| ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

"আমাদের একটা দারুণ ব্যাটিং লাইন-আপ রয়েছে"

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ২৬ ১১:৩৯:৪৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসরে প্রথম ম্যাচটা ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে জিতেই শুরু করেছিলো আইপিএলের ১৬ তম আসরের চ্যাম্পিয়ন দল গুজরাত টাইটান্স। তারপর ঘরের বাইরে যতগুলো ম্যাচ খেলেছে এখন পর্যন্ত হারেনি একটিও। কিন্তু ঘরের মাঠে আর জেতা হচ্ছিলো না অধিনায়ক হার্দিক পান্ডিয়াদের।

কখনো প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান রিঙ্কু সিং আবার কখনও শিমরণ হেটমায়ারদের অতিমানবীয় ইনিংসের সামনে বারবার আটকে যাচ্ছিলো ডিফেন্স চ্যাম্পিয়নদের জয়রথ। আজ অবশেষে চলতি মরসুমের দ্বিতীয়বার হোম গ্রাউন্ডে দুই পয়েন্ট সাথে নিয়ে মাঠ ছাড়লো গুজরাত। পক্ষান্তরে টানা তিন জয়ের পর আসরের অন্যতম শক্তিশালী দল পাঞ্জাবের বিরুদ্ধে সেই যে হোঁচট খেয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স, আজও ঘুরে দাঁড়াতে পারলো না তারা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তারা হারলো ৫৫ রানে।

দিনের শুরুটা অবশ্য গিয়েছিলো অধিনায়ক রোহিতের দল মুম্বইয়ের পক্ষেই। টস জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত শর্মা । শুরুতে ঋদ্ধিমান সাহাকে ফিরিয়ে মুম্বইকে সুবিধা করে দিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। আজ গুজরাত ক্যাপ্টেন হার্দিক ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও প্রত্যাঘাত শুরু করেন শুভমান গিল। তিনি করেন ৫৬ রান। পাশাপাশি ৪২ ও ৪৬ রানের ঝোড় দুটি ইনিংস খেলেন অভিবন মনোহর এবং ডেভিড মিলার । খবরের শিরোনাম কেড়ে নিয়ে গেলেন রাহুল তেওয়াটিয়া। মাত্র ৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তিনি। শুরুটা মন্থর হলেও শেষ চার ওভারে ৭০ রান তুলে নিয়ে গুজরাত পৌঁছায় ২০৭ রানে।

পাঞ্জাব কিংসকে গত ম্যাচে ১৫ ওভার অবধি বেঁধে রাখতে পেরেছিলো মুম্বই ইন্ডিয়ান্স। শেষ পাঁচ ওভারে স্যাম কারান, জিতেশ শর্মারা তোলেন ৯৬ রান। প্রায় একই ঘটনা ঘটতে দেখা গেলো আজ। শেষ চার ওভারে ব্যাটে ঝড় তুললেন ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া। দাঁড়িপাল্লায় একদম সমানে সমানে চলতে থাকা খেলা সেই মুহূর্তেই গুজরাতের দিকে ঝুঁকে পড়েছিলো বলে মনে করছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। খেলা শেষে তিনি আজ জানালেন, “এটা একটু হতাশাজনক। আমাদের হাতেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিলো, কিন্তু শেষ কয়েক ওভারে বড্ড বেশী রান দিয়ে ফেলেছি।”

হারলেও নিজেদের দলের শক্তি সম্পর্কে তিনি যে অবগত তা জানিয়ে দিয়েছেন রোহিত। বলেন, “প্রতিটা দলের আলাদা আলাদা শক্তি রয়েছে। আমাদের একটা দারুণ ব্যাটিং লাইন-আপ রয়েছে। এবং যে কোন লক্ষ্যে পৌঁছানোর ক্ষমতা যে আমরা রাখি, সে সম্পর্কে আমাদের আস্থা রয়েছে। আজ দিনটা আমাদের ছিলো না।” হারের ব্যাখ্যা দিতে গিয়ে রোহিত বলেছেন, “একটু শিশির ছিলো। আর আমাদের এমন কাউকে প্রয়োজন ছিলো যে আরও একটু দীর্ঘ ইনিংস খেলতে পারত আজ।”

গত ম্যাচের কথা উল্লেখ করে হিটম্যান বলেন, “আগের খেলায় ২১৫ তাড়া করতে নেমে আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তবে আজ ব্যাট হাতে শুরুটা ভালো হয় নি। ২০০’র বেশী তাড়া করার ক্ষেত্রে সেটা মোটেই আদর্শ নয়। এমনকি শেষ ৭ ওভারেও আমাদের ব্যাটাররা মাঠে বিশেষ কিছু করে উঠতে পারে নি।”

ক্রিকেট

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাইম শেখের আগ্রাসী শুরু, আফিফ ও সোহানের দারুণ জুটি এবং মাহফুজুর রহমান রাব্বির ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্ব এখন জমজমাট। মেক্সিকোর Liga MX এবং যুক্তরাষ্ট্রের ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button