| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

অবশেষে সাকিবের সঙ্গে দূরত্ব বাড়ছে কোচের

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ অক্টোবর ২১ ১৫:৩৩:২৯
অবশেষে সাকিবের সঙ্গে দূরত্ব বাড়ছে কোচের

বিশ্বকাপে আসার পর সাকিব আল হাসান ও অ্যালান ডোনাল্ডের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব সৃষ্টি হল। বোলিং কোচ আর অধিনায়কের মতের মিল নেই। ভারতের অবস্থা পর্যালোচনা করে একাদশে আরও স্পিনার রাখতে চান সাকিব। তাদের মধ্যে দুজন ফাস্ট বোলিং খেলতে চেয়েছিলেন। এখানেই ডোনাল্ডের আপত্তি আসে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে তিনজন বোলারকে খেলাতে চান তিনি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বোঝাতে পেরেছেন।

ফলে শুরুর একাদশে বোলিং কম্বিনেশন বেছে নেওয়ার ক্ষেত্রে সাকিবকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে তিক্ততা তৈরি করতে চাননি অধিনায়ক। এ কারণে তিনি কোচদের কিছু সিদ্ধান্ত মেনে নিয়ে দল পরিচালনা করেন।

ভারতের বোলিং পরিস্থিতি অনুকূল নয়, তবে ১৫ সদস্যের দলে পাঁচজন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে। যেহেতু বিশ্বকাপে পেসাররা অনেক ভালো করেছে, তাই ধারণা করা হয়েছিল তারা বিশ্বকাপেও খেলবে। তবে এখন পর্যন্ত বিশ্বকাপে একক হিসেবে কোনো খেলা খেলতে পারেননি পেসাররা।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের অনুকূল কন্ডিশনে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ব্রেকথ্রু দিতে পারেননি তাসকিন আহমেদরা। আফগানদের বিপক্ষে জয়ের ম্যাচে মিডলওভারে কিছুটা বারুদ ছড়াতে পারলেও ইংলিশদের বিপক্ষে ছিল হতাশ করা। ৪০ ওভার পর্যন্ত পেসারদের কাছ থেকে সেভাবে সাপোর্ট পায়নি দল। শেষের ১০ ওভারে গিয়ে শরিফুল ইসলাম রোমাঞ্চ ছড়ান। স্পিনার শেখ মেহেদী তিনটি উইকেট নিলে ততক্ষণে ইংল্যান্ড ৩৬৪ রান তুলে জয়ের ভিত গড়ে ফেলেছিল। স্কোর বোর্ডে প্রতিপক্ষের বিশাল রান দেখে হতাশ হয়ে পড়েন ব্যাটাররা।

ওখানেই শেষ নয়, চেন্নাইয়ে নিউজিল্যান্ড, পুনেতে ভারতের বিপক্ষে চরমভাবে ব্যর্থ টাইগার পেস ইউনিট। এভাবে হতাশ করা পারফরম্যান্সের কারণ জানতে চাওয়া হলে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ফোনে সমকালকে বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা খুব ভালো করেছি। ভারতে তেমনটা করতে পারছি না। কারণ হলো খুবই ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে। পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সাড়ে তিনশ রান চেজ করছে। এর মানে হলো তাদের পেসাররাও ভালো করতে পারছেন না। আসলে উপমহাদেশে কন্ডিশন পেসারদের অনুকূল না। মিরপুর, সিলেট বা চট্টগ্রামের মতো ভারতের উইকেটেও ভালো করা চ্যালেঞ্জিং। জিততে হলে রান করতে হবে। চেজ করতে হবে বড় স্কোর। আমরা অনেক আলোচনা করছি বর্তমান পরিস্থিতি থেকে বের হতে। বোলাররা আরও কিছুটা আক্রমণাত্মক হলে হয়তো ভালো হবে। সামনের ম্যাচগুলোর জন্য একটা উপায় খুঁজে বের করতেই হবে আমাদের।’

সবচেয়ে খারাপ দিক হলো পেসাররা উইকেট নিতে তো পারছেনই না, রান খরচও করছেন দরাজ হাতে। ফলে প্রথম দুই ম্যাচে আগে বোলিং নিলেও পরের দুই ম্যাচে ব্যাটিং করে বাংলাদেশ। সেখানে সুবিধা করতে পারেনি। ব্যাটাররাও ভালো করতে পারছেন না। ফলে আড়াইশ রানের দল হয়ে পড়ে বাংলাদেশ।

বিশ্বকাপের মাঠে যেটা মাঝারি মানের স্কোর। বিশ্বমানের দলের বিপক্ষে এই রান ডিফেন্ড করার মতো বোলার দলে নেই। বিশেষ করে পেস বোলিং ইউনিট ক্লিক না করায় বড় ব্যবধানে হারতে হয়েছে টানা তিন ম্যাচে। কিন্তু সাকিবের পরিকল্পনা মেনে নিয়ে স্পিনার বেশি খেলালে ভালো কিছু হলেও হতে পারত।

সাকিব, মেহেদী হাসান মিরাজের সঙ্গে শেখ মেহেদী খেললে সমন্বিত আক্রমণ হতে পারত। মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’জন পেস বোলার খেলাতে পারে। টানা তিন হারের পর ডোনাল্ডও কিছুটা নমনীয় হয়েছেন।

পেস বোলিং এ কোচের কাছে ফোনে পরবর্তী ম্যাচের পরিকল্পনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে। কারণ মুম্বাইয়ের মাঠ একটু ছোট। কাল (আজ) ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখার পর বুঝতে পারব আমাদের কী করা উচিত।’ ডোনাল্ড আর হাথুরুসিংহে হয়তো বাস্তবতা উপলব্ধি করতে পারছেন। সাকিবের পরিকল্পনাকেই মেনে নিতে পারেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ম্যাচের সময় ঘোষণা

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ম্যাচের সময় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতে ২০২৫ সালের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) চতুর্থ আসরের উদ্বোধনী ...

বিসিবি নির্বাচনে এবার নান্নুর নাম, বুলবুল ও তামিমের সঙ্গে টক্কর

বিসিবি নির্বাচনে এবার নান্নুর নাম, বুলবুল ও তামিমের সঙ্গে টক্কর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের সঙ্গে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়ল ...

শেষ হলো ৭০ মিনিটের খেলা, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

শেষ হলো ৭০ মিনিটের খেলা, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের বিপক্ষে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ...

Scroll to top

রে
Close button