| ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

শেষ হল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ১২ ১৮:২৯:৪৩
শেষ হল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচ, জেনে নিন ফলাফল

মিড অফে নিলাকশি ডি সিলভার সহজ ক্যাচ ছাড়লেন দেশের অন্যতম তারকা অলরাউন্ডার জাহানারা আলম। এই পেসা অলরাউন্ডারকেই শেষ ওভারে তুলাধুনা করলেন লঙ্কান ক্রিকেটার নিলাকশি। তার ও হার্শিথা সামারাবিক্রমার ফিফটিতে দেড়শ ছাড়াল শ্রীলঙ্কা নারী দলের সংগ্রহ। বোলিং-ফিল্ডিংয়ের মতো ব্যাটিংয়েও এদিন বিবর্ণ ছিলেন বাংলাদেশের মেয়েরা। তাতে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি নিগার সুলতানার দল।

শ্রীলঙ্কার কলম্বোয় আজ ১২ মে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমটি জয়ের পর টানা দুই ম্যাচে হারের তেতো স্বাদ পেল তারা। তাতে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিল লঙ্কানরা।

১৮ রানে জীবন পাওয়া নিলাকশি চারটি করে ছক্কা-চারে খেলেন ৩৯ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস। হার্শিথা করেন ৬ চারে ৫১। চতুর্থ উইকেটে তাদের ১০২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ১৫৮ রান করে শ্রীলঙ্কা।

রান তাড়ায় বাংলাদেশের কেউ খেলতে পারেননি বড় ইনিংস। তাতে ৭ উইকেটে ১১৪ পর্যন্ত যেতে পারে সফরকারীরা।

টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শিবিরে শুরুতেই আঘাত হানেন রাবেয়া খান। চতুর্থ ওভারে তিনি ফিরিয়ে দেন ভিশ্মি গুনারত্নেকে। ২ ছক্কা ও ৩ চারে ৩২ রান করা চামারি আতাপাত্তু নাহিদা আক্তারের শিকার। ফাহিমা খাতুন দ্রুত বিদায় করেন আনুশকা সাঞ্জিওয়ানিকে।

৫৬ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে থাকা শ্রীলঙ্কার হাল ধরেন হার্শিথা ও নিলাকশি। দেখেশুনে খেলে দলের রান বাড়াতে থাকেন তারা।

জমতে থাকা এই জুটি ভাঙার সুযোগ আসে ষোড়শ ওভারে। কিন্তু ফাহিমার বলে নিলাকশিকে জীবন দেন জাহানারা। শেষ পর্যন্ত হার্শিথা ও নিলাকশি মিলে রান নিয়ে যান বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে।

নিলাকশি ঝড়ের বড় ঝাপটাটা যায় জাহানারার ওপর দিয়ে। শেষ ওভারে তাকে তিন ছক্কা ও এক চার মারেন ডানহাতি এই ব্যাটার। ওই ওভার থেকে আসে ২৪ রান।

৪ ওভারে ৪৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন জাহানারা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে যা সবচেয়ে খরুচে বোলিং। আগের রেকর্ডটিও ছিল এই পেসারের, গত ডিসেম্বরে ডানেডিনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ৪৩। এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে খরুচে ৬ বোলিংয়ের মধ্যে ৪টিই তার।

রান তাড়ায় দ্বিতীয় ওভারেই বোল্ড হয়ে যান রুবাইয়া হায়দার। ২০ বলে ১০ রান করে এলবিডব্লিউ হন ফারজানা হক।

কিছুক্ষণ লড়াই চালিয়ে দুটি করে ছক্কা-চারে ৩০ রান করেন সোবহানা মোস্তারি। ২ চারে ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করা নিগার হন বোল্ড।

এরপর আর বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। পরের পাঁচ ব্যাটারের মধ্যে কেবল রিতু মনি যান দুই অঙ্কে। ব্যাটিং ব্যর্থতায় কোনোমতে একশ পার করে দলটি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা নারী দল: ২০ ওভারে ১৫৮/৩ (আতাপাত্তু ৩২, গুনারত্নে ২, হার্শিথা ৫১*, আনুশকা ৪, নিলাকশি ৬৩*; জাহানারা ৪-০-৪৪-০, মেঘলা ৪-০-২২-০, রাবেয়া ৪-০-২০-১, নাহিদা ৪-০-৩৭-১, ফাহিমা ৪-০-৩১-১)

বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১১৪/৭ (ফারজানা ১০, রুবাইয়া ০, সোবহানা ৩০, নিগার ৩১*, মুর্শিদা ৮, রিতু ১১, নাহিদা ৫, ফাহিমা ৯*, রাবেয়া ১*; উদেশিকা ৪-০-১৭-২, সুগন্ধিকা ৪-০-১৯-১, কাভিন্দি ৪-০-২৮-২, ওশাদি ২-০-১৫-০, ইনোকা ৪-০-১৭-২, কাভিশা ২-০-১৪-০)

ফল: শ্রীলঙ্কা নারী দল ৪৪ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা

ক্রিকেট

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট :ভালো ব্যাটিং শুরু করেও পড়েছে নতুন চাপে

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট :ভালো ব্যাটিং শুরু করেও পড়েছে নতুন চাপে

নিজস্ব প্রতিবেদক : লন্ডনের কেনিংটন ওভালে চলছে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

আগামী ৩ বছর যে দলের হয়ে খেলতে চান মেসি

আগামী ৩ বছর যে দলের হয়ে খেলতে চান মেসি

নিজস্ব প্রতিবেদক: চল্লিশের কোঠা পেরিয়েও মাঠে রাজত্ব করতে প্রস্তুত ফুটবল ইতিহাসের এক বিস্ময়, লিওনেল মেসি। ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button