| ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

ভারত তাদের সেমিতে জিত্তে নতুন কৌশল অবলম্বন করছে

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ১৪ ২৩:০৬:৫১
ভারত তাদের সেমিতে জিত্তে নতুন কৌশল অবলম্বন করছে

ভারত বহুদিন ধরে বৈশ্বিক অঙ্গনে সফল হতে পারেনি। ঘরের মাঠে চলমান বিশ্বকাপে সেই খরার অবসান ঘটাতে চায় তারা। সেই ধারাবাহিকতার মৌসুমে রাউন্ড রবিন লিগে রোহিত শর্মার দলের বিপক্ষে কেউ জেতেনি। ভারতীয় অধিনায়ক আগেই বলেছিলেন যে দলের পরিবেশ উষ্ণ এবং ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবার জানা যাচ্ছে গোপন 'ফ্যাশন শো'-তে অংশ নেবেন রোহিত-কোহলি।

আগামীকাল (বুধবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর আড়াইটায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলবে ভারত। সেই ম্যাচের আগে কঠোর অনুশীলনে ব্যস্ত ছিলেন শুভমান গিলরা। অধিনায়ক রোহিত আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে এসে ম্যাচের লক্ষ্য নিয়ে কথা বলেন। সেখানেই চাপ কমাতে ম্যাচ বিরতির সময় একটি গোপন ফ্যাশন শোতে অংশ নেন তিনি।

রাউন্ড রবিন পর্বে এর আগে একবার কিউইদের মুখোমুখি হয়েছে রোহিতরা। সেখানে তার দল বড় ব্যবধানে জিতেছে। ধর্মশালায় ম্যাচের আগে দুদিনের বিরতিতে ছিল ভারত। ‘ধর্মশালায় যখন ছিলাম, দুই দিনের বিরতি মিলেছিল। তখন আমরা একটা ফ্যাশন শো করেছিলাম। এটা ভালো যে কেউ সেটার ব্যাপারে জানতে পারেনি। এটা দারুণ ব্যাপার যে কিছু জিনিস দলের মধ্যেই থাকছে। এসব জিনিস আসলে সম্পর্ক মজবুত করতে কাজে দেয়।’

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কারা সেখানে জিতেছে, এমন প্রশ্ন করা হলে রোহিত উত্তর দেন, ‘না, এটা বলতে পারব না। কিছু জিনিস আমাদের মধ্যেই থাকতে দিন।’

এশিয়া কাপ থেকে শুরু করে টানা দুই মাস ম্যাচ খেলতে ব্যস্ত ভারতীয় দল। এমন পরিস্থিতিতে কাজের চাপ ও দীর্ঘ যাত্রার কারণে দলের পরিবেশ ভালো রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্বকাপের স্বাগতিকরা। তারই অংশ হিসেবে নিজেদের মজবুত রাখতে এবং সম্পর্ক মজবুত করতে ফ্যাশন শো আয়োজনের বিষয়ে ভারতীয় তারকা ওপেনার বলেন, ‘ভালো ও আরামদায়ক পরিবেশ রাখতে চাচ্ছি আমরা। সেটা করতে যা যা করার দরকার, সেটা আমরা করে যাচ্ছি। চাপ থাকবেই। যখন আপনি মাঠে নেমে যাবেন, এটা অনেকটা ব্যক্তিগত ব্যাপার হয়ে যায়। তবে তার আগে মাঠের বাইরে আমরা চেষ্টা করি ভালো পরিবেশ সৃষ্টি করতে।’

হারলে দলের আশপাশের পরিবেশ থাকবে একরকম আর জিতলে অন্যরকম, এমনটা চান না রোহিত শর্মা, ‘এটা আমাদের একটা সচেতন চেষ্টা। যে ম্যাচের ফলের ওপর আমাদের দলের পরিবেশ নির্ভর করবে না। এটা একজন বা দুজন খেলোয়াড়ের কাজ নয়। এখানে সাপোর্ট স্টাফসহ সবাইকে প্রয়োজন হয়।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজকের ম্যাচে ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার

আজকের ম্যাচে ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ে এগিয়ে গেছে ...

এইমাত্র শেষ হলো নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের ম্যাচ

এইমাত্র শেষ হলো নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: কাগজে-কলমে শক্তির পার্থক্য ছিল স্পষ্ট। এবার সেই ব্যবধানটা মাঠেও দেখিয়ে দিল বাংলাদেশ। সিলেট ...

ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি: একটি কঠিন লড়াইয়ের পূর্বাভাস

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি: একটি কঠিন লড়াইয়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: ম্যানচেস্টার, ২৪ আগস্ট: ইএফএল কাপ থেকে বিব্রতকর বিদায়ের পর, ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার বিকেলে ...

টটেনহ্যাম হটস্পার বনাম বোর্নমাউথ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ

টটেনহ্যাম হটস্পার বনাম বোর্নমাউথ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ

নিজস্ব প্রতিবেদক: শনিবার রাতে নিজেদের মাঠে বোর্নমাউথকে আতিথ্য দেবে টটেনহ্যাম হটস্পার। এই ম্যাচ জিতে প্রিমিয়ার ...

Scroll to top

রে
Close button