রোনালদোর জাদুতে পরিপূর্ণতায় মাঠ ছাড়ল আল নাসর

পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো আগামী বছরের ফেব্রুয়ারিতে ৩৯ বছর বয়স হবেন। কিন্তু তার গোল ক্ষুধা যেন এখন কমেনি। একের পর এক গোল করে চলেছেন এই তারকা। সম্প্রতি ক্যারিয়ারের ১০০০ লক্ষ্যে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন। তিনি যেন সেই কথার প্রতিফলনই ঘটাচ্ছেন।
আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই পিছিয়ে থাকা দলের হয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন রোনালদো। এভাবে সৌদি প্রফেশনাল লিগে শেষ ৫ ম্যাচে চতুর্থ স্থান অর্জন করেছে আল-নাসর। এছাড়া, দামাককে হারিয়ে পয়েন্ট তালিকায় বেনজেমার আল-ইত্তিহাদ দলকে হারিয়েছেন রোনালদো।
শনিবার (২১ অক্টোবর) সৌদি প্রো লিগের ম্যাচে কিং সউদ ইউনিভার্সিটি মাঠে দামাক এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর। দামাকের হয়ে প্রথমার্ধে গোল করেন কেভিন এনকৌদু। আল নাসরের হয়ে বিরতির পর গোল করেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিস্কা ও পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
ঘরের মাঠে বল দখলে আল নাসর এগিয়ে থাকলেও আক্রমণে পিছিয়ে ছিল তারা। রোনালদোর দল পুরো ম্যাচে ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখে মাত্র ২টি অন্যদিকে দামাক ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৬টি।
তবে ম্যাচে প্রথম জোরালো আক্রমণটা কিন্তু করেছিল আল নাসরই। সেটি ছিল ম্যাচের ২০তম মিনিটে। মাঝমাঠের একটু ভেতর থেকে আল খাইবারি দূরপাল্লার যে শট নিয়েছিলেন সেটি ফিরিয়ে দেন দামাকের গোলরক্ষক। প্রথমার্ধের বিরতির ৪ মিনিট আগে আল নাসর গোল প্রায় খেয়েই বসেছিল। কিন্তু নাসরের গোলরক্ষক আল নাজ্জারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ আসান সিসে।
তবে প্রথমার্ধের বিরতির আগে যোগ করা সময়ে গোল খেয়ে বসে আল নাসর। দামাকে খেলোয়াড়রা নিজেদের ডি বক্সে রোনালদোর পা থেকে বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে ডান প্রান্ত দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল আদায় করেন দামাকের উইঙ্গার এনকৌদু।
বিরতির আগে এক গোলে পিছিয়ে আল নাসর দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলতে থাকে। এর ফলও হাতেনাতে ধরা দেয়। ম্যাচের ৫২তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ম্যাচে সমতা এনে দেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিস্কা। তালিস্কার গোলের ৪ মিনিট পর পর্তুগিজ তারকা রোনালদো দারুণ ফ্রি কিক থেকে দলের হয়ে দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন। রোনালদো গোলরক্ষকের বাঁ দিকে বল পাঠান। বিভ্রান্ত গোলরক্ষক ঝাঁপ দেয়ারও সুযোগ পাননি।
শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ে ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসে তারা। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-হিলাল। সমান ম্যাচে আল তাউনের সংগ্রহ ২৩ পয়েন্ট।
- টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবার ঘটলো এমন বিশ্বরেকর্ড
- কলা কখন খেলে বেশি উপকার, দিনে না রাতে, জানুন বিশেষজ্ঞদের মতামত
- ক্লাব থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা, বাদ পড়লেন যারা
- বাংলাদেশিদের জন্য চালু হলো নতুন ভিসা
- জমির খাজনা না দিলে কত বছর পর জমি খাস হয়ে যাবে
- জিম করতে গিয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু, শোকস্তব্ধ ক্রিকেট জগৎ
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- কমে গেলো গ্যাস সিলিন্ডারের দাম
- ব্রেকিং নিউজ : দেশের সব ব্যাংকে ছুটি ঘোষণা
- হঠাৎ বাড়ল ব্রয়লার মুরগির দাম
- এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়কের নাম ঘোষণা, দলে রয়েছে বড় চমক
- ভারতে মেসির প্রতিটি ম্যাচের সময়সূচি