লিটনের বদলে যে তারকা ক্রিকেটারকে দলে নিচ্ছে কলকাতা

দেশের খেলা শেষ করে গেল ১০ এপ্রিল আইপিএল খেলতে দেশ ছেড়েছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার লিটন কুমার দাস। তবে এক ম্যাচ খেলে ১৮ দিনের মাথায় আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন টাইগার এই ওপেনার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বংশধর কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি অবশ্য একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। গত ২০ এপ্রিল মুস্তাফিজের দ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষের ম্যাচে জ্যাসন রয়ের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ৪ বলে ৪ রান করে আউট হয়েছিলেন।
মুলাত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারই প্রথমবার ডাক পেয়েছিলেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। এরপর নানান আলোচনা-সমালোচনা শেষে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দেয় তিনি। কলকাতার হয়ে অভিষেক হয়েছিল লিটনের। তবে সেই ম্যাচে ব্যাটিংয়ের সঙ্গে উইকেট-কিপিংয়েও ব্যর্থতার কারণে এক ম্যাচ শেষেই তাকে একাদশ থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
এবার হঠাৎ করেই দেশে ফিরলেন কলকাতার ডাগ-আউটের নিয়মিত এই মুখ। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এক ম্যাচেই শেষ হলো তার যাত্রা।
এর আগে, ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় টুর্নামেন্টের শুরু থেকে খেলার অনুমতি পাননি তিনি। তাই জাতীয় দলের দায়িত্ব শেষ করে ৯ এপ্রিল ভারতে উড়াল দেন লিটন। কেকেআর শিবিরে যোগ দিয়ে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে সুযোগ পান বাংলাদেশি তারকা এই ওপেনার। তবে সেই ম্যাচেও ব্যর্থ ছিলেন এই ব্যাটার।
আইপিএল থেকে ১৯ দিনের মাথায় ফিরতে হয়েছে তাকে। ধারণা করা হচ্ছে, তিনি আর আসবেন না। কারণ, আগামী ৫ মে ইংল্যান্ডের চোমসফোর্ডে যোগ দেওয়ার কথা দেশসেরা এই ব্যাটারের। এখন প্রশ্ন উঠেছে, লিটনের পরিবর্তে অন্য কাউকে কি দলে নেবে কলকাতা। যদিও সেই উত্তর এখনও দেয়নি দলটি। এ ছাড়া কোনো ক্রিকেটারকে দলে নিলে, সেক্ষেত্রে ওই তালিকায় এগিয়ে থাকছেন তিন ক্রিকেটার।
ট্রাভিস হেড : সম্প্রতি ভারতে এসে তিনি দেখিয়েছেন, কতটা আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন তিনি। তাই বাঁ-হাতি এই ব্যাটারকে ওপেনার হিসেবে বিবেচনায় রাখতে পারে কেকেআর শিবির। এ ছাড়া স্পিন বলও করতে পারেন তিনি। তাই তাকে নিলে খারাপ হবে না, কলকাতার জন্যে।
ড্যারিল মিচেল : নিউজিল্যান্ডের মিচেলের দিকেও নজর দিতে পারে কেকেআর। মিডল-অর্ডারে ভালো ব্যাট করার দক্ষতা রয়েছে তার। সেই সঙ্গে মিডিয়াম পেস বলও করতে পারেন তিনি। যদিও তাকে এই মুহূর্তে পাওয়া বেশ কঠিনই। কারণ, পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজ খেলতে গিয়েছেন তিনি। কিন্তু আইপিএল খেলার জন্য কিউই ক্রিকেট বোর্ডের উৎসাহ দেওয়া, কেকেআরের জন্য তাকে দলে পাওয়ার অন্যতম কারণ হতে পারে।
মোহাম্মদ নবি : গত আসরেও কেকেআরে ছিলেন এই অলরাউন্ডার। কিন্তু কোনো ম্যাচেই তার সুযোগ হয়নি। তাই এবার লিটনের বদলি হিসেবে তাকেও নজরে রাখতে পারে কেকেআর। এক্ষেত্রে তাকে দলে পেলে স্পিনে বাড়তি সুবিধা পাবে দলটি। কারণ, গেল কয়েকটি ম্যাচে খুব একটা ভালো করতে পারছেন না সুনীল নারাইন।
- "গোপন প্রশিক্ষণ কেলেঙ্কারি: সেনা কর্মকর্তা মেজর সাদিকের পরিচয় ফাঁস
- এনসিপির কমিটি ভাঙনের পথে, গুরুত্বপূর্ণ দুই নেতার পদত্যাগ
- স্কুলে ছুটি : আসছে নতুন ঘোষণা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত
- না খেলেই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ
- আগামী ৩ বছর যে দলের হয়ে খেলতে চান মেসি
- হতবাক ক্রিকেট বিশ্ব : এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড
- রাজধানীতে ভয়াবহ আগুন : আতঙ্কে ব্যবসায়ী ও পথচারীরা
- মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ রেট আজ ১/৮/২০২৫ তারিখ
- ঘরে ঘরে জ্বর নিয়ে দু:শ্চিন্তা :ডেঙ্গু না টাইফয়েড, বাঁচতে করণীয় কী জানুন এখনই
- ব্যর্থ বিসিবি, এশিয়া কাপে বড় সুযোগ হারাল বাংলাদেশ
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, ঘোষণা হবে বিকেল ৩টায়
- শাহবাগে টানা ২৮ ঘণ্টা জুলাই যোদ্ধাদের অবস্থান, নাকাল রাজধানীবাসী
- মালয়েশিয়ার শ্রমবাজারে ফিরল বাংলাদেশি কর্মীদের সুযোগ
- বিমানের মধ্যেই সহযাত্রীকে থাপ্পড়, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়