ম্যাচ জেতার পরেও যে কারনে কলকাতার ১২ খেলোয়াড়কেই জরিমানা করলো বিসিসিআই

জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ১৬ তম আসরে গতকাল ১৫ মে ৬১ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল আসরের অন্যতম শক্তিশালী দল চেন্নাই সুপার কিং বনাম কলকাতা নাইট রাইডার্স। এই দিন চেন্নাইয়ে স্বাগতিকদের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য ৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়েছে কলকাতা। এর ফলে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার সাতে উঠে এসেছে শাহরুখ খানের দল।
চেন্নাইয়ের বিপক্ষে এই জয়ের পরে কলকাতা দলের মুখে হাসি বেশিক্ষণ থাকেনি, কারণ ম্যাচের পরে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই কেকেআর-এর পুরো দলকে জরিমানা করেছে। এমন কি দলের ১২ নম্বর ক্রিকেটার অর্থাৎ দলের ইমপ্যাক্ট প্লেয়ারদেরও জরিমিনা করা হয়েছে।
এই জরিমানার ফলে সবথেকে বেশি ক্ষতি হয়েছে দলের অধিনায়ক নীতীশ রানা। কারণ তাঁকে জরিমানা দিতে গিয়ে ২৪ লক্ষ টাকা গুনতে হবে। এই ক্রিকেটারকে ২৪ লক্ষ টাকার জরিমানা করেছে বোর্ড। আইপিএল ২০২৩-এ দ্বিতীয়বার আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেছে কেকেআর দল। স্লো ওভার রেটের জন্য কেকেআর দলকে এই জরিমানা করা হয়েছে।
আইপিএল ২০২৩-এ এটি কেকেআরের দ্বিতীয় স্লো ওভার রেট। এই কারণে অধিনায়ক নীতীশ রানাকে ২৪ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। যেখানে দলের সকল সদস্যকে ম্যাচ ফির ২৫ শতাংশ বা ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই দুটো অ্যামাউন্টের মধ্যে যেই অঙ্কটা কম সেটাই দিতে হবে নাইট ক্রিকেটারদের।
নাইট দলকে এত বড় অঙ্কের জরিমানা করায় সকলেই অবাক হয়েচেন। তবে এটাই বোর্ডের নিয়ম। আসলে চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআর সময়মতো শেষ ওভার বোলিং করতে পারেনি। এর খেসারত দলকে ভুগতে হয়েছিল মাঠে। এই কারণে মাত্র ৪ জন ফিল্ডার ৩০ গজের ব্যাসার্ধের বাইরে ছিল, এখন দলকে জরিমানাও করা হয়েছে।
এর আগে, পঞ্জাব কিংসের বিরুদ্ধে আসরের ৫৩ তম লিগ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল। সেই সময়ে অধিনায়ক নীতীশ রানাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, কিন্তু একই অপরাধ দ্বিতীয়বার করায় কলকাতা নাইট রাইডার্সকে বড় শাস্তি দিল বোর্ড।
এরফলে দলসহ অধিনায়ককে দ্বিগুণ জরিমানা করা হয়েছে। এই কারণেই আইপিএলের আয়োজকরা নীতীশ রানাকে ২৪ লক্ষ টাকা এবং দলের সকল সদস্যকে কমপক্ষে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে।
উল্লেখ্য, নীতীশ রানা আরও একটি ম্যাচে স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হলে লিগ পর্বে তাঁকে এক ম্যাচের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। এদিকে এখন মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে এবং সেই ম্যাচে যদি তাঁর স্লো ওভার রেট থাকে, তবে তাঁকে শুধুমাত্র জরিমানা করা হবে, কারণ এই অপরাধের জন্য কোনোও খেলোয়াড়কে কোয়ালিফায়ার ম্যাচের জন্য নিষিদ্ধ করা যাবে না।
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- সেনানিবাসে সাবেক আইজিপির পালানোর চমকপ্রদ কৌশল ফাঁস
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- ‘এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন’ নীলা ইস্রাফিলের
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল ও উরুগুয়ের সেমি-ফাইনাল ম্যাচ
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- শাহজালাল বিমানবন্দরে ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
- নতুন করে আবেদন করলেন বেগম খালেদা জিয়া
- সবুজ, লাল না কালো আঙুর, কোনটিতে বেশি উপকার, জানলে আপনি অবাক হবেন
- হারাম থেকে বাঁচতে কি পালিয়ে বিয়ে করা যাবে, যা বলছে ইসলাম
- সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে
- হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও কলম্বিয়া,জেনেনিন সময়
- ডিপ্লোমা ও ভোকেশনালে ভর্তির সময়সূচি প্রকাশ