সচিনের সেই রেকর্ড ভাঙলেন দিলেন সূর্যকুমার

দেখতে দেখতে বেশ জমে উঠেছে আইপিএলের ১৬ তম আসর , আর এই টুর্নামেন্ট এগিয়ে আসার সাথে সাথে ক্রেজটাও বৃদ্ধি পেয়েছে। আপাতত আগামী কাল থেকে শুরু হতে চলেছে, প্লে অফে কোয়ালিফাই করার ম্যাচ গুলি। আপাতত গতকালের মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স-এর ম্যাচের পর শীর্ষস্থান বজায় রেখেছে গুজরাত ও তৃতীয় স্থানে রয়েছে মুম্বই। গতকাল মুম্বইয়ের জয়ের সাথে সাথে টেবিলের নিচে থাকা বাঁকি দলগুলির পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে কোয়ালিফাই করার।
তবে কাল আবার মুম্বই দলের হয়ে আবার অসাধারণ ব্যাটিং পারফরমেন্সের নমুনা দেখালেন সূর্যকুমার যাদব। সচিন টেন্ডুলকারের ১০০’র রেকর্ড ভাঙলেন স্কাই। শুধু, ভারতীয় দলের নয়, সমগ্র বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটসম্যান হলেন সূর্য। যদিও, এবছর মুম্বই দলের হয়ে প্রথমে রান পেতে বেশ সংঘর্ষ করতে হয়েছিল স্কাইকে।
তবে, শেষ ৭ টি ম্যাচে তিনি ৫ বার ৫০+ রান বানিয়ে প্রমান করে দিলেন কেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান। গতকাল ম্যাচের কথা বলতে গেলে, গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রথমে ব্যাট করতে এসে মুম্বাই ইন্ডিয়ান্স এর দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষান পাওয়ার প্লেতে ৬১ রানের পার্টনারশিপ করেন। বেশ ছন্দের মধ্যেই দেখা যাচ্ছিল মুম্বই ব্যাটসম্যান দের।
তবে, রশিদ খানের ফিরকির সামনে মাথা টেকে মুম্বই ব্যাটিং। যদিও এখানেও জিত হয় সূর্যের। শামি থেকে শুরু করে জোসেফকে গণধোলাই দিলেন স্কাই। বাদ পড়েন নি রশিদ ও। মুম্বাইয়ের হয়ে সেরা ইনিংসটি খেলতে দেখা যায় সূর্যকুমার যাদবের ব্যাট থেকে অসাধারণ একটি শতরান দেখা যায়। ৪৯ বলে ১১ টি চার এবং ৬ টি ছক্কা হাঁকিয়ে ১০৩ রান করলেন স্কাই। এই রান তাড়া করতে এসে রশিদ খান ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান সেভাবে সফল হননি। রশিদের ৩২ বলে ৭৯ রান দলকে জেতাতে ব্যার্থ হয়। ২৭ রানে জয় পায় মুম্বই পল্টন।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে শতরান করে ফেললেন সূর্যকুমার। ২০১৪ সালে প্রাক্তন মুম্বাই ওপেনার লেন্ডেল সিমন্স। দীর্ঘ ৯ বছর পর শতরান করলেন সূর্যকুমার। মুম্বইয়ের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান তিনি। ১১৪ রান বানিয়ে তালিকায় শীর্ষে রয়েছে সনাৎ জয়সূর্য, কলকাতার বিরুদ্ধে ১০৯ বানিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা, গতকাল ১০৩ রান বানিয়ে তৃতীয় স্থানে উঠে আসলেন স্কাই, পাশাপাশি কোচি টাস্কস কেরালার বিরুদ্ধে ১০০ বানিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর এবং পাঞ্জাবের বিরুদ্ধে ১০০ বানিয়ে পঞ্চম স্থানে রয়েছেন সিমন্স।
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- ‘এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন’ নীলা ইস্রাফিলের
- সেনানিবাসে সাবেক আইজিপির পালানোর চমকপ্রদ কৌশল ফাঁস
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল ও উরুগুয়ের সেমি-ফাইনাল ম্যাচ
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- শাহজালাল বিমানবন্দরে ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
- নতুন করে আবেদন করলেন বেগম খালেদা জিয়া
- সবুজ, লাল না কালো আঙুর, কোনটিতে বেশি উপকার, জানলে আপনি অবাক হবেন
- হারাম থেকে বাঁচতে কি পালিয়ে বিয়ে করা যাবে, যা বলছে ইসলাম
- সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে
- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স: বাঁচা-মরার ম্যাচ আজ, সরাসরি দেখবেন যেভাবে