| ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

১৯ বছরের নাইট শিবিরে চালু দোষারোপের পালা, কাঠগড়ায় অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ৩০ ১৬:৪৬:১৯
১৯ বছরের নাইট শিবিরে চালু দোষারোপের পালা, কাঠগড়ায় অধিনায়ক

নিজেদের শেষ ম্যাচ হারের পরেই চালু হয়ে গেল দোষ চাপানোর খেলা। কেকেআর ক্যাম্পে এখন তীব্র অস্বস্তি। টানা চার ম্যাচ হারের পর আরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামীতে জিতে ফর্মে ফিরে এসেছিল কেকেআর। ইডেনে আত্মবিশ্বাস নিয়েই কেকেআর মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে ব্যাটে-বলে শোচনীয়ভাবে আত্মসমর্পণ করে বসেছে কেকেআর।

রহমনুল্লাহ গুরবাজ এবং শেষদিকে কিছুটা আন্দ্রে রাসেলের ব্যাটে ভর করে কেকেআর স্কোরবোর্ডে কোনওরকমে ১৭৯ তুলেছিল। তবে গুজরাটের হেভিওয়েট ব্যাটিং লাইনআপকে থামাতে পারেনি নাইটরা।

ম্যাচে হারের পরেই ক্যাপ্টেন নীতিশ রানা দোষারোপ করলেন তরুণ সুয়াশ শর্মাকে। মোক্ষম সময়ে ক্যাচ ফস্কে ফেলেন সুয়াশ। বিষ্ফোরকভাবে নীতিশ রানা ম্যাচের পরে বলে দেন, “আমরা স্কোরবোর্ডে ২০-২৫ রান কম তুলেছিলাম। বড় ম্যাচে যদি এভাবে আমরা ক্যাচ মিস করতে থাকি, তাহলে তা ভীষণ মুশকিল হয়ে দাঁড়ায়। গুরবাজ, রাসেল বাদে কেউই ব্যাট হাতে রান পায়নি। পার্টনারশিপ গড়তেও ব্যর্থ হয়েছি আমরা। যদি আমরা একটা ৪০-৫০ রানের পার্টনারশিপ গড়তে পারতাম, তাহলে হয়ত আরও বেশি রান তুলতে পারতাম স্কোরবোর্ডে।”

নাইটদের ১৮০ রানের টার্গেট চেজ করতে নেমে ইনিংসের মাঝপথে হঠাৎ খেই হারিয়ে ফেলেছিল গুজরাট। পাওয়ার প্লে-তে আন্দ্রে রাসেল ফিরিয়ে দিয়েছিলেন ওপেনার ঋদ্ধিমান সাহাকে। ইনিংসের ঠিক মাঝামাঝি সময়ে পরপর দু-ওভারে নারিন এবং হর্ষিত রানা আউট করে দেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিলকে।

সেই চাপ ধরে রাখার জন্য আরও একটা উইকেটের খোঁজে মরিয়া হয়ে ছিল কেকেআর। সুযোগ এসেও গিয়েছিল। ১৬তম ওভারে রাসেলের বল হাঁকাতে গিয়ে সোজা হাওয়ায় তুলে দেন মিলার। থার্ড ম্যান থেকে ছুটে আসা সুয়াশ শর্মা ফ্লাডলাইটের মধ্যে বল আন্দাজ করতে পারেননি। সহজ লোপ্পা ক্যাচ মিস করে বসেন তারকা।

সুয়াশের ক্যাচ মিসকেই হারের অন্যতম কারণ বলে দিচ্ছেন ক্যাপ্টেন রানা, “মিডল ওভারে ওঁদের আমরা শান্ত রেখেছিলাম। তবে এমন দলের বিপক্ষে যদি সুযোগ মিস করা হয়, তাহলে হারতেই হবে। এরকম দলের বিরুদ্ধে জিততে হলে তিন বিভাগেই নিখুঁত পারফরম্যান্স করতে হত।”

“সেটা না করতে পারলে ফলাফল মোটেই আমাদের পক্ষে থাকবে না। ম্যাচের ছোটখাটো মুহূর্তগুলোই বড় ফারাক গড়ে দেয়। ঠিকঠাক ক্যাচ নেওয়াজ ভালো ফিল্ডিং করা- দলের জয়ের পথ সুগম করে।”

শুধু রানাই নয়, দোষারোপের খেলায় মেতেছেন আন্দ্রে রাসেল-ও। কেকেআরের ব্যাটিং শেষে দলের পারফরম্যান্সকে তুলোধোনা করেছিলেন রাসেল-ও। বলে দেন, “যা টোটাল দেখলাম, মোটেই ভাল লাগছে না। এটা ১৯০-২০০ রানের পিচ। কমপক্ষে ২০ রান কম তুলেছি আমরা। এর জন্য আমরাই দায়ী।”

ক্রিকেট

সুযোগ পেয়েও ফিরিয়ে দিলেন নাহিদ রানা

সুযোগ পেয়েও ফিরিয়ে দিলেন নাহিদ রানা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের উদীয়মান পেস সেনসেশন নাহিদ রানা যখন ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলের ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্ব এখন জমজমাট। মেক্সিকোর Liga MX এবং যুক্তরাষ্ট্রের ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button