পার্টিতে তরুণীর সঙ্গে অসভ্য ব্যবহার, বিতর্কে অস্থির দিল্লি ক্যাপিটালস

একদিকে একের পর এক ম্যাচ হারছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের পয়েন্ট তালিকা এখন পর্যন্ত এখনও পর্যন্ত ৭ ম্যাচ ২টিতে জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে মুস্তাফিজের দল দিল্লি। এবার বড়সড় কেলেঙ্কারি ফেঁসে গীলন তলানিতে থাকা এই দল। ফ্র্যাঞ্চাইজির পার্টিতে কয়েকদিন আগেই দিল্লি ক্যাপিটালসের এক তারকা মহিলার সঙ্গে অসভ্য আচরণ করেছিলেন। তারপরেই ফ্র্যাঞ্চাইজিতে শৃঙ্খলারক্ষার নতুন নিয়ম চালু হল।
আইপিএলের সেই কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, এই আসরে ভাবমূর্তি বজায় রাখতে রাত দশটার পর কোনও ক্রিকেটার পরিচিতদের রুমে ঢোকাতে পারবে না। এমন ঘোষণা দেওয়া হয়েছে। যদি অতিথিদের বিনোদনের বিষয় থাকে, তাহলে হোটেলের রেস্তোরাঁ অথবা ক্যাফে রুমে যাওয়া যেতে পারে। তবে কোনওভাবেই নিজের রুমে একান্তে ঢোকানো যাবে না।
ক্রিকেটারদের পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ সারার বিষয় থাকলে টিম ম্যানেজমেন্টকে অগ্রিম জানিয়ে অনুমোদন নিতে হবে সংশ্লিষ্ট সেই ক্রিকেটারকে। গত সোমবার হায়দরাবাদের বিপক্ষে জয়ের পরেই ফ্র্যাঞ্চাইজির অন্দরমহলে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গ করলে জরিমানা এমনকি চুক্তি ছিন্নও করা হতে পারে।
এবারের আইপিএলের সময় সাধারণত ফ্র্যাঞ্চাইজিদের তরফে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের স্ত্রী এবং পরিবারের সদস্যদের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে ট্র্যাভেল করার অনুমতি দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, পার্টনার অথবা স্ত্রীদের যাতায়াতের খরচ দিতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারদেরই। দলের সঙ্গে স্ত্রী-পরিবারের সদস্যরা যোগ দেওয়ার আগে ফ্র্যাঞ্চাইজিকে জানানো বাধ্যতামূলক।
তবে কোনও ক্রিকেটার যদি কাউকে নিজের রুমে নিয়ে যেতে চায়, তাহলে শৃঙ্খলারক্ষা আধিকারিককে বিষয়টি সম্পর্কে অবহিত করতে হবে। টিম ম্যানেজমেন্টের কাছে আগত অতিথির এক কপি ফটো পরিচয়পত্রও জমা দিতে হয়।
চলতি সিজনে দিল্লি ক্যাপিটালস মোটেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্ৰথম সাত ম্যাচে দিল্লির জয়ের সংখ্যা মাত্র দুটিতে। লিগ টেবিলের একদম সর্বশেষ স্থানে তাঁদের অবস্থান। টুর্নামেন্টের শুরুতে টানা পাঁচ ম্যাচ হেরে বসেছিল দিল্লির দলটি। তারপর বেঙ্গালুরু থেকে দিল্লিতে ফেরার সময় একাধিক ক্রিকেটারের কিটব্যাগ-ও চুরি হয়ে যায়। যদিও কয়েকদিন পরে ক্রিকেটীয় সেই সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
কোনও নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না করে দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে বলা হয়েছে, প্লেয়ার-সাপোর্ট স্টাফদের দলের লক্ষ্য, ভিশনকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন অনুষ্ঠানে ক্রিকেটারদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কারোর উপস্থিতিতে বিলম্ব হলে, অগ্রিম সেই বিষয়েও অবহিত করতে হবে। সময়ানুবর্তিতা নিয়ে দলের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে মৌখিকভাবে।
টুর্নামেন্টে খারাপ সূচনা হলেও, এখনও প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে। এমন অবস্থায় কোনওভাবে যাতে মাঠের বাইরে ঘটনা দলগত পারফরম্যান্সে প্রভাব না ফেলতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে দিল্লি। টানা পাঁচ হারের পর দিল্লি পরপর দুই ম্যাচে জয় পেয়েছে কেকেআর এবং হায়দরাবাদের বিরুদ্ধে। আগামী শনিবার সানরাইজার্স-এর বিরুদ্ধেই খেলতে নামছে ওয়ার্নারের দিল্লি।
- স্কুলে ছুটি : আসছে নতুন ঘোষণা
- চরম দু:সংবাদ : বন্ধ হলো ভিসা
- হতবাক ক্রিকেট বিশ্ব : এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত
- না খেলেই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, ঘোষণা হবে বিকেল ৩টায়
- ঘরে ঘরে জ্বর নিয়ে দু:শ্চিন্তা :ডেঙ্গু না টাইফয়েড, বাঁচতে করণীয় কী জানুন এখনই
- আগামী ৩ বছর যে দলের হয়ে খেলতে চান মেসি
- রাজধানীতে ভয়াবহ আগুন : আতঙ্কে ব্যবসায়ী ও পথচারীরা
- আজকের সৌদি রিয়ালের রেট কত, জেনিন কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- বিমানের মধ্যেই সহযাত্রীকে থাপ্পড়, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- ব্যর্থ বিসিবি, এশিয়া কাপে বড় সুযোগ হারাল বাংলাদেশ
- ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন
- নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ
- চরম দু:সংবাদ : শাহজালাল বিমানবন্দরের বাড়ছে দুর্ঘটনার শঙ্কা