| ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

পিএসজি সমর্থকদের আচরণে নিয়ে মুখ খুললেন মেসি

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জুন ২৪ ২২:৫৩:৩২
পিএসজি সমর্থকদের আচরণে নিয়ে মুখ খুললেন মেসি

গত ২০২১ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। তবে পিএসজিতে আসার পর শুরুর সময়টা ভালো কাটেনি মেসির। একই সঙ্গে ক্লাবটির সমর্থকদের আচরণ হতাশ করে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।

ফরাসি ক্লাবটির সমর্থকদের একটি অংশের আচরণে হতাশ হয়েছেন মেসি। দুঃসময়ে যারা তারকা এই ফুটবলারের পাশে ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানান আর্জেন্টিনার এই ফুটবলার।

মেসি বলেন, ‘এখানকার সমর্থকরা আমার সঙ্গে ভিন্ন ধরনের আচরণ করতে শুরু করে। বিশেষ করে একটি অংশের আচরণে আমি অবাক হয়েছি। সমর্থকদের একটি বড় অংশ আমাকে ভালভাবে মেনে নিতে পারেনি। এ ধরনের বিষয় ঘটবে তা আমি কল্পনাও করিনি।’

বিশ্বকাপজয়ী ফুটবলার আরও বলেন, ‘এর আগে এমবাপ্পে ও নেইমারের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। তারা এটাকে কিভাবে সামাল দিয়েছে আমি জানি না। যারা আমাদের শ্রদ্ধা করেছে তাদের আমি সবসময় মনে রাখবো। আমি এখানে আসার পর প্রত্যেককে সবসময়ই শ্রদ্ধার চোখে দেখেছি।’

পিএসজির হয়ে ৩২ গোল করা ছাড়াও ৩৫টি অ্যাসিস্ট করেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে দলকে সামনে এগিয়ে নিতে ব্যর্থতাই মূলত মেসির প্রতি সমর্থকদের রাগের মূল কারণ। সব মিলিয়ে পিএসজিতে দুই বছরের অভিজ্ঞতা নিয়ে মেসি বলেছেন, ‘প্যারিসে আসার পর থেকেই আমি বেশ কঠিন সময় পার করেছি। এতটা আমি প্রত্যাশা করিনি। এমনকি কিছু কিছু সতীর্থ আমার পরিচিত হলেও তাদের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। নতুন ক্লাব, নতুন পরিবেশ, নতুন স্টাইল, নতুন সতীর্থ, সব মিলিয়ে আমার ও আমার পরিবারের জন্য বিষয়টা মোটেই সহজ ছিলনা।’

ক্রিকেট

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা তামিম ইকবাল কি এবার ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হচ্ছেন? ...

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সময়সূচি ঘোষণা করলো বিসিবি

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সময়সূচি ঘোষণা করলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপ ২০২৫ ঘিরে প্রস্তুতি জোরালো করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৯ ...

Scroll to top

রে
Close button