জানা গেল আসল তথ্যঃ ভারতের পক্ষ নিয়েই কি নাসুমের বল ওয়াইড দেননি আম্পায়ার

কোহলিকে সেঞ্চুরি করতে দিতে আম্পায়ার কেন নাসোমের বল ওয়াইড দেননি? উত্তর জানা আছে বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলির সেঞ্চুরি এখনো বিতর্কের বিষয়। যে কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আম্পায়ার রিচার্ড কেটলবরো। অনেকের দাবি, কোহলিকে সেঞ্চুরি করতে দিতে নাসুম আহমেদকে ওয়াইড বল দেননি আম্পায়ার।
দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে ভারতের জয়ের জন্য দরকার ছিল ২ রান। আর সেঞ্চুরি পেতে কোহলিকে করতে হতো ৩। ঠিক সেই মুহূর্তে লেগ সাইডে বল করেন টাইগার স্পিনার নাসুম। তবে বলের লাইন বুঝে বাঁ পা সরিয়ে নেন কোহলি। ফলে বল চলে যায় মুশফিকুর রহিমের হাতে।
সাধারণত; এমন ডেলিভারি ওয়াইড হয়। কিন্তু নাসুমের ওই ডেলিভারিটি তা দেননি আম্পায়ার কেটেলবরো। এতে বিস্মিত হন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, কোহলির সেঞ্চুরি নিশ্চিত করতে ওয়াইড দেননি আম্পায়ার। আবার অনেকে দাবি করেছেন, কোহলিকে শতক বঞ্চিত করতে ইচ্ছাকৃতভাবে ওয়াইড করার চেষ্টা করেন নাসুম। এ নিয়ে আম্পায়ারের সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা।
তবে মূল বিষয় হলো, বোলারদের সুবিধার জন্য একটি নিয়ম পরিবতর্ন করেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সেটাই কোহলির অনুকূলে চলে গেছে। বোলারদের কথা ভেবে তৈরি হওয়া নতুন নিয়মের জন্যই ওয়াইড দেননি আম্পায়ার। যার সুযোগ নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো।
আধুনিক ক্রিকেটে ব্যাটারদের অফ-স্টাম্প, লেগ-স্টাম্পের দিকে সরে গিয়ে শট খেলার প্রবণতা বেড়েছে। ফলে ২০২২ সালের মার্চে ওয়াইড বলের নিয়মে রদবদল আনে এমসিসি। ওই বছরের ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সেটা কার্যকর করে আইসিসি। সেজন্যই মূলত নাসুমের বলটি ওয়াইড দেননি আম্পায়ার কেটেলবরো।
তবে নিয়ম পাল্টে যাওয়ার আগে এমসিসি ক্রিকেটের নিয়মাবলির ২২.১.১ ধারায় সেই বলটি ওয়াইড হিসেবে বিবেচিত হতো। ব্যাটসম্যান যেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তার প্রাথমিক স্টান্সের সময়েও নাগাল এড়িয়ে যেত সেটি।
তবে নিয়ম বদলের পর ব্যাটারদের পরিবর্তিত অবস্থানের ওপরে জোর দেয়া হয়। অর্থাৎ, এখন ওয়াইড দেয়ার জন্য বিবেচিত হয় বল খেলার সময় ব্যাটার কোথায় দাঁড়িয়ে আছেন। রানআপ থেকে বোলারের ডেলিভারি স্ট্রাইডের মাঝে তিনি কোথায় ছিলেন। তার প্রাথমিক স্টান্স কী ছিল।
এক্ষেত্রে নাসুমের ডেলিভারির আগে ওপেন স্টান্সে দাঁড়িয়েছিলেন কোহলি। তার ফ্রন্ট ফুট ছিল লেগ স্টাম্পের বাইরে। টাইগার স্পিনার বল ছাড়ার পরে স্টান্স বদল করেন ভারতীয় ব্যাটার। কিছুটা ভেতরের দিকে সরে যান এবং বলের নাগাল এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।
কোহলি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতেন, তাহলে নাসুমের বল গিয়ে লাগত তার প্যাডে। সুতরাং, নিয়ম মেনেই ওয়াইড দেননি কেটেলবরো।
- গোল, গোল,গোল, গোল বন্যায় শেষ হলো বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: শেষ হলো ৮৫ মিনিটের খেলা, সর্বশেষ ফলাফল
- চরম দু:সংবাদ : এবার বাংলাদেশকেই সরিয়ে দিলো
- ব্রেকিং নিউজ : স্ট্রোক করে জামায়াত নেতার মৃ‘ত্যু
- বাংলাদেশ না নেপাল কে হচ্ছে আসল চ্যাম্পিয়ন : জানুন কোন সমীকরণে কে চ্যাম্পিয়ন
- দারুণ সুখবর : সরকারের এক ঘোষণাতেই কপাল খুলে গেলো দুবাইয়ের কর্মীদের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু আজ! কোথায় ও কীভাবে সরাসরি দেখবেন ম্যাচগুলো
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার উত্তেজনাপূর্ণ ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- দুর্দান্ত মেসির অবিশ্বাস্য কান্ড, হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ইন্টার মায়ামির ম্যাচ
- সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: প্রথমার্ধের খেলা শেষে শ্রীলঙ্কাকে চেপে ধরলো বাংলাদেশ
- কিডনির সমস্যা চেনার লক্ষণ: অবহেলা করলেই বাড়তে পারে মৃত্যুঝুঁকি! সতর্ক থাকুন এখনই
- ওমান প্রবাসীরা সাবধান : সবাইকে সতর্ক থাকার আহ্বান
- বার্সার ইতিহাসে ১০ নম্বর জার্সি পরে মাঠ কাঁপানো সেরা ১০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- কলেজ ভর্তি ২০২৫: তিন ধাপে হবে একাদশে ভর্তি, জেনেনিন ক্লাস শুরুর সময়