| ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

“আমার স্বামীকে চুরি করেছ”

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ০২ ১০:৫৬:১৩
“আমার স্বামীকে চুরি করেছ”

সাম্প্রতিক ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন ছিল ৩০ এপ্রিল। বয়স পঁয়ত্রিশ পেরিয়ে ছত্রিশ বছরে পা দিলেন এই তারকা ক্রিকেটার। প্রতিভাবান তরুণ ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ তাঁর, মাঝের কিছু বছর ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি রোহিত। গত ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও ২০১১ একদিনের বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা হারিয়েছিলেন তিনি।

মুল বিষয়ে আসা যাক, ছবিটা পুরোপুরি বদলে যায় ২০১৩ সাল থেকে। শক্তিশালী ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিখর ধাওয়ানের সাথে রোহিত শর্মাকে ওপেনার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক ধোনি। রোহিতের কেরিয়ারের গতিপথ বদলে দেয় সেই একটা সিদ্ধান্তই। রানের ফুলঝুড়ি দেখা যায় তাঁর ব্যাটে। ভাঙতে থাকে একের পর এক রেকর্ড। রোহিত থেকে অনুরাগীদের একান্ত প্রিয় ‘হিটম্যান’ হয়ে ওঠেন তিনি।

জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজির হয়ে দারুণ পারফর্ম করে এখন ভারতীয় দল এবং মুম্বই ইন্ডিয়ান্সের অপরিহার্য্য অংশ রোহিত। কেরিয়ারে নেতা হিসেবেও যোগ্যতার পরিচয় দিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচটি আইপিএল ট্রফি দিয়েছেন। অন্তর্বর্তীকালীন অধিনায়ক থাকার সময় এশিয়া কাপ জিতেছেন জাতীয় দলের জার্সিতে। জিতেছেন নিদাহাস ট্রফিও। স্থায়ী অধিনায়ক হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছেন। আজ জন্মদিনে এই প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটারের জন্য বিভিন্ন মহল থেকে এলো শুভেচ্ছা। সতীর্থ, প্রাক্তন ক্রিকেটার’রা তো শুভেচ্ছা জানিয়েছেনই, পাশাপাশি সমাজমাধ্যম ভরিয়েছেন সাধারণ সমর্থকেরাও। জন্মদিনে অধিকাংশই প্রার্থনা করেছেন রোহিতের হাত ধরে যেন একদিনের বিশ্বকাপ খেতাব জিতে নেয় ‘মেন ইন ব্লু।’ লাখো শুভেচ্ছাবার্তার মাঝে আলাদা করে চোখ টেনে নিলো যুজবেন্দ্র চাহালের বার্তাটি। কমেন্ট সেকশনে রোহিত পত্নী ঋতিকার সাথে চাহালের খুনসুটিও বেশ ভাইরাল নেটমাধ্যমে।

ভারত অধিনায়ক রোহিত শর্মার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। ২০১৩ সালে রোহিতের অধিনায়কত্বেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয় চাহালের। এর পর জাতীয় দলেও দুজনে দীর্ঘসময়ে একে অন্যের সাথে খেলেছেন। খুবই ঘনিষ্ঠ সম্পর্ক দুজনের মধ্যে। একাধিক সাক্ষাৎকারে চাহাল জানিয়েছেন যে রোহিত যত ভালো ব্যাটসম্যান তার চেয়েও অনেক বড় মনের মানুষ। আজ ইন্সটাগ্রামে রোহিত সম্পর্কে চাহাল লেখেন, “শুভ জন্মদিন আমার প্রিয়তম বড় দাদা।” এর পর হৃদয়ের ইমোজি যুক্ত করেছেন তিনি। তারপর লিখেছেন, “তুমি সেই ব্যক্তি যে আমায় অন্ধকারে আলো দেখিয়েছো, আমার প্রিয়তম বন্ধু, যে আমায় বিশ্বে সবচেয়ে বেশী হাসায়।” এর পর লিখেছেন, “শুভ জন্মদিন রোহিতা শর্মা।” হিটম্যানকে যে তিনি রোহিতা বলে ডাকেন তা আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন চাহাল।

ক্রিকেট

সাকিব কি একজন ক্রিকেটার, নাকি একাই একটি প্রতিষ্ঠান

সাকিব কি একজন ক্রিকেটার, নাকি একাই একটি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে একটা নাম—যা নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। বয়স ৩৮ ছুঁইছুঁই, তবুও সাকিব ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্ব এখন জমজমাট। মেক্সিকোর Liga MX এবং যুক্তরাষ্ট্রের ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button