| ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অবশেষে সাকিব-লিটনকে ছাড়পত্র দিয়েছে বিসিবি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ জুন ১৯ ১২:৫৮:০৯
অবশেষে সাকিব-লিটনকে ছাড়পত্র দিয়েছে বিসিবি

আন্তর্জাতিক ব্যস্ত সূচি ও এনওসি জটিলতায় এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হয়নি সাকিব আল হাসানের। তবে আসন্ন কানাডার টি-টোয়েন্টি লিগ ও শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে বাঁধা নেই এই অলরাউন্ডারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

শুধু সাকিব নয়, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নিতে বাধা নেই লিটন দাসেরও। তাকেও ছাড়পত্র দিয়েছে বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকফ্রেঞ্জিকে এই দুজনের অনাপত্তিপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জালাল ইউনুস বলেন, 'সাকিব ও লিটনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সাকিবকে দুটি টুর্নামেন্টের জন্যই দেয়া হয়েছে, লিটন তো শুধু কানাডার লিগে খেলবে। আফগানিস্তান সিরিজ শেষ করেই দুজন কানাডার বিমান ধরবে।'

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব খেলবেন টাইগার্সের হয়ে। লিটন জার্সি গায়ে জড়াবেন সারে জাগুয়ার্সের। এ ছাড়া বাকি দলগুলো হলো মিসিসাউগা প্যানথারস, ব্র্যাম্পটন উলভস, ভ্যাঙ্কুভার নাইটস ও টরন্টো ন্যাশনালস। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের সঙ্গে সাকিবও মন্ট্রিয়েলের আইকন ক্রিকেটার।

লিটনের সারের আইকন ক্রিকেটার হলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের ইফতিখার আহমেদ। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি। আগামী ২০ জুলাই থেকে শুরু হবে মাঠের লড়াই। ৬ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

সবশেষ ২০১৯ সালে কানাডার গ্লোবাল লিগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর করোনাভাইরাস মহামারির কারণে গত তিন বছর এই প্রতিযোগিতা আয়োজিত হয়নি। লম্বা বিরতির পর আগামী ২০ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত চলবে এবারের আসর।

এদিকে লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গল টাইটান্স। এই টুর্নামেন্টে নিজ দলে মোহাম্মদ মিঠুনকেও পাচ্ছেন সাকিব। নিলাম থেকে মিঠুনকে দলে ভেড়ায় গল। আগামী ৩০ জুলাই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসর। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০ আগস্ট।

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে