| ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

শ্রীলঙ্কা নয়, বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির পথে বড় বাঁধা এখন অন্য এক দল

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ১০ ১৮:২৯:১৭
শ্রীলঙ্কা নয়, বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির পথে বড় বাঁধা এখন অন্য এক দল

শ্রীলঙ্কাকে বিস্তৃত ব্যবধানে হারিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির পথ অনেকটাই সহজ করেছে নিউজিল্যান্ড। তাই অস্ট্রেলিয়ার কাছে টাইগাররা হারলেও টেবিলের অষ্টম স্থানে থাকার সুযোগ রয়েছে মাহমুদুল্লাহ মুশফিকদের। তবে ভারত-নেদারল্যান্ড ম্যাচও পার্থক্য গড়ে দিতে পারে। কিভাবে বাংলাদেশ চ্যাম্পিয়নদের টিকিট পাবেন? সমীকরণ মিলানো এখন অনেক কঠিন।

বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন ইতিমধ্যেই ভেঙে চুরমার হয়ে গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিও বিপন্ন। বিশ্বকাপের ফাঁকে হঠাৎ করেই আলোচিত এই বৈশ্বিক আয়োজন। আয়োজক দেশ পাকিস্তানসহ বিশ্বকাপের শীর্ষ আট দল ২০২৫ সালের আসরে খেলবে।আইসিসির সিদ্ধান্ত দুই বছর আগে।

তাতেই জমে উঠেছে বিশ্বকাপ। শেষ চারের লড়টাইয়ের সঙ্গে টেবিলের তলানীর দলগুলোও লড়াই চাম্পিয়ন্স ট্রফির টিকিট পেতে। অপেক্ষায় নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ইংল্যান্ড।

লড়াইটা মূলত দুই স্পটের জন্য, যেখানে রয়েছে চার দলের। সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ইংলিশরা। এরপরই বাংলাদেশ, সহজ সমীকরণে। অস্ট্রেলিয়াকে হারালেই চলবে। ব্ল্যাকক্যাপদের বিপক্ষে বাজে হারে বাংলাদেশের পেছনে থেকেই আসর শেষ শ্রীলঙ্কার। রানরেটে সবার নিচে থাকা নেদারল্যান্ডস কি পারবে অসম্ভবকে সম্ভব করতে? নেদারল্যান্ডস টিকিট পেতে তাদের বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে।

অজিদের বিপক্ষে হারলেও শ্রীলঙ্কার উপরে থাকার সুযোগ থাকছে টাইগারদের। সেক্ষেত্রে খেলেতে হবে ৫০ ওভার, হারের ব্যবধান হওয়া যাবে না ১৭৫ রানের এর বেশি। অবশ্য পুরো ওভার না খেলে এর চেয়ে বেশি ব্যবধানে হারলেও শ্রীলঙ্কার উপরেই থাকবে বাংলাদেশ।

আগে ব্যাট করলে যত রানই হোক না কেন নজর রাখতে হবে যেন ২৩ ওভারের মধ্যে অজিরা টপকে যেতে না পারে।

এখানেই শেষ নয়, শুধু লঙ্কানদের চেয়ে এগিয়ে থাকলেই চলবে না। তাকিয়ে থাকতে হবে ভারত-নেদারল্যান্ডস ম্যাচেও ডাচদের হারে। এডওয়ার্ডসের দল জিতে গেলেও সুযোগ থাকবে বাংলাদেশের। তখন টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে যাবে ইংল্যান্ড-পাকিস্তানের লড়াই। শুধুমাত্র ইংল্যান্ডের বিশাল ব্যবধানের হারই পারবে বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে নিতে।

গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে যদি বাংলাদেশ, নেদারল্যান্ডস, ইংল্যান্ড সবগুলো দলই হেরে যায় তাহলে আসবে নেট রানরেটের হিসাব। পার্থক্য গড়ে দেবে হারের ব্যবধান।

তবে টাইগারদের হার আর নেদারল্যান্ডসের জয় কিংবা ড্র চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দিবে বাংলাদেশকে। তবে উড়তে থাকা স্বাগতিক ভারতের বিপক্ষে শেষ ম্যাচ বলেই ডাচদের সেই সম্ভাবনা নেই বললেই চলে।

বাংলাদেশ হেড কোচ হাথুরু সিংহে বলেন, গতকালের ম্যাচটা চ্যাম্পিয়নস ট্রফির পথে কিছুটা হলেও প্রভাব ফেলেছে। কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে হারানোর চিন্তা করছি। সমীকরণ নিয়ে ভাবছি না।

বাংলাদেশ কোচ যতই এড়িয়ে যাক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বাংলাদেশের সমীকরণ সহজতর করেছে শ্রীলঙ্কার টানা দু’হার।

ক্রিকেট

ব্রেকিং নিউজ : নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

ব্রেকিং নিউজ : নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে এক যুগেরও বেশি সময় মাঠ কাঁপিয়ে এবার প্রশাসনিক অঙ্গনে পা রাখছেন ...

এইমাত্র শেষ হলো নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের ম্যাচ

এইমাত্র শেষ হলো নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: কাগজে-কলমে শক্তির পার্থক্য ছিল স্পষ্ট। এবার সেই ব্যবধানটা মাঠেও দেখিয়ে দিল বাংলাদেশ। সিলেট ...

ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি: একটি কঠিন লড়াইয়ের পূর্বাভাস

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি: একটি কঠিন লড়াইয়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: ম্যানচেস্টার, ২৪ আগস্ট: ইএফএল কাপ থেকে বিব্রতকর বিদায়ের পর, ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার বিকেলে ...

প্রিমিয়ার লিগ হাইভোল্টেজ: ব্রাইটন বনাম ম্যানচেস্টার সিটি সময়সূচি

প্রিমিয়ার লিগ হাইভোল্টেজ: ব্রাইটন বনাম ম্যানচেস্টার সিটি সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: রোববার প্রিমিয়ার লিগে উত্তেজনার অন্য মাত্রা যোগ করবে ব্রাইটন অ্যান্ড হোভ Albion বনাম ...

Scroll to top

রে
Close button