| ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এক আর্জেন্টাইনের ৪ গোলে লন্ডভন্ড রিয়াল মাদ্রিদ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ এপ্রিল ২৬ ১২:৪১:১৯
এক আর্জেন্টাইনের ৪ গোলে লন্ডভন্ড রিয়াল মাদ্রিদ

ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে একাই ৪ গোল করা তো আর যেমন তেমন কথা নয়! এমন দৃশ্য মনে করলেই এত দিন এই প্রজন্মের ফুটবলপ্রেমীদের চোখে ভাসত রবার্ট লেভানডফস্কির মুখ। তবে আজ ২৫ এপ্রিল থেকে মনে রাখতে বাধ্য হবেন আরেকটি নাম—ভালেন্তিন মারিয়ানো হোসে কাস্তেয়ানোস হিমেনেজ,

সতীর্থদের কাছে যিনি তাতি নামে পরিচিত। ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন সুপারস্টার ফরোয়ার্ডের একার ৪ গোলে জিরোনার কাছে ৪–২ ব্যবধানে উড়ে গেল শক্তিশালী রিয়াল মাদ্রিদ।

আসরের দারুন ফর্মে থাকা বার্সেলোনার পর এবার জিরোনাও রিয়ালকে হারিয়েছে। ব্যবধানটা অবশ্য বেশ বড়, ৪-২! তাতেই রিয়ালের লা লিগা স্বপ্নে লেগেছে বড় এক ধাক্কা, কাল রাতে বার্সেলোনা নিজেদের ম্যাচটা জিতলে যে রিয়াল পিছিয়ে পড়বে ১৪ পয়েন্টের বড় ব্যবধানে!

এই আসরে রিয়ালের এমন সর্বনাশটা করেছেন জিরোনার এক আর্জেন্টাইন। ভালেন্তিন কাস্তেইয়ানোস একাই করেছেন ৪ গোল।

জিরোনা নিজেদের মাঠে ম্যাচটায় শুরু থেকেই লড়েছে রিয়ালের চোখে চোখ রেখে। ১২ মিনিটে তার সুফলটাও পেয়ে যায় দলটা। দারুণ এক আক্রমণ শানিয়ে এসে গোলটা করেন কাস্তেইয়ানোস।

ব্যবধানটা দ্বিগুণ করতেও সময় নেয়নি স্বাগতিকরা। মাঝমাঠ থেকে আসা লং বল ধরে রিয়াল ডিফেন্ডার এডার মিলিতাও আর গোলরক্ষক আন্দ্রেই লুনিনের বাধা এড়িয়ে গোলটা করেন সেই কাস্তেইয়ানোস।

রিয়াল অবশ্য ম্যাচে ফেরে এর কিছু পরেই। ৩৪ মিনিটে মার্কো অ্যাসেনসিওর খুঁজে পায় ভিনিসিয়াস জুনিয়রকে। তার গোলে ব্যবধান কমায় রিয়াল।

বিরতির পর আবারও দুই গোলের লিড ফেরত পায় স্বাগতিকরা। কোউতোর ক্রস থেকে গোল করেন কাস্তেইয়ানোস, পূরণ করে ফেলেন হ্যাটট্রিকও।

ম্যাচটা রিয়ালের হাত ফসকে বেরিয়ে যায় ঘণ্টার কাটা পেরোনোর একটু পরেই। এবারও মিলিতাওকে ফাঁকি দিয়ে কাস্তেইয়ানোস করে ফেলে নিজের চতুর্থ গোলটা।

শেষের একটু আগে লুকাস ভাসকেজ অবিশ্বাস্য কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেটা শেষমেশ কেবল ব্যবধানই কমাতে পেরেছে কেবল। ম্যাচটা জিরোনা জিতেছে ৪-২ গোলে।

এই হারের ফলে রিয়াল বার্সার সঙ্গে ব্যবধানটা কমাতে পারল না এক দিনের জন্যেও। ৩১ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে বার্সার ঝুলিতে আছে ৭৬ পয়েন্ট। কাতালোনিয়ায় রিয়ালের লিগের আশাটা এক ধাক্কাই খেয়ে গেল বৈকি।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

আজকের দিনটিতে টিভি পর্দায় জমজমাট খেলার সম্ভার থাকছে ক্রিকেট ও ফুটবলের দারুণ সব ম্যাচ নিয়ে। ...

আইসিসির নতুন র‍্যাঙ্কিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

আইসিসির নতুন র‍্যাঙ্কিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

ক্রিকেট দুনিয়ায় আবারও হতাশ করল বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার তাদের বাৎসরিক র‍্যাঙ্কিং প্রকাশ ...

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে