| ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

আইপিএলে এই রেকর্ড একমাত্র ওয়ার্নারের-ই

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ২২ ১৭:৩৮:৫০
আইপিএলে এই রেকর্ড একমাত্র ওয়ার্নারের-ই

এবারের আইপিএলের আসর থেকে আগেই ছিটকে পড়েছিল আসত্রের অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালস। গত ২০ মে শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে আসরে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নেমেছিল ওয়ার্নারের দলটি। নিয়মরক্ষার ম্যাচেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি ডেভিড ওয়ার্নারের দল।

সেই ম্যাচেও দল জয়ের বন্দরে পৌঁছাতে না পারলেও নিজের ব্যক্তিগত রেকর্ডের খাতা ভারী করেছেন দিল্লি অধিনায়ক ওয়ার্নার। সেই ম্যাচে চেন্নাইয়ের দেওয়া ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। ৭ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংসটি ছিল চলতি মৌসুমে তার সর্বোচ্চ।

চেন্নাইয়ের বিপক্ষে ৮৬ রানের এ ইনিংসের সুবাদে এবারের আইপিএলে ওয়ার্নারের রানসংখ্যা দাঁড়িয়েছে ৫১৬। আসরের বিদেশী বাঁহাতি এই ব্যাটার এ নিয়ে সপ্তমবার আইপিএলের এক মৌসুমে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন।

বিদেশি তো বটেই, আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটারদেরও কারো এমন কীর্তি নেই। এমনকি লিগটিতে ছয় হাজারের বেশি রান করা বিরাট কোহলি, শিখর ধাওয়ান বা রোহিত শর্মার মতো ব্যাটসম্যানরাও এই রেকর্ড গড়তে পারেননি।

ওয়ার্নার এবারসহ আইপিএলের মোট ১৪টি মৌসুম খেলেছেন। এর মধ্যে ৫০০-এর বেশি রান করেছেন যথাক্রমে ২০১৪ (৫২৮ রান), ২০১৫ (৫৬২ রান, আসরের সর্বোচ্চ), ২০১৬ (৮৪৮ রান), ২০১৭ (৬৪১ রান, আসরের সর্বোচ্চ), ২০১৯ (৬৯২ রান, আসরের সর্বোচ্চ), ২০২০ (৫৪৮ রান) ও ২০২৩ সালে (৫১৬ রান)।

সব মিলিয়ে ১৭৬ ইনিংসে ৪১.৫৩ গড়ে ৬ হাজার ৩৯৭ রান করেছেন ওয়ার্নার। ১৩৯.৯১ স্ট্রাইকে আইপিএলে ৬১টি হাফসেঞ্চুরি এবং চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার স্পোর্টসপ্রেমীদের জন্য রয়েছে টেস্ট ক্রিকেট ও টেনিসের জমজমাট লড়াই। বুলাওয়েতে ...

ভরতের একাদশে বড় চমক : শেষ টেস্টে পেস আক্রমণে বড় পরিবর্তন

ভরতের একাদশে বড় চমক : শেষ টেস্টে পেস আক্রমণে বড় পরিবর্তন

ওভাল টেস্ট ঘিরে ভারতীয় শিবিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। সিরিজের শেষ ও পঞ্চম টেস্টে পেস ...

ফুটবল

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদক : উত্তর আমেরিকার দুই সেরা লিগ—মেজর লিগ সকার (MLS) এবং মেক্সিকোর লিগা এমএক্স-এর ...

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর ঘরোয়া ফুটবলের শক্তিশালী দল পাচুকা চলতি লিগস কাপ ২০২৫-এ দুর্দান্ত ফর্মে রয়েছে। ...

Scroll to top

রে
Close button