৩ বলে ৩ ছক্কায় শেষ হল মুম্বাই-রাজস্থানের ম্যাচ, জেনে নিন সর্বশেষ স্কোর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসরে ৪২ তম ম্যাচে গতকাল ৩০ এপ্রিল মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়েল। আবারের আইপিএলে ৪২ তম ম্যাচ হলেও আইপিএল ইতিহাসে এক হাজারতম ম্যাচে মাঠে নেমেছিল মুম্বাই ও রাজস্থান। রোমাঞ্চে ভরা এই ম্যাচের শেষ ওভারে ম্যাচের তারকা ক্রিকেটার টিম ডেভিডের ৩ বলে ৩ ছক্কায় রাজস্থানকে ৬ উইকেটে হারিয়ে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে মুম্বাই। এর ফলে ম্নান হয়ে গেছে রাজস্থানের যশস্বী জয়সওয়ালের অনবদ্য সেঞ্চুরি।
আসরের অন্যতম শক্তিশালী দল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করেন রয়্যালসের ওপেনার জয়সওয়াল। অন্যপ্রান্তে কিছুটা দেখেশুনেই এগোচ্ছিলেন জস বাটলার। জয়সওয়ালের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লে’তে কোনো উইকেট না হারিয়েই ৬৫ রান তোলে রাজস্থান।
পাওয়ার প্লের পরেই ফিরে যান বাটলার। দলীয় ৭২ রানের মাথায় ১৯ বলে ব্যক্তিগত ১৮ রানে ফিরে এই ইংলিশ ক্রিকেটার। এরপর ক্রিজে খুব একটা বেশি সময় স্থায়ী হননি তিনে নামা সাঞ্জু স্যামসনও। ১০ বলে ১৪ রান করেই ফিরে যান এই উইকেট-কিপার ব্যাটার।
তবে চার-ছক্কার ফুলঝুরিতে রকেটের গতিতে রান তুলতে থাকেন জয়সওয়াল। অন্যপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ফিফটি হাঁকিয়ে দ্রুতই সেঞ্চুরির দিকে এগিয়ে যান এই ওপেনার। তার (জয়সওয়াল) বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২১২ রানের বড় পুঁজি পায় রাজস্থান। ৮ ছক্কা ও ১৬ চারের মারে ৬২ বলে ১২৪ রানে ফিরে যান জয়সওয়াল।
মুম্বাইয়ের হয়ে ৩৯ রান দিয়ে তিনটি উইকেট নেন আরশাদ। এ ছাড়া চাওলা দুটি এবং মেরেডিথ ও আর্চার একটি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় মুম্বাই। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার ঈশান কিষাণ ও তিনে নামা গ্রিন। পাওয়ার প্লে শেষে মুম্বাইয়ের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৫৮ রান।
পাওয়ার প্লের পর বেশি সময় ক্রিজে স্থায়ী হতে পারেননি ঈশান। দলীয় ৭৬ রানে ২৩ বলে ২৮ রানে ফিরে যান এই উইকেট-কিপার ব্যাটার। তবে একপ্রান্তে আধিপত্য বজায় রেখে তাণ্ডব চালান গ্রিন। ২৬ বলে ৪৪ রানের মারকুটে ইনিংস উপহার দিয়ে বিদায় নেন এই অজি অলরাউন্ডার। এরপর তিলককে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের জয়ের সম্ভাবনা বাড়ান সূর্যকুমার। মাত্র ২৪ বলেই হাফ-সেঞ্চুরি তোলে নেন সূর্যকুমার।
ম্যাচের শেষ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল ১৭ রান। আর শেষ ওভারের প্রথম তিন বলে তিন ছক্কায় দলের জয় নিশ্চিত করেন টিম ডেভিড। ডেভিডের ১৪ বলে ৪৫ রানের ক্যামিও ইনিংসে ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই।
রাজস্থানের হয়ে রবিচন্দ্রন অশ্বিন দুটি এবং ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা একটি করে উইকেট নেন।
এই জয়ে ৮ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে উঠে এলো মুম্বাই। আর ৯ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেছে রাজস্থান।
- "গোপন প্রশিক্ষণ কেলেঙ্কারি: সেনা কর্মকর্তা মেজর সাদিকের পরিচয় ফাঁস
- এনসিপির কমিটি ভাঙনের পথে, গুরুত্বপূর্ণ দুই নেতার পদত্যাগ
- স্কুলে ছুটি : আসছে নতুন ঘোষণা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত
- হতবাক ক্রিকেট বিশ্ব : এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড
- না খেলেই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ
- আগামী ৩ বছর যে দলের হয়ে খেলতে চান মেসি
- ঘরে ঘরে জ্বর নিয়ে দু:শ্চিন্তা :ডেঙ্গু না টাইফয়েড, বাঁচতে করণীয় কী জানুন এখনই
- রাজধানীতে ভয়াবহ আগুন : আতঙ্কে ব্যবসায়ী ও পথচারীরা
- মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ রেট আজ ১/৮/২০২৫ তারিখ
- ব্যর্থ বিসিবি, এশিয়া কাপে বড় সুযোগ হারাল বাংলাদেশ
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, ঘোষণা হবে বিকেল ৩টায়
- বিমানের মধ্যেই সহযাত্রীকে থাপ্পড়, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- শাহবাগে টানা ২৮ ঘণ্টা জুলাই যোদ্ধাদের অবস্থান, নাকাল রাজধানীবাসী
- ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন