...

Scroll to top

রে
Close button