| ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

মায়ামিতে মেসির সঙ্গী হলেন সাবেক সতীর্থ তারকা ফুটবলার

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জুন ২৪ ১৫:৩২:৩৯
মায়ামিতে মেসির সঙ্গী হলেন সাবেক সতীর্থ তারকা ফুটবলার

বার্সেলোনা ছেড়ে এখন ক্লাবহীন সার্জিও বুস্কেটস। সৌদি আরবের দুটি ক্লাবে যাওয়ার প্রস্তাব ছিল তার সামনে। নতুন ক্লাবের সন্ধানে আছেন তিনি। তবে ইএসপিএন ও জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, বার্সেলোনার হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা বুস্কেটস সাবেক সতীর্থ মেসির সঙ্গে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।

এদিকে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামি ইতোমধ্যে বুস্কেটস এর যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিজেদের টুইটার হ্যান্ডেলে বুস্কেটসকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে তা নিশ্চিত করে মায়ামি।

দু বছরের চুক্তিতে আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রের এমএলএসে দেখা যাবে ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারকে। ২০০৮ সাল থেকে বার্সেলোনার হয়ে খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ৭২২ ম্যাচ। স্পেনে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ, কোপা দেল রে সহ মোট ৩২ শিরোপা। সৌদি আরব, কাতার থেকে বেশ কিছু প্রস্তাব পেলেও রাজি হননি বুস্কেটস।

উল্লেখ্য, গত ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগতাড়িত এক ভিডিও বার্তায় বুস্কেটস বার্সেলোনা ছাড়ার কথা জানান। তিনি বলেন, এটা সম্মানের, এটা গর্বের যে আমি এই ক্লাবের ব্যাজ পরতে পেরেছি। কিন্তু সবকিছুর শেষ আছে। খুব সহজে নেয়া সিদ্ধান্ত, দল ছাড়ার সময়টা এসে গেছে। যে সব মানুষ এই দীর্ঘ যাত্রায় আমাকে সঙ্গ দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে ক্লাবের সদস্য ও সমর্থকদেরও।

২০০৫ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর দুই মৌসুম ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন বুস্কেটস। পেপ গার্দিওলা যখন বার্সেলনার বি দলের কোচ, সে সময় প্রথমবারের মতো তিনি বার্সার বি দলে সুযোগ পান। ২০০৮ সালে রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক হয় বুস্কেটসের।

এরপর দ্রুতই তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। ২০০৯ সালে গার্দিওলার অধীনে বার্সেলোনা এক মৌসুমে ছয় শিরোপার রেকর্ড গড়ে। একমাত্র ফুটবল ক্লাব হিসেবে এই কৃতিত্ব দেখায় তারা। বুস্কেটস সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

ক্রিকেট

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা তামিম ইকবাল কি এবার ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হচ্ছেন? ...

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সময়সূচি ঘোষণা করলো বিসিবি

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সময়সূচি ঘোষণা করলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপ ২০২৫ ঘিরে প্রস্তুতি জোরালো করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৯ ...

Scroll to top

রে
Close button