| ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সানরাইজা হায়দ্রাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের শক্তিশালী একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ২১ ১৫:১২:০৮
সানরাইজা হায়দ্রাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের শক্তিশালী একাদশ ঘোষণা

চলতি আইপিএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পর ফের একবার নিজেদের ঘরের মাঠ চিপকে ফিরতে চলেছে চেন্নাই সুপার কিংস শুক্রবার চেন্নাই বনাম হায়দ্রাবাদ ম্যাচে দর্শকাসনে ফের একবার হলুদ ঝড় ওঠার সম্ভাবনা। গত বারের ব্যর্থতা ঝেড়ে ফেলে এই বছর বেশ ভালো ক্রিকেট উপহার দিয়েছে চেন্নাই। গুজরাতের কাছে হেরে মরসুম শুরু করলেও সামলে নিয়েছে তারা।

জিতেছে তিনটি ম্যাচ। রাজস্থানের বিরুদ্ধে শেষ মুহূর্তের হার দলীয় পারফর্ম্যান্সে বিশেষ অভিঘাত সৃষ্টি করে নি। কনওয়ে, রাহানে, শিবম দুবে হোন বা ঋতুরাজ্, জাদেজা-দলে প্রচুর ম্যাচ উইনার রয়েছে তাদের। সেই কারণেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে চেন্নাই।

সানরাইজার্সকে গোটা মরসুম ভোগাচ্ছে ব্যাট হাতে তাদের ধারাবাহিকতার অভাব। এখনও অবধি মায়াঙ্ক আগরওয়াল মুম্বইয়ের বিরুদ্ধে একটি মন্থর ৪৮ রানের ইনিংস ছাড়া কোনোরকম যোগদান রাখতে পারেন নি। পাশাপাশি হ্যারি ব্রুককে নিয়ে আশা রেখেছিলেন ‘অরেঞ্জ আর্মি’ সমর্থকেরা। একমাত্র কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রান পেয়েছেন তিনি।

রাহুল ত্রিপাঠী , এইডেন মার্করামদের মত অভিজ্ঞ ব্যাটাররাও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। টপ-অর্ডার হোক বা মিডল অর্ডার বেশ নড়বড়ে দেখাচ্ছে সানরাইজার্স ব্যাটিংকে । ডেথ বোলিং-এর দুর্বলতাও বেশ নজরে পড়েছে প্রথম পাঁচটি ম্যাচে। চেন্নাইয়ের বিরুদ্ধে সেই ফাঁকফোকরগুলি দ্রুত মেরামত না করলে চাপে পড়তে হতে পারে সানরাইজার্সকে।

চলতি মরসুমে এখনও অবধি চেন্নাইকে ভরসা যুগিয়েছে তাদের ব্যাটিং। কোনো এক বা দুই ক্রিকেটার নয়, ব্যাট হাতে অবদান রেখেছেন অনেকেই। কখনও ঋতুরাজ, কনওয়ে, কখনও আবার রাহানে বা শিবম দুবেকে দেখা গিয়েছে ত্রাতার ভূমিকায়। লোয়ার অর্ডারে ধোনি বা জাদেজারাও দ্রুত গতিতে রান তুলেছেন এই আইপিএলে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিয়েছেন অম্বাতি রায়ডুও।

শুক্রবারও চেন্নাই রান তাড়া করার সুযোগ পেলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামবেন তিনিই। তবে প্রথমে ব্যাট করতে হলে দ্বিতীয় ইনিংসে চেন্নাইয়ের ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন আকাশ সিং। বেঙ্গালুরু ম্যাচে বিরাট কোহলিকে বোল্ড করে জাত চিনিয়েছেন তিনি। সূত্রের খবর চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ বেন স্টোকস। যা নিঃসন্দেহে খুশির খবর চেন্নাইয়ের জন্য। তবে সম্ভবত সানরাইজার্সের বিরুদ্ধে স্টোকসকে বাইরে রেখেই মাঠে নামবেন ধোনিরা। সানরাইজার্সের ব্যাটিং বিভাগে জমাটবদ্ধতার অভাব তুখড় গেম-রিডার ধোনির নজর এড়িয়েছে এমনটা হতে পারে না। তাদের ব্যাকফুটে ঠেলে দিতে বল হাতে মাথিশ প্রতিরাণা, তুষার দেশপাণ্ডেদের কাঁধে বড় দায়িত্ব তুলে দিতে চলেছে চেন্নাই সুপার কিংস ।

সানরাইজার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ-

ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মঈন আলি, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/ উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মাথিশা প্রতিরানা, মাহিশ তীক্ষণা, তুষার দেশপান্ডে।

ক্রিকেট

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাইম শেখের আগ্রাসী শুরু, আফিফ ও সোহানের দারুণ জুটি এবং মাহফুজুর রহমান রাব্বির ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্ব এখন জমজমাট। মেক্সিকোর Liga MX এবং যুক্তরাষ্ট্রের ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button