| ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

খাদের কিনার দাঁড়িয়েও সুসংবাদ পাচ্ছে ব্রাজিল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ নভেম্বর ২৩ ১৪:৪০:৩১
খাদের কিনার দাঁড়িয়েও সুসংবাদ পাচ্ছে ব্রাজিল

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে হেরেছে তারা। এছাড়াও সেইসঙ্গে নিজেদের ফুটবল দূর্গ মারাকানাতেও হারতে হয়েছে কয়েক দশকের ব্যবধানে। শেষ তিন ম্যাচে নেই। বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। ৬ ম্যাচ শেষে ৭ পয়েন্ট।

অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নেইমার জুনিয়র ও ভিনিসিয়াস জুনিয়রের মতো মূল তারকা না থাকলেও তা ফেলে দেওয়ার উপায় নেই। রদ্রিগো, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্টিনেলি বা গ্যাব্রিয়েল জেসুসের মতো তারকারা যে কোনো দলের আত্মবিশ্বাসের কারণ। তবে ব্রাজিলের অবস্থান মোটেও সন্তোষজনক নয়।

এই দিকগুলো মাথায় রেখে অনেকেই প্রশ্ন তুলেছেন ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের জায়গা হবে কি না। কেউ কেউ এরই মধ্যে ব্রাজিলের সঙ্গে সমীকরণ আঁকতে শুরু করেছেন। টানা তিন ম্যাচ হেরে অনেকেই বিষণ্ন। ৪৮ দলের সেই টুর্নামেন্টে ব্রাজিল না থাকাটা লজ্জার হবে।

তবে সেলেসাও ভক্তদের জন্য সুখবর, এখনই ব্রাজিলকে বাতিলের খাতায় ফেলে দেওয়া যায় না। ব্রাজিলের বিশ্বকাপ খেলা শঙ্কার মুখে এমন ভয়টাও বেশ অমূলক। বাছাইপর্বে ব্রাজিলের সামনে আছে আরও ১২ ম্যাচ। সেসব ম্যাচে মাঠে নামার আগে সময়ও পাচ্ছে অনেক। আগামী বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের সূচিতে ৬ ম্যাচ খেলবে তারা। শেষপর্ব হবে ২০২৫ সালে। সুতরাং ব্রাজিলের হাতে যথেষ্ট সময় আর সুযোগ আছে এটা নিশ্চিতভাবেই বলা যায়।

স্বস্তির খবর এটাই, যাকে ঘিরে এত সমালোচনা সেই ফার্নান্দো দিনিজের অধীনে সম্ভবত শেষ বাছাইপর্ব ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল। ২০২৪ কোপা আমেরিকার সময়েই সেলেসাওদের ডাগআউটে আসতে পারেন নতুন কোচ কার্লো অ্যানচেলত্তি। এমনকি এই ইতালিয়ান কোচ না এলেও অন্য কোন নতুন কোচকে দেখা যাবে ডাগআউটে। সেদিক থেকেও নিশ্চিন্ত থাকার সুযোগ পাচ্ছে ব্রাজিল।

এমনকি বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া দলের সংখ্যা বৃদ্ধির খবরও তাদের আশ্বাস দেবে। এর আগে চারটি দল সুযোগ পেলেও বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তনের কারণে ছয়টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। সাতটি দল প্লে অফ খেলবে।

ততদিনে ব্রাজিল নিশ্চিতভাবে নিজেদের গোছানোর কাজ শেষ করবে। কারণ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলকে ছাড়া বিশ্বকাপ যে রঙ হারাবে তা কে না জানে। সব বিশ্বকাপেই অংশগ্রহণের বিরল সুযোগটি অবশ্যই হারাতে চাইবে না ব্রাজিল নিজেই।

ক্রিকেট

ভারত কী বাংলাদেশে খেলতে আসছে, যা জানা গেল

ভারত কী বাংলাদেশে খেলতে আসছে, যা জানা গেল

আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। তিন ওয়ানডে এবং ...

১৪ বছরের নায়কএবার খলনায়ক, রাজস্থানের লজ্জাজনক বিদায়

১৪ বছরের নায়কএবার খলনায়ক, রাজস্থানের লজ্জাজনক বিদায়

বিশ্বরেকর্ড গড়া এক জয়ের রেশ কাটতে না কাটতেই রাজস্থান রয়্যালসকে গুনতে হলো ভয়ঙ্কর এক লজ্জা। ...

ফুটবল

মেসিকে নিয়ে এশিয়ায় আসছে আর্জেন্টিনা, খেলবেন যাদের বিপক্ষে

মেসিকে নিয়ে এশিয়ায় আসছে আর্জেন্টিনা, খেলবেন যাদের বিপক্ষে

বাছাই পর্বের পাঁচ ম্যাচ হাতে থাকতেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী অক্টোবর-নভেম্বরে এশিয়া ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে