| ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

এক নজরে দেখে নিন বিশ্বকাপে যেসব ভেন্যুতে হতে পারে বাংলাদেশের ম্যাচ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ০৫ ২৩:০০:৪৬
এক নজরে দেখে নিন বিশ্বকাপে যেসব ভেন্যুতে হতে পারে বাংলাদেশের ম্যাচ

আর মাত্র পাঁচ মাস পরেই শুরু হবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছে আয়োজক দেশ ভারত।

এক দিকে চলছে আইপিএল অন্যদিকে ঘরের মাঠে পরপর দুটি সিরিজের পর ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ড সিরিজের মাধ্যমে প্রস্তুত হচ্ছে টিম বাংলাদেশও। এবারের ওয়ানডে বিশ্বকাপে ইতিবাচক ও আক্রমণাত্মক মানসিকতা নিয়েই পা রাখতে চায় টাইগাররা।

বিশ্বকাপের সূচি এবং চূড়ান্ত ভেন্যুর তালিকা এখনও প্রকাশ করেনি আইসিসি। ফলে অক্টোবরে শুরু হতে যাওয়া আসরটিতে সাকিব-তামিমদের ম্যাচ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সম্ভাব্য দুটি ভেন্যুর কথা জানা গেছে। আরও পড়ুন: বিশ্বকাপে যে ভেন্যুতে হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ

ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস' এক প্রতিবেদনে বলছে, বাংলাদেশ নিজেদের অধিকাংশ ম্যাচ খেলতে চাইছে কলকাতা এবং গুয়াহাটিতে। যাতে নিজেদের দেশ থেকে খুব বেশি দূর ভ্রমণ করতে না হয়।

গণমাধ্যমটির তথ্যমতে, বাংলাদেশ থেকে কলকাতা এবং গুয়াহাটির দূরত্ব কম হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিতে চাইছে আয়োজকরা। দূরত্ব ছাড়াও গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথাও তারা মাথায় রেখেছে।

এখন পর্যন্ত ১২টি ভেন্যুকে বিশ্বকাপের জন্য পর্যালোচনায় রেখেছে বিসিসিআই। সেই তালিকায় স্থান পেয়েছে নাগপুর, বেঙ্গালুরু, তিরুবন্তপুরম, মুম্বাই, দিল্লি, লখনৌ, গুয়াহাটি, কলকাতা, হায়দরাবাদ, রাজকোট, ইন্দোর ও ধর্মশালা। আরও পড়ুন: লিটনের বদলে ক্যারিবিয়ান ব্যাটারকে নিলো কলকাতা

চলতি আইপিএলের ১৬তম আসরের পর্দা নামবে আগামী ২৮ মে। এই টুর্নামেন্ট শেষ হলেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পরামর্শে বিশ্বকাপের সূচি এবং চূড়ান্ত ভেন্যুর তালিকা প্রকাশ করবে আইসিসি।

এদিকে বিশ্বকাপে নিরাপত্তার কারণে চেন্নাই ও কলকাতায় খেলার কথা জানায় পাকিস্তান। তবে জানা গেছে, পাকিস্তানের অধিকাংশ ম্যাচ হতে পারে চেন্নাই এবং বেঙ্গালুরুতে। ভারতের বিপক্ষে ম্যাচটি হতে পারে আহমেদাবাদে।

বিশ্বকাপের সময় দেশটিতে বর্ষার প্রকোপ থাকে। তাই দক্ষিণ ভারতে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সব ম্যাচ শেষ করতে চায় বিসিসিআই। এজন্য কোহলিরা কোথায় ম্যাচ খেলতে পছন্দ করবেন, সেই বিষয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেছে বোর্ড। আরও পড়ুন: এক ওভারে ৬ ছক্কাসহ ৪৬ রান

আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে শোনা যাচ্ছে। খেলাগুলো ভারতের মোট ১২টি শহরে অনুষ্ঠিত হবে। টানা ৪৬ দিন ধরে ১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে।

ক্রিকেট

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট :ভালো ব্যাটিং শুরু করেও পড়েছে নতুন চাপে

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট :ভালো ব্যাটিং শুরু করেও পড়েছে নতুন চাপে

নিজস্ব প্রতিবেদক : লন্ডনের কেনিংটন ওভালে চলছে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

আগামী ৩ বছর যে দলের হয়ে খেলতে চান মেসি

আগামী ৩ বছর যে দলের হয়ে খেলতে চান মেসি

নিজস্ব প্রতিবেদক: চল্লিশের কোঠা পেরিয়েও মাঠে রাজত্ব করতে প্রস্তুত ফুটবল ইতিহাসের এক বিস্ময়, লিওনেল মেসি। ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button