| ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

খাদের কিনার দাঁড়িয়েও সুসংবাদ পাচ্ছে ব্রাজিল

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ২৩ ১৪:৪০:৩১
খাদের কিনার দাঁড়িয়েও সুসংবাদ পাচ্ছে ব্রাজিল

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে হেরেছে তারা। এছাড়াও সেইসঙ্গে নিজেদের ফুটবল দূর্গ মারাকানাতেও হারতে হয়েছে কয়েক দশকের ব্যবধানে। শেষ তিন ম্যাচে নেই। বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। ৬ ম্যাচ শেষে ৭ পয়েন্ট।

অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নেইমার জুনিয়র ও ভিনিসিয়াস জুনিয়রের মতো মূল তারকা না থাকলেও তা ফেলে দেওয়ার উপায় নেই। রদ্রিগো, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্টিনেলি বা গ্যাব্রিয়েল জেসুসের মতো তারকারা যে কোনো দলের আত্মবিশ্বাসের কারণ। তবে ব্রাজিলের অবস্থান মোটেও সন্তোষজনক নয়।

এই দিকগুলো মাথায় রেখে অনেকেই প্রশ্ন তুলেছেন ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের জায়গা হবে কি না। কেউ কেউ এরই মধ্যে ব্রাজিলের সঙ্গে সমীকরণ আঁকতে শুরু করেছেন। টানা তিন ম্যাচ হেরে অনেকেই বিষণ্ন। ৪৮ দলের সেই টুর্নামেন্টে ব্রাজিল না থাকাটা লজ্জার হবে।

তবে সেলেসাও ভক্তদের জন্য সুখবর, এখনই ব্রাজিলকে বাতিলের খাতায় ফেলে দেওয়া যায় না। ব্রাজিলের বিশ্বকাপ খেলা শঙ্কার মুখে এমন ভয়টাও বেশ অমূলক। বাছাইপর্বে ব্রাজিলের সামনে আছে আরও ১২ ম্যাচ। সেসব ম্যাচে মাঠে নামার আগে সময়ও পাচ্ছে অনেক। আগামী বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের সূচিতে ৬ ম্যাচ খেলবে তারা। শেষপর্ব হবে ২০২৫ সালে। সুতরাং ব্রাজিলের হাতে যথেষ্ট সময় আর সুযোগ আছে এটা নিশ্চিতভাবেই বলা যায়।

স্বস্তির খবর এটাই, যাকে ঘিরে এত সমালোচনা সেই ফার্নান্দো দিনিজের অধীনে সম্ভবত শেষ বাছাইপর্ব ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল। ২০২৪ কোপা আমেরিকার সময়েই সেলেসাওদের ডাগআউটে আসতে পারেন নতুন কোচ কার্লো অ্যানচেলত্তি। এমনকি এই ইতালিয়ান কোচ না এলেও অন্য কোন নতুন কোচকে দেখা যাবে ডাগআউটে। সেদিক থেকেও নিশ্চিন্ত থাকার সুযোগ পাচ্ছে ব্রাজিল।

এমনকি বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া দলের সংখ্যা বৃদ্ধির খবরও তাদের আশ্বাস দেবে। এর আগে চারটি দল সুযোগ পেলেও বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তনের কারণে ছয়টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। সাতটি দল প্লে অফ খেলবে।

ততদিনে ব্রাজিল নিশ্চিতভাবে নিজেদের গোছানোর কাজ শেষ করবে। কারণ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলকে ছাড়া বিশ্বকাপ যে রঙ হারাবে তা কে না জানে। সব বিশ্বকাপেই অংশগ্রহণের বিরল সুযোগটি অবশ্যই হারাতে চাইবে না ব্রাজিল নিজেই।

ক্রিকেট

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়কের নাম ঘোষণা, দলে রয়েছে বড় চমক

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়কের নাম ঘোষণা, দলে রয়েছে বড় চমক

এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা, বাদ পড়লেন যারা

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা, বাদ পড়লেন যারা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এশিয়া কাপ ২০২৫ উপলক্ষে ২৫ সদস্যের প্রাথমিক দল ...

ফুটবল

বার্সার আজকের ম্যাচের সময় ও লাইভ দেখার উপায় জেনেনিন

বার্সার আজকের ম্যাচের সময় ও লাইভ দেখার উপায় জেনেনিন

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান প্রাক-মৌসুম সফরের শেষ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার Daegu FC-র মুখোমুখি হচ্ছে ...

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

PSV বনাম গো অ্যাহেড ঈগলসসের উত্তেজনাপূর্ণ ফাইনাল শুরু

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের ২০২৫-২৬ মৌসুমের পর্দা উঠেছে ঐতিহ্যবাহী জোহান ক্রুইফ কাপ দিয়ে। এই এক ম্যাচের ...

Scroll to top

রে
Close button