| ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

"শেষ পর্যন্ত রিয়ালে এমবাপ্পে ও বার্সায় ফিরবেন মেসি"

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ জুন ০৩ ১৫:০৮:১৯

ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পরামর্শ দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। তিনি মনে করেন, লস ব্লাঙ্কোজরা সবসময় সেরা খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করে।

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী মৌসুমে পিএসজিতে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন এমবাপ্পে। এরপরই দলটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। ফলে মুক্ত হয়ে পড়বেন তিনি।

তবে এর আগেই এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে আগ্রহী রিয়াল। যদিও গত গ্রীষ্মে তাদের প্রত্যাখ্যান করে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেন তিনি।

অ্যাটলেটিকো বস সিমিওনে বিশ্বাস করেন, শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখবেন এমবাপ্পে। সেই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বার্সেলোনায় ফিরবেন লিওনেল মেসি। এতে লা লিগা উপকৃত হবে।

সংবাদমাধ্যম কোপকে সিমিওনে বলেন, আমি কী এমবাপ্পেকে মাদ্রিদে দেখতে পাচ্ছি? হ্যাঁ, রিয়াল মাদ্রিদ সবসময়ই সেরা খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে। রিয়ালে এমবাপ্পে এবং বার্সায় মেসি লা লিগার জন্য দুর্দান্ত হবে।

এসময় রিয়াল ম্যানেজার কার্লো আনচেলত্তির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন আর্জেন্টাইন কোচ। তার সঙ্গে দেখা করার ইচ্ছাও পোষণ করেন তিনি।

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে