কালই শুরু বিশ্বকাপ, ১ দিন আগেও স্টেডিয়ামের চরম বাজে অবস্থা

আগামীকাল ০৫ অক্টোবার (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে মর্যাদাপূর্ণ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। স্বাগতিক দেশটি এই টুর্নামেন্টের প্রস্তুতি অনেক আগেই শুরু করেছিল। পরবর্তীকালে, আইসিসির প্রতিনিধি দলও একাধিকবার প্রতিটি ম্যাচের ভেন্যু পরিদর্শন করে। এবারও কিন্তু ভারতের স্টেডিয়াম এখনো তৈরি হয়নি! মূলত, এই অব্যবস্থাপনার অভিযোগ ওঠে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের বিরুদ্ধে।
গতকাল ০৩ অক্টোবার (মঙ্গলবার) হায়দরাবাদে বিশ্বকাপের প্রস্তুতিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচ দেখার জন্য টিকিট কেনার পর ভক্তদের স্টেডিয়ামে প্রবেশের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। কারণ গ্যালারিতে কিছু অংশে চেয়ারগুলো ছিল ব্যবহারের অনুপযোগী। এরপর তার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এর পরই স্বাগতিক দেশ ভারত ও বিসিসিআই-এর সমালোচনা করেছেন ক্রিকেট ভক্তরা।
জানা গেছে, বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচ ভেন্যুতে আইসিসির প্রতিনিধি দল একাধিকবার পরিদর্শন করেছে। প্রতিটি স্টেডিয়ামের অবকাঠামো, সুবিধা ও স্বাচ্ছন্দ্য সরেজমিনে খতিয়ে দেখেছেন বিসিসিআইয়ের প্রতিনিধিরাও। মাঠ, গ্যালারি, ড্রেসিংরুম থেকে শুরু করে মিডিয়া সেন্টার, জিম, কমেন্ট্রি-বক্স পর্যন্ত সর্বত্রই যাতে আধুনিকতার ছোঁয়া লাগে- সেদিকে দৃষ্টি দেওয়ার কথা আয়োজকদের। তবে এমন বজ্র আঁটুনির মধ্যেও যে ফসকা গেরো থেকেই গেছে, তার প্রমাণ হায়দরাবাদের এই স্টেডিয়াম।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বলছে, ভারতের একাধিক স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের সময় ছাদ থেকে জল চুঁইয়ে পড়ার ছবি দেখা গিয়েছিল অতীতে। তবে বিশ্বকাপের আগে তেমন কিছু দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম। কেননা আইসিসি ইভেন্ট আয়োজনের আগে সব স্টেডিয়ামকেই তাদের অবকাঠামো ঢেলে সাজাতে হয়। মেরামত করতে হয় যাবতীয় ফাঁক-ফোকর। তবে হায়দারবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের ওপর-নিচ যে নিখুঁত নয়, সেটা বোঝা গেল আরও একবার।
এমন অবস্থার জন্য স্থানীয় সংস্থাকেই দায়ী করেছে সংবাদমাধ্যমটি, ভাঙাচোরা চেয়ার বদলে দেওয়ার প্রয়োজন মনে করেনি হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। তার ওপর চেয়ারগুলো পরিষ্কারও করে দেওয়া হয়নি। চূড়ান্ত অপরিচ্ছন্ন সেসব চেয়ারে পাখির মল দেখে বোঝা যায় যে, দীর্ঘদিন সেখানে চালানো হয়নি পরিচ্ছন্নতা অভিযান। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হলেও টিকিটের মূল্য নিতান্ত কম নয়। পকেটের পয়সা খরচ করে খেলা দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের প্রাথমিক সুবিধাটুকুও না দিতে পারলে আয়োজকদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
এদিকে, অবকাঠামো আধুনিক নয় বলে মোহালির মতো ঐতিহ্যশালী স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ দেয়নি বিসিসিআই। কিন্তু ঠিক তেমনটাই ঘটল হায়দরাবাদে। এই ভেন্যুতে এবারের বিশ্বকাপের তিনটি ম্যাচ রয়েছে। সবমিলিয়ে বিশ্বকাপের ৪৮টি ম্যাচ হবে ১০টি ভেন্যুতে। আগামীকাল (৫ অক্টোবর) ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে।
Look at the cleaning situation in Hyderabad Stadium and they want to host World cup.Let’s laugh at richest board☕️???? #PAKvsAUS | #BabarAzam | #CWC23 pic.twitter.com/nqFNHymmdG
— Hassan Nawaz (@iam_hassan56) October 3, 2023
- আজকের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হলেন যে ক্রিকেটার, সত্যিই অবিশ্বাস্য
- মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: বিধ্বস্ত ভবনে শিক্ষার্থীর সংখ্যা জানালো শিক্ষকরা
- বড় সুখবর: বাংলাদেশকে চিঠি পাঠালো ভারত, যা লেখা আছে সেই চিঠিতে
- আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চমক দেখালেন টাইগাররা
- উত্তরায় বিমান বিধ্বস্ত: প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্ট ঘিরে তীব্র বিতর্ক, প্রশ্নের মুখে সরকার
- নতুন ঘোষণা দিলো আরব সৌদি
- পকিস্থানের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশের একাদশ ও সময়সূচি ঘোষণা
- ‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনা : অনেক বড় সিদ্ধান্ত নিলেন জেমস
- ম্যাচ শেষে উত্তরার মাইলস্টোন ট্রাজেডি নিয়ে সংবাদ সম্মেলনে যা যা বললেন লিটন দাস
- শেষ হলো ১৬ ওভারের খেলা, দেখেনিন সর্বশেষ স্কোর
- শিক্ষার্থী হতাহতের ঘটনায় উত্তাল দেশ, চার রাজনৈতিক দলকে ডেকে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা
- মাইলস্টোনে বিমান বিধ্বস্ত : লাশের সংখ্যা নিয়ে সমালোচনার জন্ম দিলেন অভিনেত্রী তিশা
- ৭ উইকেট পড়ে দিশেহারা পাকিস্তান, ঢাকায় সিরিজ জয়ের পথে বাংলাদেশ
- আবারও ভিসা চালু করল ভারত
- ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর