| ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

অবাক ফুটবল বিশ্বঃ হ্যাটট্রিক করে জন্মদিন রাঙালেন লিওনেল মেসি

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জুন ২৫ ১৪:৫৬:৪৮
অবাক ফুটবল বিশ্বঃ হ্যাটট্রিক করে জন্মদিন রাঙালেন লিওনেল মেসি

২০২৩ বিশ্বকাপের পর নিজের প্রথম জন্মদিনটা জন্মভূমি রোজারিওতে কাটিয়েছেন বর্তমান সময়ের সব থেকে সেরা ফুটবলার আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। নিজ জন্মভূমিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সাবেক সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায় উপলক্ষ্যে আয়োজিত এক প্রদর্শনী ম্যাচে তিনি অংশ নেন।

শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেন তিনি। আর মাঠে নেমেই নিজের জন্মদিনটা আরও রঙিন করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক করে।

মেসির সাবেক সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজ ওল্ড বয়েজে তিন বছর খেলার পর কিছুদিন আগেই অবসর নিয়েছেন। সে কারণেই আয়োজন করা হয় প্রদর্শনী ম্যাচের। মেসির জন্মদিনের দিনটিতেই আয়োজন করা হয় ম্যাচটির।

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সঙ্গে মাঠে নামেন দেশটির ফুটবল কোচ লিওনেল স্ক্যালোনিও। এ ছাড়াও ডি মারিয়া, সার্জিও আগুয়েরোসহ সাবেক ও বর্তমান অনেক ফুটবলারই অংশ নেন ম্যাচটিতে।

নিউয়েলস ওল্ড বয়েজ লিজেন্ডসের বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন মেসি।

নিজের জন্মদিন নিয়ে আর্জেন্টাইন তারকা বলেন, ‘আমি রোজারিওতে নিজের জন্মদিন পালন করতে পছন্দ করি। বিশ্বকাপের পরে এটিই আমার জন্মদিন। একটি বিশেষ জন্মদিন। এর আগে কখনও এমন অনুভূতি পাইনি, যা এবার পাচ্ছি।’

১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেন মেসি। জন্মের পর শারীরিক অনেক প্রতিবন্ধকতা স্বত্বেও তার পায়ের কারিশমায় মুগ্ধ হয় বার্সা। ধীরে ধীরে বার্সার মূল দলে নাম লেখান তারকা এই ফুটবলার। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি।

২০০৪ থেকে ২০২১ অবধি বার্সার হয়ে প্রায় সব শিরোপাই জেতেন মেসি। ২০২২ সালে জেতেন আরাধ্য বিশ্বকাপও। বার্সা থেকে মেসি পাড়ি জমান ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। শৈল্পিক ফুটবলে রাঙিয়েছেন ফরাসিদের। এখন মেসি যাদুতে বুঁদ হওয়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্রের মেজর লিগের দল ইন্টার মায়ামি।

ক্রিকেট

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা তামিম ইকবাল কি এবার ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হচ্ছেন? ...

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সময়সূচি ঘোষণা করলো বিসিবি

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সময়সূচি ঘোষণা করলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপ ২০২৫ ঘিরে প্রস্তুতি জোরালো করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৯ ...

Scroll to top

রে
Close button