বাংলাদেশে আসছেন চূড়ান্ত দিন তারিখ জানালেন আর্জেন্টিনার ‘বাজপাখি’

চলতি বছরের জুনে ফিফা উইন্ডোতে বাংলাদেশের ক্রীড়াভক্তদের প্রাণপ্রিয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বাংলাদেশে আসার কথা ছিল। বিশ্বসেরা ফুটবলার মেসিদের ঢাকা সফরের আলোচনা অনেকদূর এগোলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠ দিতে না পারায় তা আর সম্ভব হয়নি।
তবে মেসিরা সবাই না এলেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আগামী ৩ জুলাই বাংলাদেশ সফরে আসছেন। অর্থাৎ ঈদের পরেই বাংলাদেশে আসছে তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে আসবেন—এ খবর আগেই জানা গিয়েছিল। গত ২৯ মে মার্তিনেজ নিজেও ফেসবুকে নিশ্চিত করেছিলেন ৩ থেকে ৫ জুলাই তিনি ঢাকা ও কলকাতা সফর করবেন। আজ আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মার্তিনেজ ঢাকা ও কলকাতায় নিজের সফরসূচিও জানিয়ে দিয়েছেন।
ফেসবুকে বাজপাখিখ্যাত মার্তিনেজ লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই ২০২৩ তারিখে। বাংলাদেশ থেকে আমার এই সফর শুরু হবে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার ক্ষেত্র তৈরি করবে। বাংলাদেশ সফর শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ ভরে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।’
মার্তিনেজকে দক্ষিণ এশিয়া ট্যুরে নিয়ে আসছেন স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের শতদ্রু দত্ত। শুরুতে বাংলাদেশে এলেও মার্তিনেজের এই সফরের মূল উদ্দেশ্য ভারত। তাই এ দিনই তিনি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এর আগে ম্যারাডোনা, পেলে, কাফুকে কলকাতায় এনেছিলেন শতদ্রু।
- টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবার ঘটলো এমন বিশ্বরেকর্ড
- বাংলাদেশিদের জন্য চালু হলো নতুন ভিসা
- ক্লাব থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা, বাদ পড়লেন যারা
- জিম করতে গিয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু, শোকস্তব্ধ ক্রিকেট জগৎ
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
- ব্রেকিং নিউজ : দেশের সব ব্যাংকে ছুটি ঘোষণা
- হার্টের রিংয়ে রেকর্ড দাম কমালো সরকার, সর্বোচ্চ কমেছে ৮৮ হাজার টাকা
- এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়কের নাম ঘোষণা, দলে রয়েছে বড় চমক
- হঠাৎ বাড়ল ব্রয়লার মুরগির দাম
- আগামী ১০ তারিখ থেকে ভারতীয় ভিসা ইস্যুতে আসছে বড় পরিবর্তন
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- মাত্র ২ দিন ছুটি নিলেই মিলবে আগস্টে ৫ দিনের লম্বা ছুটি
- শাকিব খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য জয়-এর: “দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব ”