ওয়াসিম আকরামের ভারত-পাকিস্তান একাদশে জায়গা পেল যারা

বিশ্বকাপের কাউন্টডাউন শেষ হতে চলেছে। হাতে আর মাত্র এক দিন বভাকি। আগামীকাল (৫ অক্টোবর) শুরু হতে যাচ্ছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ আসর। অবশ্য আইসিসির এই মেগা ইভেন্ট নিয়ে অনেকদিন ধরেই ভবিষ্যদ্বাণী করে আসছেন কিংবদন্তি ক্রিকেটাররা। কয়েক দল সেমিফাইনালিস্ট এবং এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবেন যারা, তাদের কে নিয়ে ইতিমধ্যে ভবিষ্যৎ করা শেষ। এই মধ্যে কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের একাদশ নিয়ে দারুন একটা মন্তব্য করেছেন।
তবে এই একাদশটি বিশ্বকাপের জন্য নয়। দুই দেশের সেরা খেলোয়াড়দের মধ্য থেকে আদর্শ লাইনআপ বেছে নিয়েছেন আকরাম। যেখানে পাঁচ পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে রয়েছেন ছয় ভারতীয়। তবে একাদশ স্বপ্নে নিজেকে রাখেননি ওয়াসিম আকরাম।
দলটির নেতৃত্বভার দিয়েছেন স্বদেশি বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে। ১৯৯২ আসরে তার অধীনেই তো সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সাত নম্বরে আকরাম রেখেছেন আরেক বিশ্বজয়ী অধিনায়ক ও অলরাউন্ডার কপিল দেবকে। আশির দশকে একে অপরের সঙ্গে লড়তেন ইমরান-কপিল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই কিংবদন্তি খেলোয়াড়কে আকরাম একই দলে মিলিয়ে দিলেন।
‘সুলতান অব সুইং’ খ্যাত আকরামের পছন্দের একাদশে ওপেনার হিসেবে রয়েছেন সাঈদ আনোয়ার ও বীরেন্দর শেবাগ। ১৯৯০ দশকে স্টাইলিস্ট ওপেনার হিসেবে পাকিস্তানের আনোয়ারের খ্যাতি ছিল বিশ্বজোড়া। সে সময় সেঞ্চুরির দিক থেকে শচীন টেন্ডুলকারের সঙ্গেও পাল্লা দিয়েছেন এ বাঁ-হাতি। নিজের দিনে একাই শেষ করে দিতে পারতেন যেকোনো বিশ্বসেরা বোলিং লাইনআপকে। ভারতের বিপক্ষেই চেন্নাইয়ে বিশ্বরেকর্ড গড়ে খেলেছিলেন সে সময়ের ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৪ রানের অবিশ্বাস্য এক ইনিংস। ব্যাট হাতে ওপেনিংয়ে ঝড় তুলতে সিদ্ধহস্ত ছিলেন শেবাগ। ওপেনিংয়ে আনোয়ার-শেবাগ জুটি কী ভয়ঙ্কর হতে পারে— ক্রিকেটভক্ত মাত্র-ই সেই ধারণা রাখেন।
ওয়ান-ডাউনে আকরাম রেখেছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে। অনেকের চোখে সর্বকালের সেরা ব্যাটার শচীন ৪৬৩ ওয়ানডেতে ৪৪.৮০ গড়ে করেছেন ১৮ হাজার ৪২৬ রান। যেখানে ৪৯টি সেঞ্চুরির সঙ্গে আছে ৯৬টি ফিফটি। চার নম্বরে আকরামের পছন্দ পাকিস্তান ক্রিকেটের ‘বড়ে মিঁয়া’খ্যাত জাভেদ মিঁয়াদাদ। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় তাকে। অস্ট্রেল-এশিয়া কাপে মিঁয়াদাদ ভারতের বিপক্ষে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েও অমর হয়ে আছেন। সঙ্গে স্লেজিংয়েও প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলতেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
এ যুগের কিংবদন্তি বিরাট কোহলিকে ৫ নম্বরে রেখেছেন আকরাম। বর্তমান সময়ের অন্যতম সেরা এ ব্যাটার মাঝের কিছু সময় বাদ দিলে অনেকদিন থেকেই রানমেশিন। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতা দলের সদস্য খেলবেন এবারও। অলরাউন্ডার হিসেবে আকরাম রেখেছেন নিজের সাবেক অধিনায়ক এবং কিংবদন্তি ইমরান খানকে। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে আকরামের পছন্দ আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক—ভারতের মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ২০১১ বিশ্বকাপে শিরোপা জিতেছিল ভারত। অনেকের কাছে ধোনি ভারতের সর্বকালের সেরা অধিনায়কও।
একমাত্র স্পিনার হিসেবে আকরামের স্বপ্নের দলে জায়গা পেয়েছেন সাকলায়েন মুশতাক। ‘দুসরা’র জনক সাকলায়েন নিজের সময়ের অন্যতম সেরা স্পিনার ছিলেন । আকরামের একাদশে পেস জুটি হিসেবে আছেন জসপ্রীত বুমরাহ ও ওয়াকার ইউনিস। বুমরাহ বর্তমান সময়ের বিধ্বংসী ফাস্ট বোলারদের একজন। আর ওয়াকার ছিলেন তার সময়ের অন্যতম সেরা। ‘টু ডব্লিউস’ নামে আকরামের সঙ্গে তার বোলিং জুটি পরিচিত ছিল।
The dream combined Indo-Pak all-time ODI XI, curated by Wasim Akram, comprises an array of legendary cricketers
Read more: https://t.co/49QKkYrB6H #WasimAkram pic.twitter.com/5Cnhw8Me3U
— Cricket Pakistan (@cricketpakcompk) October 3, 2023
- বাংলাদেশ ক্রিকেটে শোকের ছায়া ; মারা গেলেন সাবেক টাইগার ক্রিকেটার
- সবাইকে চমক দিয়ে আজকের ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার
- ৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, আয়োজক দেশের নাম ঘোষণা
- চরম দু:সংবাদ : দুবাইয়ে আজীবনের জন্য ভিসা বাতিল ও ৫ প্রবাসীর জেল, প্রবাসীদের জন্য সতর্কবার্তা
- তাপস-সালমানকে দিয়ে শেখ হাসিনার গোপন পরিকল্পনা ফাঁস, আলজাজিরার প্রতিবেদন ঘিরে চাঞ্চল্য
- বিমান দুর্ঘটনা: এখনো খোঁজ না পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকের সংখ্যা জানালো : মাইলস্টোন কর্তৃপক্ষ
- চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও পাকিস্থানের শেষ টি-২০ ম্যাচ,জেনেনিন ফলাফল
- পাকিস্থানকে হোয়াইটওয়াশ করতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
- আজকের সৌদি রিয়াল রেট (২৪ জুলাই ২০২৫)
- চরম দু:সংবাদ : নিষেধাজ্ঞার মুখে লিওনেল মেসি
- সরকারি কর্মচারীদের জন্য সতর্কবার্তা : যে ভুল করলেই পাঠানো হবে বাধ্যতামূলক অবসরে
- ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর
- আজ ২৪/৭/২০২৫ তারিখ,জেনেনিন দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- মেসি ও আলবারকে নিয়ে এমএলএস কমিশনার বললেন সময়মতো সিদ্ধান্ত না নেওয়ার ভুল
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও পাকিস্থান ম্যাচের টস,জেনেনিন ফলাফল