বাংলাদেশের স্বপ্ন বাঁচাতে আজ মাঠে মানবে ভারত

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের রাউন্ড রবিন লিগ পর্ব শেষ হচ্ছে আজ। ফাইনাল ম্যাচে স্বাগতিক ভারত মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। রবিবার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপে কোনো পরিবর্তন হবে না। কারণ ভারত আট ম্যাচে ১০০% জিতে প্রথমে সেমিফাইনালে যোগ্যতা নিশ্চিত করেছে। অন্যদিকে ডাচরা অনেক আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
তবে এই ম্যাচটি ভারতের জন্য নিয়ন্ত্রক ম্যাচ হলেও নেদারল্যান্ডসের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচের ওপর নির্ভর করছে চ্যাম্পিয়ন্স কাপের ভাগ্য। যেখানে বাংলাদেশের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন।
বিশ্বকাপের চলতি আসর থেকেই ঠিক হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির অংশগ্রহণকারী ৮ দল। নিয়মানুযায়ী বিশ্বকাপের পয়েন্ট টেবিলের প্রথম আটটি দল সুযোগ পাবে ২০২৫ সালের এই প্রতিযোগিতায়। সেখানে আয়োজক দেশ হিসেবে পাকিস্তান অটোমেটিক চয়েজ। তারা ছাড়া বাকি সাতটি দল ঠিক হবে বিশ্বকাপ থেকে। ইতোমধ্যে সাতটি দল চূড়ান্ত হয়েছে। বাকি রয়েছে একটি দল। যার জন্য লড়াই চলছে তিনটি দলের মধ্যে। তারা হলো- শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
গতকাল বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও চ্যাম্পিয়নস ট্রফি খেলার রেসে টিকে ছিল। কেননা তারা তখন পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছিল। কিন্তু দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড জয় তুলে নেয়ায় বাংলাদেশকে টপকে শীর্ষ সাতে চলে যায় তারা। বাংলাদেশ নেমে আসে টেবিলের আটে। তবে এই স্থানে থেকেও চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ আছে বাংলাদেশের।
কেননা শেষ ম্যাচে ভারতকে ডাচরা হারাবে এমন চিন্তা কেউই করবে না। এখন পর্যন্ত অপরাজিত দল যে ভারত। অন্যদিকে ডাচরাও কম নয়। তারা দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে হারের স্বাদ দিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। তাই ডাচরা যে একেবারে ছেড়ে কথা বলবে তাও নয়।
তাই বলা যায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নির্ভর করছে ভারতের ওপর। রোহিতরা জয় পেলেই মিলবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির টিকিট। রোববার তাই গোটা বাংলাদেশ সাপোর্ট করবে ভারতের। যদি কোনো কারণে বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তা হলেও ১ পয়েন্ট পাবে নেদারল্যান্ডস। সে ক্ষেত্রেও বাদ পড়বে বাংলাদেশ। তাই প্রকৃতির উপরে কিছুটা হলেও সাকিব-মিরাজদের ভাগ্য নির্ভর করছে।
এখন পর্যন্ত যারা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা চূড়ান্ত করেছে তারা হলো- ভারত (১৬ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (১৪ পয়েন্ট), অস্ট্রেলিয়া (১৪ পয়েন্ট), নিউজিল্যান্ড (১০ পয়েন্ট), পাকিস্তান (৮ পয়েন্ট), আফগানিস্তান (৮ পয়েন্ট) ও ইংল্যান্ড (৬ পয়েন্ট)। এই সাতটি দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেই। বাকি রয়েছে বাংলাদেশ (৪ পয়েন্ট), শ্রীলঙ্কা (৪ পয়েন্ট) ও নেদারল্যান্ডস (৪ পয়েন্ট)।
- ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পাবেন না যারা
- হাসপাতালে নেওয়া হয়েছে হামলায় মারাত্মক আহত নুরুল হক নুরকে
- রিয়াদ-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিং, মাতালেন আশরাফুলও
- খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা যা বললেন মির্জা ফখরুল
- জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগে উত্তেজনা
- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: টস, জানুন একাদশ ও লাইভ দেখুন এখানে
- রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ: সেনা ও পুলিশ মোতায়েন
- পাঁচ ব্যাংকে অর্থ সংকট: গ্রাহকের আমানত আটকে বিপাকে লাখো মানুষ
- তাসকিনের আগুনে বোলিংয়ের পরও বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিলো নেদারল্যান্ডস
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৯ আগস্ট)
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট: কমলো টাকার মান
- টটেনহ্যাম হটস্পার বনাম বোর্নমাউথ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ
- সুখবর: শেয়ারবাজারে আস্থা ফেরাতে সরকারের বড় উদ্যোগ
- এইমাত্র শেষ হলো নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের ম্যাচ
- বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি: পাওয়ারপ্লেতে তাসকিনের আঘাত