| ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিতর্কিত আউট নিয়ে যে প্রস্তাব দিলেন অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ অক্টোবর ১৩ ১৭:২৫:৩০
বিতর্কিত আউট নিয়ে যে প্রস্তাব দিলেন অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে ক্রিকেট বিশ্বের পরাশক্তি অস্ট্রেলিয়া। বিশ্বকাপে পরপর দুটি ম্যাচে হেরেছে প্যাট কামিন্সের দল। মার্কাস স্টয়নিসকে বিতর্কিতভাবে বিদায় করা হয়েছিল প্রোটিয়াদের বিপক্ষে। মার্নাস লাবুসচেন বলেছেন, অস্ট্রেলিয়া বিশ্বকাপ কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাইবে।

গতকাল লক্ষ্মোরে স্টিভ স্মিথ এবং স্টয়নিস জুটিকে আউট করা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। দক্ষিণ আফ্রিকার করা ৩১১ রান তাড়া করতে ১৮তম ওভারে স্টেনিসকে বোল্ড করেন আজিরা। এই বিতর্কিত বিদায়ের পর ম্যাচে ফিরতে পারে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ১৭.২ ওভারে, কাগিসো রাবাদা লেগ সাইডে বল খেলার চেষ্টা করেছিলেন। যদিও সে সুবিধা করতে পারে না। সাথে সাথেই, প্রোটিয়ারা কাট ব্যাক করার জন্য আবেদন করে। সে সময় হাল ছাড়েননি ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন।

তারপর রিভিউ নেয় প্রোটিয়ারা। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো স্টইনিসকে আউটের ঘোষণা দিতেই সৃষ্টি হয় বিতর্ক। করেন আর এ সিদ্ধান্ত নিয়েই চলছে তুমুল বিতর্ক। স্টইনিসের ডান হাতের গ্লাভসে বল লাগে। বল গ্লাভসে লাগার সময় ডান হাতে ব্যাট ধরা ছিল কিনা তার সেটা নিয়েই ওঠে প্রশ্ন। ভিডিও দেখে মনে হয়ে, তখন স্টইনিসের ডান হাতের সঙ্গে ব্যাটের সংস্পর্শ হয়নি। আর তাই তিনি আউট নন বলেই দাবি অস্ট্রেলিয়ার।

ম্যাচ শেষে ল্যাবুশেন বলেন, ‘তারা (আম্পায়ার) যেটা দেখার দেখেছে। তবে দেখে মনে হয়েছে বল গ্লাভস ছোঁয়ার সময় ব্যাটে তার হাতটা ছিল না। ক্যামেরা কিন্তু সাইডের অ্যাঙ্গেল থেকে ধরা হয়নি। মার্কাস (স্টয়নিস) ও আমি জানতে চেয়েছিলাম ওই অ্যাঙ্গেল থেকে পরীক্ষা করা হয়েছে কি না। তারা “স্পাইকটা” (বল গ্লাভসে লাগার দাগ) দেখেছে সামনে থেকে। কিন্তু পাশ থেকে জুম করে দেখা হয়নি। তবে দুটি গ্লাভসের মধ্যে দিনের আলোর মতো পরিষ্কার ব্যবধান ছিল। আমি তৃতীয় আম্পায়ারের কক্ষে গিয়েছিলাম আর সেখানে স্ক্রিনও অনেক বড় ছিল।’

ল্যাবুশেন আরও বলেন, ‘ব্যাপারটা আসলেই বিভ্রান্তিকর এবং আমি নিশ্চিত এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হবে কিংবা আমরা ব্যাখ্যা চাইব। এটা তো বিশ্বকাপ, এমন টুর্নামেন্টে আমরা চাই না ছোটখাটো সিদ্ধান্তগুলোর জন্য ম্যাচের ফল পাল্টে যাবে, যেটা (সিদ্ধান্ত) এড়ানো যেত। এটাও ঠিক, আমরা তখন যে পরিস্থিতিতে ছিলাম তাতে সিদ্ধান্তটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, তা বলা কঠিন। কিন্তু ভবিষ্যতের জন্য আমরা সিদ্ধান্তগুলো ঠিক করতে চাই।’

ম্যাচটিতে মাত্র ১৭৭ রানে অলআউট হয় অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান আসে ল্যাবুশেনের ব্যাটে। প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন মার্কো জানসেন, কেশভ মহারাজ এবং তাবরাইজ শামসি।

ক্রিকেট

বাতিল হলো বিসিবির সিদ্ধান্ত

বাতিল হলো বিসিবির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে খেলার দর্শকদের স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ...

ভারতের জায়গা কেড়ে নিলো ইংল্যান্ড! কথা রাখলো না আইসিসি, 'ভিলেন' কি পাকিস্তান

ভারতের জায়গা কেড়ে নিলো ইংল্যান্ড! কথা রাখলো না আইসিসি, 'ভিলেন' কি পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৫-এর ফাইনাল ঘিরে ক্রিকেট বিশ্বের দৃষ্টি এখন ইংল্যান্ডের লর্ডস ...

ফুটবল

হ্যাটট্রিক ছাড়া গোল করেন না বাংলাদেশের এই ফুটবলার

হ্যাটট্রিক ছাড়া গোল করেন না বাংলাদেশের এই ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: নারী ফুটবলে বাংলাদেশ যে নতুন এক বিস্ফোরণ দেখছে, তার নাম সাগরিকা। গোল করার ...

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫: নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫: নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চার গোল একাই! সাগরিকার দুরন্ত নৈপুণ্যে উড়ল লাল-সবুজের বিজয় পতাকা। আজ সাফ অনূর্ধ্ব-২০ ...

Scroll to top

রে
Close button