বিসিবি চাইলেও চায়নি কোচ

বিশ্বকাপের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে অ্যালান ডোনাল্ডের অধ্যায়ের সমাপ্তি ঘটে। জাতীয় দলের বোলিং কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল বিসিবি। তবে, পারিবারিক কারণে, ডোনাল্ড অনেক আগেই জানিয়েছিলেন যে তিনি আর এই পদে থাকতে চান না, বিসিবির ক্রিকেট ব্যবস্থাপনার প্রধান জালাল ইউনিস বলেছেন এমনটা।
বিশ্বকাপের সঙ্গে ডোনাল্ডের চুক্তির মেয়াদ শেষ। তার সময়ে বাংলাদেশের বোলারদের গতির উল্লেখযোগ্য উন্নতি হয়। ডোনাল্ড প্রাক্তন বোলিং কোচ গিবসনের অধীনে পেসাররা যে পরিবর্তন শুরু করেছিলেন তা শক্ত করেছিলেন। তবে চলতি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেননি পেসাররা।
তবে তার কাজে খুশি বলেই বিসিবি তাকে দায়িত্বে রেখে দিতে চেয়েছিল বলে জানালেন জালাল ইউনুস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, বিশ্বকাপের শুরুর দিকেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ডোনাল্ড।
“আমি তাকে বলেছিলাম যে, ‘আপনি দায়িত্ব চালিয়ে যেতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম।’ তখন সে বলেছিল যে থাকতে চায় না। ধারামশালা থেকেই বলেছিল। আমাকে অনানুষ্ঠিকভাবে জানিয়েছে। আমাদেরকে বলেছে যে পারিবারিক কারণে থাকতে চায় না। আমি তখন বলেছি যে, ‘ঠিক আছে, কলকাতায় গিয়ে আবার কথা হবে আপনার সঙ্গে।’ কলকাতায় যখন কথা হলো, তখনও বলেছে যে পারিবারিক কারণেই থাকতে চায় না।”
বিশ্বকাপ শেষে ডোনাল্ড যে দায়িত্বের মেয়াদ বাড়াতে চান না, এই গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ছিল। তবে গত দিন দুয়েক তিনি আলোচনায় ছিলেন ভিন্ন কারণে। দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ নিয়ে তার মন্তব্য বাংলাদেশ দলের বিপক্ষে যায়। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন যে, টাইমড আউট করার এই সিদ্ধান্তটির সঙ্গে তিনি একমত নন এবং পারলে তিনি মাঠে গিয়ে এটা থামাতেন। আরও বেশ কিছু কথা তিনি বলেন, যেটি সেদিন সাকিব ও বাংলাদেশ দলের ওই সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক।
ওসব মন্তব্যের প্রেক্ষিতে ডোনাল্ডকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বা দেওয়া হবে বলে খবর প্রকাশিত হয় বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমে। তবে সেসব খবর উড়িয়ে দিলেন জালাল ইউনুস।
“যার যা ইচ্ছা, লিখে দিচ্ছে বা বলে দিচ্ছে। কারণ দর্শানোর কথা আমরা বলিনি। আমরা স্রেফ তাকে জানিয়েছি যে, তার এই মন্তব্যে আমরা খুশি নই। এখানে কারণ দর্শানোর কোনো ব্যাপার নেই।”
বিসিবি চুক্তি বাড়াতে চাইলেও থাকছেন না ডোনাল্ডএই ঘটনার সঙ্গে ডোনাল্ডের থাকতে না চাওয়ার সম্পর্ক নেই বলেই দাবি করলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।
"নো নো নো… ডোনাল্ড আমাকে ধারামশালা থেকেই বলে আসছে যে থাকতে চায় না। এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। ধারামশালার পর কলকাতায়ও আমাকে বলেছে, চালিয়ে যেতে চায় না।”
“হি ইজ আ ভেরি পারফেক্ট জেন্টলম্যান…ভালো লোক। আমাদের সঙ্গে তার কোনো সময় কোনো সমস্যা হয়নি। তারও আমাদের সঙ্গে সমস্যা হয়নি। অসন্তুষ্ট থাকার কোনো কারণই নেই। বিসিবির সঙ্গে কোনো সমস্যা নেই। এটার কোনো কারণ নেই। আমাকে সে বলেছে, ‘দেখো জালাল, আমার পারিবারিক সমস্যা হচ্ছে…।’ এরপর অন্য কিছু আছে কি না, সেটা তো বোঝার উপায় নেই।”
বাংলাদেশের দায়িত্ব ছেড়ে ডোনাল্ড শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন বলেও গুঞ্জন আছে। তবে সে ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করলেন জালাল ইউনুস, “আমাকে পারিবারিক সমস্যার কথাই বলেছে। তারপর অন্য কোথাও দায়িত্ব নিলে তো আমাদের জানার উপায় নেই।”
নতুন পেস বোলিং কোচ আনা নিয়ে বিসিবি এখনও সেভাবে চিন্তা করেনি বলেই জানালেন জালাল ইউনুস। বিশ্বকাপ দিয়ে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সাপোর্ট স্টাফের আরও কয়েকজন সদস্যের। তাদেরই একজন দলের অ্যানালিস্ট শ্রীনিভাস চান্দ্রাসেকারানের মেয়াদও বাড়ছে না। ভারতীয় এই অ্যানালিস্ট শুক্রবার গভীর রাতে সামাজিক মাধ্যমে জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবারের ম্যাচ দিয়েই বাংলাদেশ দলকে বিদায় জানাচ্ছেন তিনি।
- মাহেদির ইতিহাস, হরভজনের ১৩ বছরের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বাংলাদেশের দাপট
- সবাইকে অবাক করে ম্যান অব দ্যা সিরিজ হলেন যে ক্রিকেটার
- নতুন ঘোষণা দিলেন এনসিপির শীর্ষ নেতারা
- প্রবাসীরা সাবধান : সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করা হলো কিছু পণ্য, দেখেনিন তালিকা
- আজকের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন যে টাইগার ক্রিকেটার
- আজকের সৌদি রিয়াল রেট (১৭ জুলাই ২০২৫): কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনে নিন আজকের সর্বশেষ রেট!
- সৌদি আরবের নতুন আইন : প্রবাসীদের জন্য দারুন সুযোগ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫–এ হাতছাড়া হতে দেবেন না আপনার ভবিষ্যৎ!
- রণক্ষেত্র গোপালগঞ্জ
- বেড়ে গেলো আজকের ওমানি রিয়াল রেট (১৬ জুলাই ২০২৫)
- গোপালগঞ্জে উত্তেজনা চরমে: নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিলো বিজিবি
- ৩৯ মিনিটের জন্য বন্ধ আন্তর্জাতিক বিমানবন্দর, আতঙ্কে যাত্রী ও কর্তৃপক্ষ
- শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-২০ ম্যাচ
- ১৬ জুলাই ২০২৫: মালয়েশিয়া থেকে টাকা পাঠানোর আগে জেনে নিন আজকের রিংগিত রেট