| ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বর্ষসেরা সেরা গোলটাই কি করলেন এই আর্জেন্টাইন (ভিডিওসহ)

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ নভেম্বর ২৭ ১০:১১:০৬
বর্ষসেরা সেরা গোলটাই কি করলেন এই আর্জেন্টাইন (ভিডিওসহ)

প্রথম নজরে, মনে হতে পারে যে ওয়েন রুনির বিখ্যাত ওভারহেড কিক গোলটি আবারও একজন তরুণ করেছিলেন। আপনি যদি উদযাপনটি আবার দেখেন তবে মনে হতে পারে যেন তুরিনে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলটি এভারটনের গুডিসন পার্কে পুনরায় প্রয়োগ করা হয়েছিল। কিন্তু ঘটনা হল ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ আর্জেন্টাইন আলেজান্দ্রো গার্নাচো দুই কিংবদন্তিকে এক গোলে মনে রেখেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেড, বিখ্যাত রেড ডেভিল, অনেক দিন ধরেই গতিতে নেই। কিন্তু ইংলিশ শিরোপাধারী রেকর্ডধারীরা ধীরে ধীরে তাদের প্রত্যাবর্তনের গল্প বলতে চান। তাদের আগের ম্যাচে লুটন টাউনকে পরাজিত করার পর তারা এভারটনকে ৩-০ গোলে হারিয়েছে। গোল করেন গার্নাচো, অ্যান্থনি মার্শাল ও মার্কাস রাশফোর্ড।

ম্যাচের তৃতীয় মিনিটে গার্নাচোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। রাশফোর্ড গোল করেন ৫৬ মিনিটে পেনাল্টিতে। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ স্ট্রাইকার। আর মার্শিয়ালের গোল আসে ৭৫ মিনিটে। তাতেই তিন পয়েন্ট নিশ্চিত করে ইউনাইটেড। উঠে আসে লিগ টেবিলের ৬ষ্ঠ স্থানে।

তবে ইউনাইটেডের জয় ছাপিয়ে এদিন আলোচনার কেন্দ্রে ছিলেন আলেহান্দ্রো গার্নাচো। লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায় জন্ম হলেও আদর্শ তিনি মানেন মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে। উদযাপনও করেন রোনালদোর চিরচেনা ‘স্যু’ ভঙ্গিতে। আর রোববার রাতে গুডিসন পার্কে যেন রোনালদোকেই খানিক মনে করিয়ে দিলেন তিনি।

ম্যাচের তৃতীয় মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ বোঝাপড়ায় বল পেয়েছিলেন ডিয়েগো দালোত। নিজের স্বভাবসুলভ ক্রসটাও করেছিলেন। তবে সেটা খানিক দূরেই ছিল গার্নাচোর জন্য। আবার উচ্চতাও ছিল কিছুটা বেশি। সাতপাঁচ না ভেবেই গার্নাচো উড়লেন শুন্যে। শরীরটাকে ভাসিয়ে যেমনভাবে গোল করলেন তাতে বিষ্মিত পুরো ফুটবল দুনিয়া।

এক যুগ আগে এমনই এক গোল করে শিরোনাম হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ওয়েইন রুনি। তার সেই গোল প্রিমিয়ার লীগের ইতিহাসেরই অন্যতম সেরা গোলের মর্যাদা পেয়েছিল। ১২ বছর পর সেই রুনির ক্লাবেরই আরেক তরুণ করেছেন অবিকল সেই বাইসাইকেল কিকের গোলটা।

বছরের সবচেয়ে দর্শনীয় গোলের জন্য ফিফা ‘পুসকাস অ্যাওয়ার্ড’ চালু করেছে ২০০৬ সালে। দুদিন আগেই মাঝমাঠ থেকে গোল করে নিজেকে এই পুরস্কারের দাবিদার করেছিলেন রোনালদো। আর কাল রাতে যেন সেই তালিকায় নাম লেখালেন আর্জেন্টাইন তরুণ আলেহান্দ্রো গার্নাচো।

ক্রিকেট

বন্ধ হয়ে গেল কেকেআরের প্লে-অফের রাস্তা, দেখেনিন পয়েন্ট টেবিল

বন্ধ হয়ে গেল কেকেআরের প্লে-অফের রাস্তা, দেখেনিন পয়েন্ট টেবিল

চলতি আইপিএল ২০২৫ মরশুমে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর প্লে-অফের স্বপ্ন ক্রমশ ফিকে হয়ে আসছে। এখন ...

ক্রিকেট ম্যাচের আমন্ত্রণ চীনের, ইতিহাস গড়তে যাচ্ছে টাইগাররা

ক্রিকেট ম্যাচের আমন্ত্রণ চীনের, ইতিহাস গড়তে যাচ্ছে টাইগাররা

আন্তর্জাতিক কূটনীতিতে ক্রীড়ার শক্তি নতুন কিছু নয়। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দলকে আমন্ত্রণ জানিয়ে ...

ফুটবল

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

চলতি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির দুঃস্বপ্নের পরিণতি ঘটল বৃহস্পতিবার সকালে। দুই লেগ মিলিয়ে ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে