| ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ভারতকে টপকে গেলেন বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ১৫ ২২:৪১:১৯
ভারতকে টপকে গেলেন বাংলাদেশ

ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে তালিকায় তৃতীয় অবস্থানে থেকে আইসিসি ওয়ানডে সুপার লিগ শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল। আইরিশদের বিপক্ষে ২-০ তে সিরিজ জিতে দুইয়ে থাকা ইংল্যান্ডের সমান ১৫৫ পয়েন্ট এখন বাংলাদেশের। তবে রানরেটে পিছিয়ে থাকায় তিনে থেকেই শেষ করতে হয়েছে সাকিব-তামিমদের। এখন পর্যন্ত ১৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড।

আইসিসির ওয়ানডে ক্রিকেটকে আরও বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করতে গত ২০২০ সালে শুরু হয় আইসিসি ওয়ানডে সুপার লিগ। আইসিসির পূর্ণাঙ্গ সদস্য ১১টি দেশের সঙ্গে সহযোগী দেশ নেদারল্যান্ডকে নিয়ে শুরু হয় আইসিসির এই আসর। প্রথম চক্রে মোট ২৪ ম্যাচ শেষে ১৫ জয় নিয়ে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়ার মতো বড় বড় নামকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে থেকে লিগ শেষ করল বাংলাদেশ।

হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে প্রতিটি দলের ৩ ম্যাচের ৮টি করে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা। ৫টি দেশ করোনাভাইরাস ও অন্যান্য কারণে সবগুলো ম্যাচ খেলতে পারে নি। তবে ৮টি দল সব ম্যাচ খেলেছে, বাংলাদেশ যার মধ্যে অন্যতম।

সবগুলো ম্যাচ খেলায় কিছুটা এগিয়ে থাকলেও যোগ্য দল হিসেবেই এই অবস্থানে টাইগাররা। লিগের মোট ৮টি সিরিজের ৬টিই জিতেছে তারা। হেরেছে শুধুমাত্র ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। জিতেছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে।

২৪ ম্যাচ খেলে ১৬ জয় নিয়ে সবার উপরে লিগ শেষ করেছে নিউজিল্যান্ড। ১৫ জয় নিয়ে দুইয়ে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৫৫। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ না খেলা ভারত ও পাকিস্তান লিগ শেষ করেছে বাংলাদেশের পেছনে থেকে। ২১টি করে ম্যাচ খেলে সমান ১৩টি করে ম্যাচ জিতে ১৩৯ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে ভারত এবং ১৩০ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে রয়েছে পাকিস্তান।

তবে শুধু দলগত অর্জনেই নয় ব্যক্তিগত অর্জনেও পিছিয়ে নেই বাংলাদেশ। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছেন দুজন করে টাইগার ক্রিকেটার। ব্যাটারদের মধ্যে তামিম ইকবাল ৩৪.০৪ গড়ে ৭৮৩ রান নিয়ে আছেন তালিকার ৭ম স্থানে। আর ৪৪.৪১ গড়ে ৭৫৫ রান নিয়ে মুশফিকুর রহিম আছেন ১০ম স্থানে।

বোলিংয়ে ২০ ম্যাচে ৩১ উইকেট নিয়ে সাকিব আল হাসান রয়েছেন ৬ষ্ঠ স্থানে। আর ২৩ ম্যাচে ৩০ উইকেট নিয়ে মেহেদী হাসান মিরাজ। শুধু তাই নয়, মাঠেও অসাধারণ পারফর্ম করেছেন টাইগাররা। সুপার লিগে সবচেয়ে বেশি ১৪টি করে ক্যাচ নিয়েছেন লিটন দাস ও মেহেদী মিরাজ। ১৩টি ক্যাচ নিয়ে তার পরেই রয়েছেন ভারতের শিখর ধাওয়ান। এছাড়া উইকেটের পেছনে ২১ ম্যাচে ৩১ ক্যাচ নিয়ে সবচেয়ে বেশি ডিসমিসালের তালিকায় প্রথম স্থানে রয়েছেন মুশফিক।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার স্পোর্টসপ্রেমীদের জন্য রয়েছে টেস্ট ক্রিকেট ও টেনিসের জমজমাট লড়াই। বুলাওয়েতে ...

ভরতের একাদশে বড় চমক : শেষ টেস্টে পেস আক্রমণে বড় পরিবর্তন

ভরতের একাদশে বড় চমক : শেষ টেস্টে পেস আক্রমণে বড় পরিবর্তন

ওভাল টেস্ট ঘিরে ভারতীয় শিবিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। সিরিজের শেষ ও পঞ্চম টেস্টে পেস ...

ফুটবল

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদক : উত্তর আমেরিকার দুই সেরা লিগ—মেজর লিগ সকার (MLS) এবং মেক্সিকোর লিগা এমএক্স-এর ...

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর ঘরোয়া ফুটবলের শক্তিশালী দল পাচুকা চলতি লিগস কাপ ২০২৫-এ দুর্দান্ত ফর্মে রয়েছে। ...

Scroll to top

রে
Close button