অবাক ক্রিকেট বিশ্বঃ ড্রেসিং রুমে গম্ভীরকে উদ্দেশ করে যা বললেন কোহলি (দেখুন ভিডিও)

জনপ্রিয় ঘরোয়া চ্রুচকেত আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে একের পর এক বিতর্কে জড়াচ্ছে ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির নাম। প্রায় প্রতিটি ম্যাচেই কম-বেশি আলোচনার জন্ম দিচ্ছেন ডানহাতি এই ব্যাটার। স্লো-ওভার রেটের কারণে মোটা অঙ্কের জরিমানাও গুনেছেন তিনি। এদিন তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ অর্থাৎ ২৪ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৩১ লাখ) জরিমানা করা হয়। এরও আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়।
তবে এখানেই শেষ নয়। এবার নতুন বিতর্কে জড়িয়েছেন বিরাট। সাবেক সতীর্থ গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে জরিমানার মুখে পড়েছেন এই ব্যাটার। তবে তাদের এই ঝামেলা এবারই প্রথম না, ২০১৩ সাল থেকেই ঝামেলায় জড়িয়েছেন তারা। এরপর থেকে একে অন্যকে বারবার উসকে দিয়ে খোঁচা দিয়েছেন, যা মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এতে দেখা যায়, খালি গায়ে রয়েছেন কোহলি। এই অবস্থাতেই ড্রেসিংরুমে হেঁটে বেড়াচ্ছেন তিনি।
এ সময় কোহলি বলছেন, এটা একটা মধুর জয়। এভাবেই এগিয়ে যাও। প্লে-অফ বিবেচনায় নিলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জয় ছিল। ওদের (লখনৌ) মাঠে আমরাই বেশি সমর্থন পেয়েছি। এটা একটা অবিশ্বাস্য অনুভূতি। এটা বুঝিয়ে দিয়েছে, সবাই দল হিসেবে আমাদের কতটা পছন্দ করে। ছোট সংগ্রহ গড়েও আমরা নিজেদের চরিত্র দেখিয়েছি। সবার মধ্যে বিশ্বাস ছিল, আমরা পারব।
এই কথাগুলোর পরপরই গম্ভীরকে উদ্দেশ করে মন্তব্য করেন কোহলি। যদিও কোহলি সরাসরি লখনৌ মেন্টরের নাম উল্লেখ্য করেননি। তবে তার কথাতেই পরিষ্কার তিনি (কোহলি) কাকে উদ্দেশে করে কথাগুলো বলেছেন। কোহলির ভাষ্য, যদি তুমি এটা দিতে পারো, তাহলে নিতে পারার মানসিকতাও থাকতে হবে। নিতে না পারলে দিতে এসো না।
LSG v RCB, Game Day Dressing Room Reactions
King Kohli reacts to the win, Faf explains the crucial partnership and how Virat’s aggression helps the team, Karn and Hazlewood talk about their performances, before the team sang the victory song. Watch Game Day for more…#PlayBold pic.twitter.com/Jr0kCzYoIa
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 2, 2023
তবে এই ঘটনার শুরু এখানেই না। সোমবার (১ মে) লখনৌর একানা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় আরসিবি। এরপর বোলিংয়ে নেমেই একের পর এক আগ্রাসী আচরণের জন্ম দিতে থাকেন বিরাট। ম্যাচ চলাকালেই আফগানিস্তানের ক্রিকেটার নবীন-উল-হকের সঙ্গে কিছুটা ঝামেলায় জড়ান তিনি। ম্যাচ শেষেও এর রেশ চলতে থাকে। ম্যাচ শেষে এই দুজনকে হাত মেলাতে দেখা যায়। এমনকি এই সময় তাদের কথা বলতেও দেখা যায়। এরপর নবীন বিরাটের হাত ছেড়ে দিলে তাদের সরিয়ে নেন মাঠে থাকা অন্য খেলোয়াড়রা।
এরপর লখনৌর কাইল মায়ার্সের সঙ্গে কথা বলতে থাকেন বিরাট। মাঠে হাঁটতে-হাঁটতেই কথা বলছিলেন তারা। এ সময় সেখানে এসে মায়ার্সকে সরিয়ে নেন গম্ভীর। এমনকি লখনৌর মেন্টরকে কিছু একটা বলতে দেখা যায়। কিন্তু তিনি বিরাটকে উদ্দেশ করে বলছিলেন কি না, তা অস্পষ্ট ছিল। এই সময়ে তাদের মধ্যে কোনো ঝামেলাও লক্ষ্য করা যায়নি। বিরাট যেদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই দিকেই চলে যান। আর উল্টোদিকে চলে যায় লখনৌ শিবির। এরপরই শুরু হয় মূল ঝামেলা।
দেখা যায়, আচমকাই ফিরে তাকান গম্ভীর। তাকে কিছু বলা হয়েছে ভেবে তিনিও উত্তেজিত হয়ে কিছু বলতে থাকেন। এমনকি বিরাটের দিকে তেড়ে যান গম্ভীর। বিরাটও তার দিকে তেড়ে আসেন। তারা উত্তেজিত হয়ে কথা বললেও কি বলছিলেন, তা বোঝা যায়নি। পরে দুই দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা তাদের শান্ত করেন।
আর আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোহলি, গম্ভীর ও নবীন-উল-হককে জরিমানা করা হয়। কোহলিকে ম্যাচ ফি’র শতভাগ এবং গম্ভীর ও নবীনকে ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিসিআই।
- "গোপন প্রশিক্ষণ কেলেঙ্কারি: সেনা কর্মকর্তা মেজর সাদিকের পরিচয় ফাঁস
- এনসিপির কমিটি ভাঙনের পথে, গুরুত্বপূর্ণ দুই নেতার পদত্যাগ
- সরকারি চাকরিজীবীদের জন্য,জরুরি নির্দেশনা যা করতে হবে ১০ দিনের মধ্যে
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত
- না খেলেই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ
- আগামী ৩ বছর যে দলের হয়ে খেলতে চান মেসি
- মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ রেট আজ ১/৮/২০২৫ তারিখ
- মালয়েশিয়ার শ্রমবাজারে ফিরল বাংলাদেশি কর্মীদের সুযোগ
- শাহবাগে টানা ২৮ ঘণ্টা জুলাই যোদ্ধাদের অবস্থান, নাকাল রাজধানীবাসী
- ত্রিদেশীয় সিরিজে হোঁচট খেলো বাংলাদেশ
- ব্যর্থ বিসিবি, এশিয়া কাপে বড় সুযোগ হারাল বাংলাদেশ
- রাজধানীতে ভয়াবহ আগুন : আতঙ্কে ব্যবসায়ী ও পথচারীরা
- ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন
- আজ শনিবার, ২ আগস্ট ২০২৫, টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- পাকিস্তান-আফগানিস্তান-আমিরাত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ