| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ইংল্যান্ডকে নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন ওয়াসিম আকরাম

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ১০ ১৫:২৩:২৩
ইংল্যান্ডকে নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন ওয়াসিম আকরাম

চলমান ১৩তম ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয় নিয়ে সেমিফাইনালে পা রাখল নিউজিল্যান্ড। তাই পাকিস্তানের সেমির সমীকরণ টিকে আছে কেবল কাগজে-কলমে। বিশ্বকাপের আসরে কিউইদের রানরেট টপকে শেষ চারে যেতে হলে বাবর আজমদের অলৌকিক কিছুই করতে হবে মাঠে!

সেজন্য তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হবে, আগে ব্যাট করে ৩০০ রান করলে পাকিস্তানকে ইংলিশদের বিপক্ষে ২৫৭ রানে জিততে হবে। এর মানে ইংল্যান্ডকে মাত্র ১৩ রানের মধে অলআউট করতে হবে। আর পরে ব্যাটিং করে ইংলিশদের ৫০ রানে অলআউট করতে পারলে সেই লক্ষ্য ২.৩ ওভারে তাড়া করতে হবে।

তাই পাকিস্তানের সেমিফাইনালের টিকিট পাওয়া কার্যত অসম্ভব। ক্রিকেটের কোনো সমীকরণেই বলতে গেলে নিউজিল্যান্ডকে টপকানো সম্ভব নয় বাবর আজমদের জন্য। অবশ্য পাকিস্তানের জন্য অভিনব এক উপায় বাতলে দিলেন দেশটির সাবেক পেসার ওয়াসিম আকরাম! সেটা অবশ্য মজাচ্ছলেই বলেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

ওয়াসিম আকরামের মতে, পাকিস্তানকে আগে ব্যাটিং করে প্রয়োজন অনুযায়ী রান করতে হবে। এরপর ইংল্যান্ড ড্রেসিংরুমে বাইরে থেকে তালা লাগিয়ে দিতে হবে। তাতে সবাই ‘টাইমড আউট’ হয়ে যাবে। আর এভাবেই কেবল সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টস’-এর প্যাভিলিয়ন অনুষ্ঠানে ওয়াসিম আকরামের এই অভিনব কৌশলের কথা শেয়ার করেছেন সঞ্চালক ফখরে আলম। অনুষ্ঠান শুরুর আগেই এই কৌশলের কথা নাকি জানিয়েছিলেন আকরাম। যদিও প্রোগ্রাম শুরু হতেই সেটা তিনি ভুলে গেছেন বলে জানান!

তাই ওয়াসিম আকরামের ভুলে যাওয়ার বাজে স্মৃতি নিয়েও তাকে খোঁচা দেন অনুষ্ঠানের সঞ্চালক। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক তো আকরামের কৌশলকে আরও সহজ করতে বলেছেন। তিনি আগে থেকেই ইংল্যান্ডের ড্রেসিংরুমে তালা লাগানোর পরামর্শ দিয়েছেন।

পাকিস্তানের সেমির রাস্তা সহজ করতে গতকালকের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারতে হতো নিউজিল্যান্ডকে। উল্টো লঙ্কানদের ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে টানা দুই বারের রানারআপ নিউজিল্যান্ড। তবে এতেই শেষ হচ্ছে না এই জয়ের মাহাত্ম্য। ১৬০ বল হাতে রেখে জয় পাওয়ার সুবাদে রানরেটেও অনেকটা এগিয়ে গেছে তারা।

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে নামের পাশে ১০ পয়েন্ট আর +০.৭৪৩ নেটরান রেট নিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে কিউইরা। একম্যাচ কম খেলা পাকিস্তানের পয়েন্ট ৮ আর নেটরান রেট +০.০৩৬। পাকিস্তানের সমান ৮ পয়েন্ট থাকলেও আফগানিস্তান নেটরান রেটে আরও পিছিয়ে; -০.৩৩৮।

ক্রিকেট

মাহেদির ইতিহাস, হরভজনের ১৩ বছরের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বাংলাদেশের দাপট

মাহেদির ইতিহাস, হরভজনের ১৩ বছরের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বুধবারের রাতে লেখা হলো নতুন ইতিহাস। বাংলাদেশের ...

ব্যাটিং করতে করতে হঠাৎ ব্যাটিং ফেলে দৌড় দিলো জাদেজা, স্তব্ধ সকল ক্রিকেটাররা

ব্যাটিং করতে করতে হঠাৎ ব্যাটিং ফেলে দৌড় দিলো জাদেজা, স্তব্ধ সকল ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট মাঠে বহু ঘটনা ঘটে, তবে এই ঘটনা যেন হাসির রাজ্যে এক ...

ফুটবল

চেলসির রাজত্ব ঘোষণা! গোল্ডেন বল,ও গোল্ডেন বুট জিতলেন যে ফুটবলাররা

চেলসির রাজত্ব ঘোষণা! গোল্ডেন বল,ও গোল্ডেন বুট জিতলেন যে ফুটবলাররা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়ল ইংলিশ জায়ান্ট চেলসি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ ...

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নেপালকে ৩–২ ...

Scroll to top

রে
Close button