| ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মেসির স্ত্রীরির পরিবারে বড় দুঃসংবাদ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ নভেম্বর ২৫ ১২:৫৪:২৬
মেসির স্ত্রীরির পরিবারে বড় দুঃসংবাদ

রোজারিও শহর অপরাধের স্বর্গরাজ্য। আর্জেন্টিনার এই শহর প্রতিনিয়ত ছেয়ে যায় নানা অপরাধে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। ছোটবেলায় তিনি ফুটবলের প্রতি ভালোবাসার জন্য সুদূর স্পেনে চলে যান। কিন্তু এখানেই আন্তোনেলা রোকুজ্জো তার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছিলেন। মেসির জন্য রোকুজ্জো এখন অন্য জগতে বাস করেন। কিন্তু রোজারিওতে ঠিকই রয়ে গিয়েছে তাদের পারিবারিক সুপারশপটা। আর এটাই অপরাধী চক্রের লক্ষ্য।

গত মার্চে এই সুপারশপে রোকুজ্জোর শট। মেসিকেও হুমকি দেওয়া হয়। এবার সেখানেই ডাকাতি করা হয়। তবে অপরাধীরা সরাসরি সুপার মার্কেটে হামলা করেনি। কিন্তু সুপারশপ থেকে টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় তাদের গাড়িতে হামলা হয়। চুরি হয়েছে বিপুল পরিমাণ টাকা।

জানা যায়, মঙ্গলবার সকালে রোকুজ্জোর চাচাতো বোন অগাস্টিনা স্কালিয়া আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক সুপার মার্কেট থেকে গাড়িতে করে টাকা রাখতে যান। তার সঙ্গে সুপারমার্কেটের দুই কর্মচারীও ছিলেন। তবে ব্যাংকে যাওয়ার আগে একটা সমস্যা দেখা দেয়। দু'জন সশস্ত্র লোক ভায়া রোজারিওতে অ্যাভেনিদা পেলেগ্রিনিতে তাদের গাড়ি থামিয়ে প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো লুট করে। যা আর্জেন্টিনার মিডিয়ার মতে প্রায় ২২ হাজার ৫০০ ডলারের সমান।

আর্জেন্টিনার গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, সুপারমার্কেট থেকে ৪৫ ব্লক দূরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। সাদা রঙের একটি গাড়িতে করে এসেছিল দুষ্কৃতকারীরা। স্কালিয়াদের গাড়ি থামিয়ে তারা গুলি ছুড়েছে। গুলি গাড়ির কাচ ভেদ করে গেলেও কেউ হতাহত হয়নি। দুষ্কৃতকারীরা দুটি ব্যাগে থাকা টাকা নিয়ে গেছে।

গাড়িতে থাকা এক কর্মী জানান, ‘টাকা রাখতে আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে যাচ্ছিলাম। ওরা আমাদের জানালা ভেঙে টাকা নিয়ে গেছে। গাড়িতে করে এসেছিল। ঘটনার শুরুতে গুলির শব্দ শুনেছি। গাড়ি থেকে বের হওয়ার পর বুলেটের ছিদ্র দেখেছি।’

এই ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া দেখাননি মেসি। তবে তার স্ত্রী অগাস্তিন স্কালিয়ার ইন্সটাগ্রাম পোস্টে সহমর্মিতা প্রকাশ করেছেন।

এর আগে গত মার্চে আর্জেন্টিনার রোজারিও শহরে রোকুজ্জোদের পারিবারিক সেই সুপারশপে গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে দুজন লোক মোটরসাইকেলে করে সেই দোকানের সামনে আসেন। পরে তাদের একজন নিচে নেমে এলোপাতাড়ি গুলি চালান। তবে দোকানের দরজা বন্ধ থাকলেও সেটি ভেদ করে ভেতরের গ্লাসও ভেঙে যায়।

পরে হামলাকারীরা একটি চিরকুট ফেলে যান বলে জানিয়েছে পুলিশ। সেখানে তারা মেসিকে হুমকি দিয়ে লেখেন, ‘মেসি আমরা তোমার অপেক্ষায় আছি। জাভকিন (রোজারিওর মেয়র) একজন মাদক চোরাকারবারি। সেও তোমাকে বাঁচাতে পারবে না।’

ক্রিকেট

বন্ধ হয়ে গেল কেকেআরের প্লে-অফের রাস্তা, দেখেনিন পয়েন্ট টেবিল

বন্ধ হয়ে গেল কেকেআরের প্লে-অফের রাস্তা, দেখেনিন পয়েন্ট টেবিল

চলতি আইপিএল ২০২৫ মরশুমে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর প্লে-অফের স্বপ্ন ক্রমশ ফিকে হয়ে আসছে। এখন ...

ক্রিকেট ম্যাচের আমন্ত্রণ চীনের, ইতিহাস গড়তে যাচ্ছে টাইগাররা

ক্রিকেট ম্যাচের আমন্ত্রণ চীনের, ইতিহাস গড়তে যাচ্ছে টাইগাররা

আন্তর্জাতিক কূটনীতিতে ক্রীড়ার শক্তি নতুন কিছু নয়। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দলকে আমন্ত্রণ জানিয়ে ...

ফুটবল

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

চলতি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির দুঃস্বপ্নের পরিণতি ঘটল বৃহস্পতিবার সকালে। দুই লেগ মিলিয়ে ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে