ম্যাথিউস না বাঁচতে পারলেও ‘টাইমড আউট’ থেকে বেঁচে গেল ইংলিশ ক্রিকেটার

দুদিন আগে হেলমেট ত্রুটির কারণে ওয়ানডে ইতিহাসে প্রথম 'টাইম আউট'-এর শিকার হন শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই রেশ শেষ হওয়ার আগেই ক্রিকেট বিশ্ব আবারও এমন ঘটনার সাক্ষী হতে যাচ্ছিল। তবে ব্যাটসম্যানের বুদ্ধিমত্তার কারণে এই ঘটনা আর ঘটেনি। ক্রিকেটারদের মাঠে প্রচুর হাসতে দেখা যায়।
পাকিস্তানি আম্পায়ার বিষয়টি বুঝতে পেরে হেলমেট পরিবর্তনের কথা জানান। পরে ব্যাটসম্যান হেলমেট পরে মাঠে নামেন এক ক্রিকেটার। ক্রিজে থাকা ক্রিকেটারদের মধ্যে তুমুল হাস্যরসের সৃষ্টি হয়। যা নিয়ে ধারাভাষ্যকাররাও হেসেছেন।
বুধবার (৮ নভেম্বর) পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। টস জিত আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। সেখানেই ঘটে এ ঘটনা।
ইংল্যান্ডের ইনিংসের ৩৬তম ওভারের দ্বিতীয় বলে ডাচ বোলার আরিয়ান দত্তের বলে আউট হন ইংলিশ ব্যাটার মঈন আলী। তৃতীয় বল খেলতে নামে ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। কিন্তু এ ক্রিকেটার মাঠে নেমেই বুঝতে পারেন যে তার হেলমেটে সমস্যা আছে। তাই আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ওকস সরাসরি চলে যান মাঠের আম্পায়ার এহসান রাজার কাছে। জানান নিজের সমস্যার কথা।
তবে ওকস যদি বিষয়টি আম্পায়ারকে না জানাতেন আর ম্যাথিউসের মতো সময়ক্ষেপন করতে তাহলে ডাচ অধিনায়ক আউটের আবেদন করতেন কিনা তাও একটি বিষয়। তবে ক্রিকেটাররা যে ম্যাথিউস ইস্যুর পর সময়ের ক্ষেত্রে অনেকটাই সতর্ক হয়েছেন তা বেশ ভালোভাবেই টের পাওয়া গেল এদিন।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ২৫তম ওভারের ঘটনা। লঙ্কান ক্রিকেটার সাদিরাবিক্রমাকে আউট করেছিলেন সাকিব। ষষ্ঠ ব্যাটার হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথিউস ঠিক সময়ই মাঠে নামেন। স্ট্রাইক এন্ডে তার ব্যাট করার কথা। কিন্তু ক্রিজে এসেও করতে পারেননি হেলমেটের ঝামেলায়। হেলমেটের ফিতা খুলে যাওয়ায় পরিবর্তন করতে ডেকেছিলেন দ্বাদশ ক্রিকেটারকে। ক্রিকেটারের দেরি দেখে আম্পায়ারের কাছে আউটের আবেদন করে বসেন সাকিব।
টেলিভিশনে দেখা গেছে, আউট নিয়ে মাঠেই ম্যাথিউস আম্পায়ারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে কথা বলেন তিনি। কিন্তু সাকিব তাকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে বলেন। যদিও আম্পায়াররা সিদ্ধান্ত বদলাননি।
এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।
Chris Woakes had some problems with his helmet, he showed it to umpires to not get 'timed out'. pic.twitter.com/yxHhx8l6Mz
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 8, 2023
অবশ্য বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময়টা ২ মিনিট। গত সোমবারের ম্যাচে ম্যাথিউস অতিক্রম করে গেছেন দুটিই। যার ফলে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়াররা। যদিও ম্যাথিউসের দাবি, তিনি অন্তত ৫ সেকেন্ড আগেই বল খেলার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। এ নিয়ে এখনও বেশ উত্তপ্ত ক্রিকেট অঙ্গন।
- মাহেদির ইতিহাস, হরভজনের ১৩ বছরের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বাংলাদেশের দাপট
- সবাইকে অবাক করে ম্যান অব দ্যা সিরিজ হলেন যে ক্রিকেটার
- নতুন ঘোষণা দিলেন এনসিপির শীর্ষ নেতারা
- প্রবাসীরা সাবধান : সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করা হলো কিছু পণ্য, দেখেনিন তালিকা
- আজকের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন যে টাইগার ক্রিকেটার
- আজকের সৌদি রিয়াল রেট (১৭ জুলাই ২০২৫): কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনে নিন আজকের সর্বশেষ রেট!
- সৌদি আরবের নতুন আইন : প্রবাসীদের জন্য দারুন সুযোগ
- রণক্ষেত্র গোপালগঞ্জ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫–এ হাতছাড়া হতে দেবেন না আপনার ভবিষ্যৎ!
- বেড়ে গেলো আজকের ওমানি রিয়াল রেট (১৬ জুলাই ২০২৫)
- গোপালগঞ্জে উত্তেজনা চরমে: নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিলো বিজিবি
- ৩৯ মিনিটের জন্য বন্ধ আন্তর্জাতিক বিমানবন্দর, আতঙ্কে যাত্রী ও কর্তৃপক্ষ
- শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-২০ ম্যাচ
- ১৬ জুলাই ২০২৫: মালয়েশিয়া থেকে টাকা পাঠানোর আগে জেনে নিন আজকের রিংগিত রেট