পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান

আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ সামনে রেখে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মুলাত দুই ভাগে বিভক্ত হয়ে রোববার (৩০ এপ্রিল) মধ্যরাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন লাল-সবুজের ১১ প্রতিনিধি। এ ছাড়া আগামিকাল মঙ্গলবার (২ মে) সকাল ১০টা ১৫ মিনিটে ইংল্যান্ডে যাবেন ক্রিকেটারদের বহরের দ্বিতীয় ভাগ।
লন্ডনে পৌঁছে আইরিশদের বিপক্ষে আগামী ৫ মে (শুক্রবার) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর আগামী ৯ মে চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে তামিম বাহিনি। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে আগামী ১২ ও ১৪ মে।
আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরবেন বাংলাদেশ দল। তবে দেশে ফেরার পর বিশ্রাম এর কোনো সুযোগ থাকছে না বাংলাদেশ দলের। চলতি বছরে ঠাসা সূচিতে ব্যস্ততার শেষ নেই টাউইগাররা। একের পর এক ম্যাচ। এক সিরিজ শেষ না হতেই আরেক সিরিজের তোড়জোড়। আন্তর্জাতিক ক্রিকেটের এই প্রবল ব্যস্ততায় পর্যাপ্ত অনুশীলনের সময়ও পাচ্ছে না তামিম-সাকিবরা।
আগামী জুন-জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠেই পূর্ণাঙ্গ সিরিজ আছে সাকিব-তামিমের দলের। এই সিরিজে তিন ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। তবে এই সিরিজের ম্যাচ সংখ্যা কমতে যাচ্ছে। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের কারণে এই সিরিজ থেকে একটি টেস্ট ম্যাচ কমতে যাচ্ছে।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল।
তিনি জানান, হ্যাঁ, একটি টেস্ট আছে, টি-টোয়েন্টি আছে, ওয়ানডে আছে। টেস্ট দুটি ছিল, একটি কমিয়ে দিয়েছি। কারণ, আমাদের শিডিউল খুব টাইট। আমরা পরে এটা আবার কাভার করব। কিন্তু আপাতত একটি টেস্ট কম খেলছি।
এদিকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি। এ ছাড়া বিশ্বকাপ নিশ্চিত করা কোনো দলই এখনও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি।
অন্যদিকে ক্রিকেটের এই ফরম্যাটে টাইগাররা শক্তিশালী দল হওয়ায় শিরোপা জয়ের স্বপ্নে বিসিবিও এরই মধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তাই বিসিবি চাচ্ছে, বিশ্বকাপের শিডিউলের ওপর নির্ভর করেই প্ল্যান করতে। এজন্য বিশ্বকাপের আগে দেশের বাইরে কোথাও ক্যাম্প করার কথাও ভাবছে, যেটি কিনা টাইগারদের বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প হতে পারে।
এ প্রসঙ্গে জালাল ইউনুসের ভাষ্য, শিডিউল তো আইসিসি বানাবে। এটার জন্য অপেক্ষা করছি আমরা। কোথায় কোন ভেন্যুতে খেলা আমাদের, সেগুলো আমাদের হাতের কাছে আসলে আমরা বুঝতে পারব। কারণ, এটার সঙ্গে আমাদের প্রস্তুতি ক্যাম্প রিলেটেড।
তার দাবি, এশিয়া কাপের পর খুব কম সময়, এই সময়ে বাইরে গিয়ে ক্যাম্প করা যাবে কি না, সেটা নিয়ে ডাউট। যদি না হয়, তাহলে দেশেই আমরা ক্যাম্প করব। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব শিডিউলটা দরকার, তাহলে নিজেদের প্লানটা করতে পারি।
উল্লেখ্য, চলতি বছরের ৫ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ। আর ফাইনাল হবে ১৯ নভেম্বর। আয়োজক ভারতসহ ৭ দল ইতোমধ্যে মূলপর্ব নিশ্চিত করে ফেলেছে। এদের সঙ্গে যোগ দেবে দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের মধ্যে যেকোনো একটি দল। এ ছাড়া বাছাইপর্ব পেরিয়ে যুক্ত হবে আরও দুই দল।
- "গোপন প্রশিক্ষণ কেলেঙ্কারি: সেনা কর্মকর্তা মেজর সাদিকের পরিচয় ফাঁস
- এনসিপির কমিটি ভাঙনের পথে, গুরুত্বপূর্ণ দুই নেতার পদত্যাগ
- বেতন বাড়লো সর্বোচ্চ : জেনেনিন কত টাকা বাড়লো বেতন
- সরকারি চাকরিজীবীদের জন্য,জরুরি নির্দেশনা যা করতে হবে ১০ দিনের মধ্যে
- চরম দু:সংবাদ : বাংলাদেশিদের জন্য ভিসা ফি দ্বিগুণ ঘোষণা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা পতন, দেশে কমেছে দাম
- জ্বালানি তেলের দাম নিয়ে স্বস্তির খবর দিল সরকার
- ইংল্যান্ড বনাম ভারত ৫ম টেস্ট : ভারতের স্কোর আপডেট
- টিভিতে আজকের খেলা (১ আগস্ট ২০২৫)
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত
- আজকের (৩১ জুলাই) সিঙ্গাপুর ডলারের বাজারদর: সর্বোচ্চ রেট কোথায় পাওয়া যাচ্ছে
- মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ রেট আজ ১/৮/২০২৫ তারিখ
- আজকের সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১/৮/২০২৫ তারিখ
- ত্রিদেশীয় সিরিজে হোঁচট খেলো বাংলাদেশ
- শাহবাগে টানা ২৮ ঘণ্টা জুলাই যোদ্ধাদের অবস্থান, নাকাল রাজধানীবাসী