| ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

তামিমের এমন বাজে ব্যাটিং দেখে উচিৎ কথা বললেন বোর্ড সভাপতি পাপন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ১৩ ১২:২৭:২২
তামিমের এমন বাজে ব্যাটিং দেখে উচিৎ কথা বললেন বোর্ড সভাপতি পাপন

সাম্প্রতিক সময় ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের। ব্যাট হারে ক্রিজে নেমে এই বাঁ-হাতি ওপেনার থিতু হয়েও ইনিংস বড় করতে পারছেন না কোন ভাবেই। চলতি বছরেরের শেষের দিকে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন তামিমের এমন হতশ্রী ব্যাটিং নিশ্চয় শঙ্কা জাগাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে।

তবে বড় আসরের আগেই তামিম ফর্মে ফিরবেন এমনটাই আশা করছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের এই খারাপ সময়ও পাশে দাঁড়ালেন বোর্ড সভাপতি পাপন। তাই তো তিনি এখনই টাইগার অধিনায়ককে নার্ভাস করতে নিষেধ করেছেন।

এখন পর্যন্ত বাংলাদেশের সর্বশেষ ১০ ওয়ানডে ম্যাচের পরিসংখ্যান দেখলে বোঝা যায়, তেমন ভালো সময় যাচ্ছে না তামিমের ব্যাটিং আলাপ। তবে এই ম্যাচেরমধ্যে মাত্র এক ইনিংসে অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। এছাড়া ঘরের কয়েক দন আগে মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে করেন অপরাজিত ৪১ রান।

বর্তমানে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচে তামিম ১৪ এবং দ্বিতীয় ওয়ানডেতে মোটে ৭ রান করেন। সবমিলিয়ে এই টাইগার অধিনায়ক ব্যাট হাতে বেশ সংগ্রামই করছেন। ফলে তামিমের এমন ফর্মহীনতা নিয়ে নাজমুল হাসান পাপনের মন্তব্য জানতে চাওয়া হয়।

জবাবে বিসিবি প্রধান বলেন, ‘তামিম আমাদের একজন সেরা ব্যাটার ও ওপেনার। এসব বলে ওকে আর নার্ভাস কইরেন না। মুশফিককে নিয়ে অনেক কথা বলা হয়েছিল, ফিরে আসে নাই? সুপারভাবে ফিরে আসছে। তামিমও ফিরে আসবে। আমাদের সবাই ভালো খেলবে এবং এ ব্যাপারে আমি অনেক বেশি আশাবাদী।’

এছাড়া বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষের সিরিজ ও এশিয়া কাপের মাধ্যমে দল চূড়ান্ত করার ইঙ্গিতও দিয়েছেন পাপন, ‘আমার ধারণা আফগানিস্তানের বিপক্ষে সব দেখা শেষ হবে এবং যে দলটা থাকবে এশিয়া কাপে, সেটাই আমাদের বিশ্বকাপ খেলবে।’

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার স্পোর্টসপ্রেমীদের জন্য রয়েছে টেস্ট ক্রিকেট ও টেনিসের জমজমাট লড়াই। বুলাওয়েতে ...

ভরতের একাদশে বড় চমক : শেষ টেস্টে পেস আক্রমণে বড় পরিবর্তন

ভরতের একাদশে বড় চমক : শেষ টেস্টে পেস আক্রমণে বড় পরিবর্তন

ওভাল টেস্ট ঘিরে ভারতীয় শিবিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। সিরিজের শেষ ও পঞ্চম টেস্টে পেস ...

ফুটবল

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদক : উত্তর আমেরিকার দুই সেরা লিগ—মেজর লিগ সকার (MLS) এবং মেক্সিকোর লিগা এমএক্স-এর ...

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর ঘরোয়া ফুটবলের শক্তিশালী দল পাচুকা চলতি লিগস কাপ ২০২৫-এ দুর্দান্ত ফর্মে রয়েছে। ...

Scroll to top

রে
Close button