| ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ঈদের পরেই ভারতের আগে বাংলাদেশে আসবেন বিশ্বসেরারক্ষক মার্তিনেজ

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জুন ২৬ ২২:৫৭:৪৫
ঈদের পরেই ভারতের আগে বাংলাদেশে আসবেন বিশ্বসেরারক্ষক মার্তিনেজ

আগামী ২৯ জুন সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। কোরবানির এই ঈদকে সামনে রেখে অলিতে গলিতে চলছে উৎসবের আমেজ। এর মাঝেই বাংলাদেশের ক্রীড়া প্রেমীদের খুশির বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলকিপার ঈদের পঞ্চম দিন অর্থাৎ ৩ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখছেন। কাতারে লিওনেল মেসির নেতৃত্বে লে আলবিসেলেস্তেরা যে বিশ্বকাপ জিতেছে তাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিশ্বসেরা এই গোলকিপার।

সোমবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একথা নিজেই জানিয়েছেন মার্তিনেজ। পোষ্টে তিনি জানিয়েছে, ভারতীয় উপমহাদেশ সফরের শুর‍্য হবে ঢাকায় পা রাখার মাধ্যমে।

৩০ বছর বয়সী এই গোলকিপার তার পোস্টে লিখেছেন, 'আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে ৩ জুলাই। বাংলাদেশ থেকেই এটার যাত্রা শুরু হবে, যেখানে আমি ফান্ডেড নেক্সট এবং নেক্সট ভেঞ্চারস-এর দলগুলির সাথে দেখা করার সুযোগ পাবো। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে।'

মার্টিনেজ আরও জানান, 'বাংলাদেশ সফর শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।'

এর আগে ওপার বাংলার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত মার্তিনেজকে কলকাতায় আনার ব্যাপারে সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে কলকাতা সফর চূড়ান্ত হওয়ার পর শতদ্রুকে মার্তিনেজ নিজেই বাংলাদেশে আসার ব্যাপারে ইচ্ছার কথা জানান।

এরপর মার্তিনেজের ঢাকা সফরের বিষয়টিও যুক্ত করেন শতদ্রু দত্ত। গত ২১ মে সংবাদমাধ্যমকে শতদ্রু জানান, মার্তিনেজের আগ্রহের কারণেই তিনি বাংলাদেশের বিভিন্ন পৃষ্ঠপোষকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

কাতারের মরুর বুকে ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। এই বিশ্বকাপ জেতাতে লিওনেল মেসির সঙ্গে আকাশী সাদাদের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মার্টিনেজের। বাজপাখি খ্যাত সেই তারকা এবার বাংলাদেশি ভক্তদের জন্য ঢাকায় পা রাখতে যাচ্ছেন।

ক্রিকেট

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা তামিম ইকবাল কি এবার ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হচ্ছেন? ...

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সময়সূচি ঘোষণা করলো বিসিবি

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সময়সূচি ঘোষণা করলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপ ২০২৫ ঘিরে প্রস্তুতি জোরালো করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৯ ...

Scroll to top

রে
Close button