| ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

মেসির স্ত্রীরির পরিবারে বড় দুঃসংবাদ

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ২৫ ১২:৫৪:২৬
মেসির স্ত্রীরির পরিবারে বড় দুঃসংবাদ

রোজারিও শহর অপরাধের স্বর্গরাজ্য। আর্জেন্টিনার এই শহর প্রতিনিয়ত ছেয়ে যায় নানা অপরাধে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। ছোটবেলায় তিনি ফুটবলের প্রতি ভালোবাসার জন্য সুদূর স্পেনে চলে যান। কিন্তু এখানেই আন্তোনেলা রোকুজ্জো তার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছিলেন। মেসির জন্য রোকুজ্জো এখন অন্য জগতে বাস করেন। কিন্তু রোজারিওতে ঠিকই রয়ে গিয়েছে তাদের পারিবারিক সুপারশপটা। আর এটাই অপরাধী চক্রের লক্ষ্য।

গত মার্চে এই সুপারশপে রোকুজ্জোর শট। মেসিকেও হুমকি দেওয়া হয়। এবার সেখানেই ডাকাতি করা হয়। তবে অপরাধীরা সরাসরি সুপার মার্কেটে হামলা করেনি। কিন্তু সুপারশপ থেকে টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় তাদের গাড়িতে হামলা হয়। চুরি হয়েছে বিপুল পরিমাণ টাকা।

জানা যায়, মঙ্গলবার সকালে রোকুজ্জোর চাচাতো বোন অগাস্টিনা স্কালিয়া আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক সুপার মার্কেট থেকে গাড়িতে করে টাকা রাখতে যান। তার সঙ্গে সুপারমার্কেটের দুই কর্মচারীও ছিলেন। তবে ব্যাংকে যাওয়ার আগে একটা সমস্যা দেখা দেয়। দু'জন সশস্ত্র লোক ভায়া রোজারিওতে অ্যাভেনিদা পেলেগ্রিনিতে তাদের গাড়ি থামিয়ে প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো লুট করে। যা আর্জেন্টিনার মিডিয়ার মতে প্রায় ২২ হাজার ৫০০ ডলারের সমান।

আর্জেন্টিনার গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, সুপারমার্কেট থেকে ৪৫ ব্লক দূরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। সাদা রঙের একটি গাড়িতে করে এসেছিল দুষ্কৃতকারীরা। স্কালিয়াদের গাড়ি থামিয়ে তারা গুলি ছুড়েছে। গুলি গাড়ির কাচ ভেদ করে গেলেও কেউ হতাহত হয়নি। দুষ্কৃতকারীরা দুটি ব্যাগে থাকা টাকা নিয়ে গেছে।

গাড়িতে থাকা এক কর্মী জানান, ‘টাকা রাখতে আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে যাচ্ছিলাম। ওরা আমাদের জানালা ভেঙে টাকা নিয়ে গেছে। গাড়িতে করে এসেছিল। ঘটনার শুরুতে গুলির শব্দ শুনেছি। গাড়ি থেকে বের হওয়ার পর বুলেটের ছিদ্র দেখেছি।’

এই ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া দেখাননি মেসি। তবে তার স্ত্রী অগাস্তিন স্কালিয়ার ইন্সটাগ্রাম পোস্টে সহমর্মিতা প্রকাশ করেছেন।

এর আগে গত মার্চে আর্জেন্টিনার রোজারিও শহরে রোকুজ্জোদের পারিবারিক সেই সুপারশপে গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে দুজন লোক মোটরসাইকেলে করে সেই দোকানের সামনে আসেন। পরে তাদের একজন নিচে নেমে এলোপাতাড়ি গুলি চালান। তবে দোকানের দরজা বন্ধ থাকলেও সেটি ভেদ করে ভেতরের গ্লাসও ভেঙে যায়।

পরে হামলাকারীরা একটি চিরকুট ফেলে যান বলে জানিয়েছে পুলিশ। সেখানে তারা মেসিকে হুমকি দিয়ে লেখেন, ‘মেসি আমরা তোমার অপেক্ষায় আছি। জাভকিন (রোজারিওর মেয়র) একজন মাদক চোরাকারবারি। সেও তোমাকে বাঁচাতে পারবে না।’

ক্রিকেট

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়কের নাম ঘোষণা, দলে রয়েছে বড় চমক

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়কের নাম ঘোষণা, দলে রয়েছে বড় চমক

এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা, বাদ পড়লেন যারা

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা, বাদ পড়লেন যারা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এশিয়া কাপ ২০২৫ উপলক্ষে ২৫ সদস্যের প্রাথমিক দল ...

ফুটবল

বার্সার আজকের ম্যাচের সময় ও লাইভ দেখার উপায় জেনেনিন

বার্সার আজকের ম্যাচের সময় ও লাইভ দেখার উপায় জেনেনিন

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান প্রাক-মৌসুম সফরের শেষ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার Daegu FC-র মুখোমুখি হচ্ছে ...

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের ২০২৫-২৬ মৌসুমের পর্দা উঠেছে ঐতিহ্যবাহী জোহান ক্রুইফ কাপ দিয়ে। এই এক ম্যাচের ...

Scroll to top

রে
Close button